নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করি সদা

ফালতু বালক

আমি অগোছালো টাইপ ছেলে। ফুটবল খেলাটা আমার খুব পছন্দ। পিসিতে গেম খেলে অথবা ভালো কোনো গল্পের বই পেলে সারাদিন একাই থাকতে পারি।আমার কিছু অসম্ভব রকম ভালো বন্ধু আছে। তারা সদা আমার পাশে থাকে।

ফালতু বালক › বিস্তারিত পোস্টঃ

আমার ভাষা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২







আমার ভাষায় মধু ঠাসা

মায়ের হাসা-বোনের হাসা।



আমার ভাষায় আঁছড়ে পরে

শান্ত নদীর ঢেউ

কোন ভাষাটা রক্তে কেনা

বলতে পারিস কেউ?



বাউল ফকির কোন ভাষাতে

সুর তোলে এক তারায়

কোন ভাষাতে দূরের মাঝি

গান গেয়ে তোর মন মাতায়।



কোন ভাষাতে ছোট্ট শিশু

কেঁদে উঠে মায়ের কোলে

কোন ভাষাতে গ্রাম্য মেয়ের

শিউলী মালার বেণী দোলে।



কোন ভাষাটা কাদা মাখা

বৃষ্টি ভেজা রিম ঝিম -ঝিম

কোন ভাষাতে বাবার ধমক

গায়ে কাঁটা, রক্ত হিম-হিম।



কোন ভাষাতে কিচির-মিচির

ভোর আলোয় মোরগ ডাক

কোন ভাষাতে ফেরিওয়ালা

ফেরি কাঁধে দেয় যে হাঁক।



বল না আমায়, কোন ভাষাতে

অচেনা রাখাল বাজায় বাঁশি

কোন ভাষার বিনিময়ে

মা হারিয়েছে যক্ষের ধন ছেলের হাসি।



বলতে পারিস, কোন ভাষার জন্য আজ

কৃষঞ্চচূড়ায় রক্ত রং

দুষ্ট বালিকা কোন ভাষাতে

নাক কুঁচকিয়ে দেখায় ঢং।



সেই ভাষাটা আমার ভাষা

রফিক জাব্বারের স্বপ্ন-আশা

আগলে রাখি বুকের ভিতর

মমতা ঠাসা বাংলা ভাষা।



উৎসর্গঃ যারা বাংগালী হয়েও ইংরেজী কিংবা হিন্দিতে কথা বলতে স্বাচ্ছন্দবোধ করে X(X(X(



মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

একজন আরমান বলেছেন:
উৎসর্গঃ যারা বাংগালী হয়েও ইংরেজী কিংবা হিন্দিতে কথা বলতে স্বাচ্ছন্দবোধ করে

আজকে কাব্যে ভালো লাগা না উৎসর্গে ভালো লাগা দিলাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

ফালতু বালক বলেছেন: হে হে হ।

তবুও ধন্যবাদ দিলাম, যান ;)
খুব ভালো থাকবেন আরমান ভাই।
শুভ কামনা।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫১

তানিয়া হাসান খান বলেছেন: বলতে পারিস, কোন ভাষার জন্য আজ
কৃষঞ্চচূড়ায় রক্ত রং
দুষ্ট বালিকা কোন ভাষাতে
নাক কুঁচকিয়ে দেখায় ঢং। খবি সুন্দর। +++++++++++++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

ফালতু বালক বলেছেন: খুব রকম ধন্যবাদ, আপু।
ভালো থাকবেন সদা।

শুভ কামনা অনেক।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫২

তানিয়া হাসান খান বলেছেন: প্রিয়তে........। :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

ফালতু বালক বলেছেন: কি কইলেন আপু, চোখ তো পুরাই ছলছল।

অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ অনেক।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

ইমরাজ কবির মুন বলেছেন:
ভালৈ ||

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

ফালতু বালক বলেছেন: আরে মুন ভাই, খুব ধন্যবাদ।
ভালো থাইকেন।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

জাকারিয়া মুবিন বলেছেন: ভাষার প্রতি শ্রদ্ধা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

ফালতু বালক বলেছেন: সহমত।

মুবিন ভাই, শুভ কামনা।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

সুপান্থ সুরাহী বলেছেন:

বাংলা ভাষা আমার জীবনের নাম....

ধন্যবাদ ভাষার মাসে ভাষা নিয়ে লিখায়...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, সুরাহী ভাই।

ভাল থাকবেন সদা।
পাশে থাকবেন।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

রোকেয়া ইসলাম বলেছেন: অনেক ভাল লাগলো।
সুন্দর পোষ্টের জন্য +++++++++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, আপু।
শুভ কামনা খুব।
ভালো থাকবেন সদা, কাব্যে।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২

যাযাবর৮১ বলেছেন:





গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

ফালতু বালক বলেছেন: যাযাবর ভাই, কাব্যে ++++++
খুব ভালো বলেছেন।

দেখা হবে কোনো কোনো এক চত্তরে, হয়তোবা।
ভালো থাকবেন।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

ফালতু বালক বলেছেন: গীতি কবিতা পুরাই ঝাক্কাস
ভাই, শুধু ++++ না একদম গোল্ডেন।

ভাইগো ভালো থাকবেন।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

গ্রাম্যবালিকা বলেছেন: আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

ভাষার প্রতি ভালোবাসা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

ফালতু বালক বলেছেন: আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

ভাষার প্রতি ভালোবাসা, সহমত।

ভালো থাকবেন বালিকা।
শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.