নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করি সদা

ফালতু বালক

আমি অগোছালো টাইপ ছেলে। ফুটবল খেলাটা আমার খুব পছন্দ। পিসিতে গেম খেলে অথবা ভালো কোনো গল্পের বই পেলে সারাদিন একাই থাকতে পারি।আমার কিছু অসম্ভব রকম ভালো বন্ধু আছে। তারা সদা আমার পাশে থাকে।

ফালতু বালক › বিস্তারিত পোস্টঃ

বই মেলা আসবে, আপনি আসবেন না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০









আপনাকে আমি সরাসরি কখনো দেখিনি তবে ইচ্ছা ছিলো দেখার। ব্যক্তি হিসেবে আমি আপনাকে কতোটা পছন্দ করি তা বলতে পারবোনা কিন্তু আপনার লেখার ভক্ত আমি অসম্ভব রকমের। আপনার লেখাটাকে আমি পছন্দ করি। সহজ ভাষায়,সহজ শব্দের মাধ্যমে কিভাবে অসাধারন টাইপ উপন্যাস কিংবা উপন্যাসের চরিএ সৃষ্টি করে পাঠকদের মনের ভিতরে বিশাল ভাবে স্থান করে নেয়া যায় তা আপনি খুব ভালো ভাবেই দেখিয়েছিলেন।বাংলার সাহিত্যাকাশে আপনার অবদান ভোলার মতো না। এই জাতি আপনার সাহিত্যকর্মকে কখনো ভুলবে না।ভুলতে পারবে না। আপনি হাজারো বাঙ্গালীর অন্তরে থেকে যাবেন হিমু ,মিছির আলি কিংবা শুভ্র রুপে আজীবন। আপনার সৃষ্টিকর্ম সম্পর্কে কিছু বলার যোগ্যতা আমার নাই। তবুও বললাম। হয়তোবা কিছূটা আবেগের জন্য, কিছুটা ভালোবাসার জন্য।সামনে অসংখ্য বইমেলা আসবে তবে হিমু,মিছির আলি, শুভ্র কিংবা রুপা আসবে না।হলুদ পাঞ্জাবী পরে অনেকেই হয়তোবা পিচঢালা রাস্তায় খালি পায়ে হাঁটবে কিন্তু হলুদ রংটা থাকবে ধূসর, মলিন। মহান প্রভু আপনার উপর সহায় হোন এটাই কামনা। স্যার, আপনার লেখাটাকে আমি পছন্দ করি, খুব।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

দলছুট শুভ বলেছেন: নয়ন সম্মুখে তুমি নাই, নয়ন মাঝারে নিয়েছ যে ঠাই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

ফালতু বালক বলেছেন: শুভ ভাই, বই মেলার অপেক্ষায় থাকতাম, তার নতুন কোনো বই আসবে এই জন্য আর এখন............

বেঁচে থাকুক তিনি সবার মাঝে।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: আমি অনেক বার দেখেছি
সহজ সরল সদালাপি
আজও আপন মনে তার সনে কথা হয়
সে যে কাব্য সে যে হিমু আর নিরব স্মৃতিময় ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

ফালতু বালক বলেছেন: খুব ভালো বলছেন, পরিবেশ ভাই।

মনে থাকুক ঘুমন্ত সব ভক্তদের।
তার কাছের মানুষ গুলার কাছে তার স্মৃতি এখনো টাটকা।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মনটা এতদিন পর আবারও খারাপ হলো।
অদ্ভুত বিষন্নতায় ভরে গেল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

ফালতু বালক বলেছেন: পাঠকদের তিনি আনন্দ দিয়ে গিয়েছিলেন বরাবরই।
তার অনু্পস্তিতিতে তার জন্য খানিকটা অদ্ভুত বিষন্নতায় মনটা ভরেই থাকুক না, কিছুক্ষণ।

কাল্পনিক ভাই, শুভ কামনা খুব।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: বই মেলা আসবে, আপনি আসবেন না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

ফালতু বালক বলেছেন: :( :( :( :(

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯

মাক্স বলেছেন: :(

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

ফালতু বালক বলেছেন: :( :( :(

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

জাকারিয়া মুবিন বলেছেন: ওনার বইগুলোকে আসলেই খুব মিস করি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

ফালতু বালক বলেছেন: মুবিন ভাই, আমিও।

ভালো থাকবেন।

৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১

রোকসানা ইসমাইল বলেছেন: নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে....... :( :(

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৪

ফালতু বালক বলেছেন: উনি বেঁচে থাকবেন আজীবন এভাবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.