নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করি সদা

ফালতু বালক

আমি অগোছালো টাইপ ছেলে। ফুটবল খেলাটা আমার খুব পছন্দ। পিসিতে গেম খেলে অথবা ভালো কোনো গল্পের বই পেলে সারাদিন একাই থাকতে পারি।আমার কিছু অসম্ভব রকম ভালো বন্ধু আছে। তারা সদা আমার পাশে থাকে।

ফালতু বালক › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিক কাব্য [রাজনীতিবিদদের জন্য নহে ;);););]

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭







জয় হাসিনা

জয় খালেদা

দু'জনই কি

খুব আলাদা?





সব স্বপ্নই

বাপের

ভোগ করতাছি ফল

পাপের।





আছি দারূন

কষ্টে

নেতারা সব

পথভ্রষ্টে।





কবে হবে শেষ

সেতু কাহিনী

পার পেয়ে যাবে

আবুল বাহিনী।





আফছোছ আফছোছ

জন্মেছি বঙ্গদেশে

জনগন হয়ে

গেলাম ফেঁসে।





নেতারা

হাসিতে-খুশিতে

জনগন

যক্ষা কাশিতে।





আমাদের হাসিতে

ছুঁয়ে থাকে বেদনা

আমরা পাশে থাকি

বলি শুধু- 'কেঁদোনা।'

তাহাদের বেদনায়

লুকানো চাপা হাসি

আমরা জনগণ

তাহাদের দাস-দাসী।





মাটির নিচে ঘুমিয়ে আছে

লক্ষ শহীদের আত্না

ভাগ্য ভালো, বাই্যচা থাকলে

পাইতো না তারা পাত্তা।





বীর বাঙ্গালী শ্রদ্ধা করে

মুষ্ঠিযোদ্ধাদের

দু'টাকা ভিক্ষাও দেয় না

মুক্তিযোদ্ধাদের।



১০

প্রতি রাতে লক্ষ শহীদ

দূর আকাশে কাঁদে

আশার স্বদেশ জ্যামে আটক

দুই নেত্রীর ফাঁদে।

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

এ্যাংগরী বার্ড বলেছেন: দারুন :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, বার্ড।
ভালো থাকবেন সদা।
শুভ কামনা।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: একটু সিরিয়াস কমেন্ট করি - আজকের কাব্য যেন বেশী ম্যাচুর্ড মনে হচ্ছে! সবদিক থেকেই আজকের কাব্যের মান কেমন যেন অনেক বেশী মনে হচ্ছে!!! নাকি আমার বোঝার ভুল?!! অনেক ভাল লাগা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

ফালতু বালক বলেছেন: খালিদ ভাই, আপনার সিরিয়াস কমেন্টেও অনেক ভালো লাগা।

এমন সিরিয়াস কমেন্টই প্রত্যাশা করি সবর্দা।
ভালো থাকবেন খুব। ধন্যবাদ অনেক।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

একজন আরমান বলেছেন:
জয় হাসিনা
জয় খালেদা
দু'জনই কি
খুব আলাদা?

+++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, আরমান ভাই।
ভালো থাকবেন সদা।
শুভ কামনা।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার লেখনি বালক।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

ফালতু বালক বলেছেন: খুব রকম ধন্যবাদ, মুবিন ভাই।
ভালো থাকবেন, বৃষ্টি বা রৌদ্র দিনে।
শুভ কামনা অনেক।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

সালমাহ্যাপী বলেছেন: বাহ !!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, আপু।
ভালো থাকবেন সদা।
শুভ কামনা অনেক।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

গ্রাম্যবালিকা বলেছেন: ওরে , কত্ত ভালো লেখে!! অবশ্যই প্লাস!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

ফালতু বালক বলেছেন: হে হে।

অনেক ধন্যবাদ,আপু।
ভালো থাকবেন খুব শহরে বা গ্রামে।
শুভ কামনা অনেক।

প্লাসের জন্য থাংকু ;)

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এবারেরটা বেশি অসাম হয়েছে।

প্রতি রাতে লক্ষ শহীদ
দূর আকাশে কাঁদে
আশার স্বদেশ জ্যামে আটক
দুই নেত্রীর ফাঁদে।

বাই দা ওয়ে, আপনি আমাকে প্লাসের কথা বলে আমার ব্লগে প্লাস দেন না। শুধু মুখেই বলেন। আর আমি না বলেও প্লাস দেই :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ।শুভ কামনা খুব।

কই শেষ কমেন্টে তো প্লাস দিছিলামই :(
এই বার তো দেন নাই ;)

ভালো থাকবেন কদম হাতে।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই পোষ্টে প্লাস দিয়েছি!!!!!!!!!!!!!!!!!!! আমার পোষ্টে আপনি প্লাস দেন নি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! X( X( :P :P B-))

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

ফালতু বালক বলেছেন: হে হে.

আপনার প্লাস জিনিসটা আমি এতক্ষনে বুঝলাম :!> :!> :!>

আপনার পোস্টে আপনি এমনিতেই অনেক প্লাস পাইছেন, আমি আর প্লাস দিমু না। তারচেয়ে বরং আমাদের মত আভাগাদের প্লাস কিছুটা দান করতে থাকেন। মন খুই্যলা দয়া করমু। ;) ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.