![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্তিকার মমতা রসে সিক্ত
দূর্বা-শিশিরের মিলনে সুবাসিত পূর্ণিমায়
আঁধারের গহীনে আলোকছটা
দিনে দিনে বেড়ে ওঠা সিক্ত অভিবাদনে
আমার পূর্ণতায় জননী তুমি
আকাশের মেঘলোকে লুপ্ত জুতিকায়
আলোর আবরণে কুসুমের পরশ
ভাবহীন জীবনে ভাবনার আলো
ছড়িয়েছো অবিরাম গতির তীরে
আমার পূর্ণতায় জননী তুমি
জলকনায় ওড়ে জলীয় বাস্প
পেয়ালায় পেয়ালায় চলে জীবন যোগ
শপথের সরাবে ভেসেছি আমি
দিয়েছো জীবনের সান্নিধ্যে জলযোগ
আমার পূর্ণতায় জননী তুমি
স্বপ্নবুনা চোখে এখন ঝরে নতুন আগুন
রুপালি নয় সোনালি নয় নতুন কিছু
সভ্যতার সিঁড়ি বেয়ে আসে ধেয়ে
তোমার নামে শপথের কোলাহলে জাগি
আমি জানি আমার পূর্ণতায় জননী তুমি।।।
©somewhere in net ltd.