নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করি সদা

ফালতু বালক

আমি অগোছালো টাইপ ছেলে। ফুটবল খেলাটা আমার খুব পছন্দ। পিসিতে গেম খেলে অথবা ভালো কোনো গল্পের বই পেলে সারাদিন একাই থাকতে পারি।আমার কিছু অসম্ভব রকম ভালো বন্ধু আছে। তারা সদা আমার পাশে থাকে।

ফালতু বালক › বিস্তারিত পোস্টঃ

ফালতু কাব্য [বিরক্তির জন্য নহে;););)]

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩





মনে বড়ই তোকে

পাওয়ার সাধ

আজ থেকে

পিংকি- চিংকি সব বাদ।





ফাগুন হাওয়া

বনে

জ্যোৎস্না আগুন

মনে।





চিঠির উওর দিয়েছিলি

দেখাই্যয়া জুতার হিল

ভাইঙ্গা তুই দিয়েছিলি

এক টুকরো দিল।





তুই ছাড়া কেহ নাই

আল্লাহর এই জমিনে

তবুও তুই পেরেক ঠুঁকলি

আমার মনের কফিনে।





মন তো চায় তোকে নিয়ে

যাই চাঁদের দেশে

কিন্তু সপ্ন মাঝেও তোর বাবা

সামনে দাঁড়ায় কেহেরমানের বেশে।





তোর মনের বিলে

ফুটামু নীল পদ্ম

তোকে নিয়েই

আমার জ্যোৎস্না পদ্য।





হাঁটছি তোর

পিছে

ভালোবাসাটা নয়

মিছে।





দে না তোর মনে

একটু ঠাঁই

সাগর পারে পাশাপাশি

হাঁটতে চাই।





কবির কাব্য

মন্দ না

মেয়ের নাম

চন্দনা।



১০

বললি তুই

বন্ধু হতে তোর

হতে চাই

তোর মন চোর।





বিঃদ্রঃ উপরের অনুকাব্য গুলা পই্যরা প্রভাবিত হবেন না, তবুও প্রভাবিত হইয়া যদি দিলে চোঁট পান বালক দায়ী না।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

আধখানা চাঁদ বলেছেন: ভাল লিখেছ তো !!

তুমি কিসে পড় ? এমনি জানতে চাইলাম।

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, চাঁদ ভাই।
পাশে থাকবেন,সদা।

একটা বেসরকারী মেডিক্যাল কলেজে,3 rd year

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

দহন আহমেদ বলেছেন: কবির কাব্য
মন্দ না
মেয়ের নাম
চন্দনা।
:P ;) B-)

১ নং ++++!

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

ফালতু বালক বলেছেন: দহন ভাই, অনেক ধন্যবাদ।
আপনার, চন্দনা নিয়া কাব্য টা যেন কি?


ভালো থাকবেন।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: +

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

ফালতু বালক বলেছেন: ভাই, আছেন কেমন?
নিশ্চই ভালো।

অনেক ধন্যবাদ ফর প্লাস ;) ;)

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

একজন আরমান বলেছেন:
তুই ছাড়া কেহ নাই
আল্লাহর এই জমিনে
তবুও তুই পেরেক ঠুঁকলি
আমার মনের কফিনে।


+++++++++++++++++++++++++

ভাই আমার কেন জানি মনে হইতাছে কয়দিন যাবত আপনার সব লেখা ইনডিরেক্টলি আমারে উৎসর্গ কইরাই লিখতাছেন !

আপনার লগে আর কোন কথা নাই ! /:) /:) /:)

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

ফালতু বালক বলেছেন: B-) B-) B-)


আরমান ভাই, পেরেক কোনো ব্যাপার না, সব পেরেক জলদি তুই্যলা ফেলান। ;) ;) ;)

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

রীতিমত লিয়া বলেছেন: ভালাইছে

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

ফালতু বালক বলেছেন: আপনার কমেন্টও আমার ভাল্লাগছে ;)

অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সদা।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

গ্রাম্যবালিকা বলেছেন:





ফালতু বালক কাহার 
সনে,
কথা বলে নিরব
ক্ষণে?! 

+++++

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

ফালতু বালক বলেছেন: মনে থাকুক
একজন
নাই বা জানুক
সব জন ;) ;) ;)

প্লাসের জন্য অনেক ধন্যবাদ।
শুভ কামনা।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সামসজীব বলেছেন: চমৎকার

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, সামসজীব ভাই।

ভালো থাকবেন সদা।
পাশে থাকবেন।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কাব্য লেখে
বালক
মুচকি হাসে পড়ে
লোক ! :) :) :)

ঈর্ষায় পড়ি আমি
মনে মনে কই
শুধুই কি লিখতে পারো তুমি !! X( X( X(

অনেক হইছে
ফালতু কাব্য
যাই তবে
এই নিয়ে পড়ে ভাববো !! :-P :-P :-P

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

ফালতু বালক বলেছেন: বিকার ভাই, অনেক দিন আমার ব্লগে আইলেন।
মাঝে মাঝে আইসেন, ভাল্লাগে।

আপনে তো চমৎকার লেখছেন, চোখ পুরাই ছলছল।

অনেক ধন্যবাদ , বিকার ভাই।
শুভ কামনা।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আগের মত ভাল লাগছে না :(

আপনি মেডিক্যালের স্টুডেন্ট :-B ;)

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

ফালতু বালক বলেছেন: আমারো মনে হইতাছে, আগের মত হইতাছে না, চেষ্টা করবো আরো ভালোর জন্য। :(

অনেক ধন্যবাদ।

হে হে, জি B:-/ =p~

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ছোট্ট নিথী বলেছেন: ভালো লাগলো! :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

ফালতু বালক বলেছেন: খুব ধন্যবাদ।
শুভ কামনা অনেক।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

অঞ্জলি বলেছেন: হাসতে হাসতে মরে গেলুম।অসাধারণ++++ কবিতায় ৮৮+১ প্লাস দিলুম।.... !:#P !:#P !:#P !:#P !:#P

আশীর্বাদ করি আমি অঞ্জলি রায়
আপনি ভালো থাকুন সবসময়!!!

শুভ রজনী!!!!

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

ফালতু বালক বলেছেন: ;) ;) ;)

অনেক ধন্যবাদ।
প্লাস সাদরে গ্রহন করলাম।
ভালো থাকবেন সদা।

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ধুর্মিয়া পুস্টের ছবি দেইখ্যাইতো টাস্কিত। সেরাম। (পিলাচের বন্যা হইবে ;) ;) )

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

ফালতু বালক বলেছেন: হে হে হে............।

পিলাচের বন্যার জন্য একবস্তা ধইন্যাপাতা।
ভালো থাকবেন, মূর্খভাই।
শুভ কামনা অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.