নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করি সদা

ফালতু বালক

আমি অগোছালো টাইপ ছেলে। ফুটবল খেলাটা আমার খুব পছন্দ। পিসিতে গেম খেলে অথবা ভালো কোনো গল্পের বই পেলে সারাদিন একাই থাকতে পারি।আমার কিছু অসম্ভব রকম ভালো বন্ধু আছে। তারা সদা আমার পাশে থাকে।

ফালতু বালক › বিস্তারিত পোস্টঃ

প্রভাত ফেরি, প্রভাত ফেরি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭







প্রভাত ফেরি, প্রভাত ফেরি

সঙ্গে নিবে আমায়?

রফিকের লাল রক্ত লাগুক

একটু আমার জামায়।



প্রভাত ফেরি, প্রভাত ফেরি

দাঁড়াও, জুতা জোড়া খুলছি

সঙ্গে যাবো আমি

জাব্বারের রক্তে রঞ্জিত

পিচঢালা রাস্তাটা আজ

প্রাণের চেয়েও দামী।



প্রভাত ফেরি, প্রভাত ফেরি

আস্তে হাঁটো

রফিক-জাব্বারেরাও হাঁটছে

আমাদের সাথে

দেখো -দেখো ,

শ্লোগান লেখা বাঁশের ফেস্টুন গুলো

এখনো তাদের হাতে।





[সালাম, বীর শহীদদের। যাদের ভাষার জন্য প্রাণের মায়া খুব তুচ্ছই ছিলো।সালাম, সালাম। হাজারো সালাম।]

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: সালাম, বীর শহীদদের। যাদের ভাষার জন্য প্রাণের মায়া খুব তুচ্ছই ছিলো।সালাম, সালাম। হাজারো সালাম।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:০৬

ফালতু বালক বলেছেন: ব্যাং ভাই, ভালো থাকবেন।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: একুশ আমার মায়ের মুখের
১ম শেখা অ,আ,ক,১,২ বুলি
শহীদ স্মৃতি স্মরণে
শ্রদ্ধাঞ্জলি / শহীদের রক্ত বৃথা যেতে দেবনা ।
রাখব এ সোনার বর্ণমালা হৃদয়ে জ্বালি ।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১১

ফালতু বালক বলেছেন: শহীদের রক্ত বৃথা যেতে দেবনা ।
রাখব এ সোনার বর্ণমালা হৃদয়ে জ্বালি ।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাষা শহীদদের প্রতি শতকোটি সশ্রদ্ধ সালাম।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১১

ফালতু বালক বলেছেন: খুব রকম ভালো থাকবেন মুবিন ভাই।

৪| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

রোকসানা ইসমাইল বলেছেন: ভালো লাগলো...... এতো সুন্দর একটা লেখায় ভালো লাগা নাই দেখে মনটা খারাপ হল :(

তাই আমি দিলাম ১ম ভালো লাগা :)

ভাষা শহীদদের ঋন কখনোই শোধ হবে না...... আমাদের ভাষাতেই তারা বেচে থাকবেন আজীবন।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২

ফালতু বালক বলেছেন: ভালো লাগা দেয়ার জন্য আপনাকেও খুব রকম ধন্যবাদ।
ভালো থাকবেন খুব রকম।
শুভ কামনা।

ভাষা শহীদদের ঋন কখনোই শোধ হবে না...... আমাদের ভাষাতেই তারা বেচে থাকবেন আজীবন। কারেক্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.