নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করি সদা

ফালতু বালক

আমি অগোছালো টাইপ ছেলে। ফুটবল খেলাটা আমার খুব পছন্দ। পিসিতে গেম খেলে অথবা ভালো কোনো গল্পের বই পেলে সারাদিন একাই থাকতে পারি।আমার কিছু অসম্ভব রকম ভালো বন্ধু আছে। তারা সদা আমার পাশে থাকে।

ফালতু বালক › বিস্তারিত পোস্টঃ

ছ্যাকা কাব্য B-)B-)B-) [আপুরা ইগনোর করবেন]

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭





"তোমার সাথের প্রেমের

টানলাম যবনিকা

বাবার করা পছন্দেই

করমু আমি নিকা।"



মাই্যয়ার কথা শুই্যনা

চক্ষে দেখছিলাম সরিষা ফুল

তুইতো ছিলি আমার

সকল কিছুর মূল।



ক্যান তুই ছাইড়া গেলি

কি পাওয়ার আশায়?

ভালোবাসায় ছাই মাইরা

সুখ খুঁজলি টাকায়।



মানলাম, আমি পারতাম না তোকে

দিতে দামি গিফট

তাই বই্যলা হইলি তুই

চিরদিনের শিফট!



মাই্যয়ারা সব এমনই

ভীষণ সার্থবাজ

তোর উপর পড়ুক

খোদার প্রকট বাজ।



সান্তনা পাই খানিক

দিয়া তোকে গালি

জ্যোৎস্না রাতে তবুও

তোকে মনে পালি।



বিঃদ্রঃ কাব্য পই্যরা কারোর পুরানো স্মৃতি মনে পড়লে বালকের দোষ নাই;)

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

সর্বহারা:৭১ বলেছেন: ভালো লিখেছেন।শুভ কামনা।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

ফালতু বালক বলেছেন: ধন্যবাদ,৭১।
ভালো থাকবেন।
পাশে থাকবেন।

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

হাসান মুহিব বলেছেন: বাহ বাহ , মিলসে আপনার লগে

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

ফালতু বালক বলেছেন: কন কি হাসান ভাই :( :( :(

ভালো থাকবেন, পাশে থাকবেন। ;) ;)

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

এহসান সাবির বলেছেন: হায়রে কপাল....!

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

ফালতু বালক বলেছেন: এহসান সাবির বলেছেন: হায়রে কপাল....

এহসান ভাই, তবুও ভালো থাকবেন, ব্যাপার না ;)

শুভ কামনা।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: প্রেমিক তো অনেক পাওয়া যায় কিন্তু টাকাওয়ালা বর একটু দুর্লভ তাই পাইলে কেউ সহজে হাতছাড়া করতে চায়না!!

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

ফালতু বালক বলেছেন: ব্যাঙ ভাই, আপনে কোন ক্যাটাগরির তা তো মনে হয় সবাই জাই্যনা গেলো। ;) ;)

অনেক শুভ কামনা,
ভালো থাকুন সদা বৃষ্টি কি অন্য দিনে।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

হাসান মুহিব বলেছেন: পাশে থাকার জন্য তো আপনাকে অনুসরন করসি আজ থেকে.।.।।। চুইট থাকবেন :P :P :P :P :P

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

ফালতু বালক বলেছেন: কি শোনাইলেন হাসান ভাই।
চোখ তো ছলছল।

শুভ কামনা অনেক।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

অনিমেষ রহমান বলেছেন: বালক ভালু লাগছে।
:-B

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

ফালতু বালক বলেছেন: অনিমেষ ভাই, আপনার কমেন্টও ভালু লাগছে B-)

ভালো থাকবেন,সদা।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ফটু দেইখ্যাই হাসতে আছি!! =p~ =p~

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

ফালতু বালক বলেছেন: B-) B-)

আরে মূর্খ ভাই, অনেক দিন পর।
আশা করি অনেক ভালো।
ভালো থাইকেন , সদা।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

সিলেটি জামান বলেছেন: হে..হে..হে কাব্য লেখা বাদ দিয়া পেরেম করতে গেছিলেন, এখন ছ্যাকা খাইয়া আবার ছ্যাকা কাব্য নিয়া ফেরত আসিয়াছেন ;) ;) :D :D

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

ফালতু বালক বলেছেন: হাটে হাঁড়ি ভাইঙ্গা দিলেন :( :(

জামান ভাই, আশা করি অনেক ভালো।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

*কুনোব্যাঙ* বলেছেন: আমার ক্যাটাগরি বলেন বা এইম ইন লাইফ বলেন সেইটা হইল, রোম্যান্টিক নারী দেইখা প্রেম করুম কিছুদিন তারপর প্রেমের খায়েশ মিটলে পয়সাওলা বাপের মাইয়া দেইখা বিয়া বিয়া কইয়ার ফালামু B-)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

ফালতু বালক বলেছেন: কামনা করি, রোমান্টিক + পয়সাওয়ালা খাপে খাপ যদি মিই্যলা যায়। ;)

দাওয়াত দিবেন কিন্তু।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

একজন আরমান বলেছেন:
মানলাম, আমি পারতাম না তোকে
দিতে দামি গিফট
তাই বই্যলা হইলি তুই
চিরদিনের শিফট!


ভাই কি কাব্য লিখলেন? ক্ষত জায়গায় আবার খোঁচা লাগলো। :(

ব্যাথা পাইয়াও + দিলাম।

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

ফালতু বালক বলেছেন: সরি, আরমান ভাই।সমবেদনা। ;)

আপনার প্লাস মহা আনন্দে গ্রহন করলাম।
সদা থাকবেন ভালো,আরমান ভাই।
শুভ কামনা।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

আশিক মাসুম বলেছেন: মাই্যয়ারা সব এমনই
ভীষণ সার্থবাজ
তোর উপর পড়ুক
খোদার প্রকট বাজ।


হাহাহাহা ছন্দ মিলাইতে গিয়া ডাইরেক্ট বাজই ফালাইলেন??? একটা ভাল কিছু ফালাইতেন :P :P ;)

মজা পাইলাম।

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

ফালতু বালক বলেছেন: ছন্দ মিলাইতে গিয়া ডাইরেক্ট বাজই ফালাইলেন??? একটা ভাল কিছু ফালাইত.।

মাসুম ভাই, আপনার দেখি ঘোর এখনো কাটে নাই, মায়া এখনো লাই্যগা আছে ;) ;) ;)

ভালো থাকবেন সদা, জ্যোৎস্না কি কালো রাতে।
পাশে থাকবেন।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইগনোর করলাম না।

X((

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬

ফালতু বালক বলেছেন: তা তো বুঝতেই পারতাছি, আঁচড় রাইখা গেছেন ;)

ভালো থাকুন কদম হাতে সদা
মুছে যাক মনের দুঃখ কথা।

ভালো থাকবেন খুব।

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্বাধীনতা পরবর্তী সময়ে এমন প্রতিবাদী সৃষ্টি আর চোখে পড়েনি..... হে মহান বীর যোদ্ধা, আমার সালাম লও। প্যারেড, স্যালুট করবে, স্যালুর কর!





বি:দ্র: (স্বাধীনতা=ব্রেক আপ)

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

ফালতু বালক বলেছেন: ভাইগো, আপনিই যথার্থ মর্যাদা দিলেন :P

পথিক ভাই, অনেক শুভ কামনা।
ভালো থাকবেন রৌদ্র ও বৃষ্টি দিনে।
পাশে থাকবেন।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

তাসজিদ বলেছেন: মাই্যয়ারা সব এমনই
ভীষণ সার্থবাজ
তোর উপর পড়ুক
খোদার প্রকট বাজ।


sob meyerai selfish

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

ফালতু বালক বলেছেন: মনে হয় ;) ;) ;)

তাসজিদ ভাই ভালো থাকুন অনেক।
শুভ কামনা, বস।

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

একজন আরমান বলেছেন:
ভালো আর কিভাবে থাকবো যদি এইভাবে পুরনো সৃতি মনে করিয়ে খোঁচা দেন? /:) /:) /:)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

ফালতু বালক বলেছেন: হে হে..................যান আর খোঁচা দিমু না।

পুরানো সব স্মৃতি
মনে হানা দেয়
তিথী কিংবা প্রীতি ;) ;)

আরমান ভাইইইইইইইইইইইইইইইইইইই B-)

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

দহন আহমেদ বলেছেন:
সান্তনা পাই খানিক
দিয়া তোকে গালি
জ্যোৎস্না রাতে তবুও
তোকে মনে পালি।


সব গুলা ফাটাফাটি হইছে, ভাই!

৩ নং +++++! :) :)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, দহন ভাই।
ভালো থাকবেন সদা, কাউকে নিয়া ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.