নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করি সদা

ফালতু বালক

আমি অগোছালো টাইপ ছেলে। ফুটবল খেলাটা আমার খুব পছন্দ। পিসিতে গেম খেলে অথবা ভালো কোনো গল্পের বই পেলে সারাদিন একাই থাকতে পারি।আমার কিছু অসম্ভব রকম ভালো বন্ধু আছে। তারা সদা আমার পাশে থাকে।

ফালতু বালক › বিস্তারিত পোস্টঃ

তোর কাব্য [উৎসর্গঃ একজন আরমান B-)B-)B-)]

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:২৮







তোকে নিয়া

যামু আমি মঙ্গলে

তুই তো থাকিস সদা

আমার মনের জঙ্গলে।



চাস কি তুই আমার সাথে

থাকতে জীবন ভর?

এর বিপরীত নিমু না আমি

এক্সট্রা কোনো কর।



আমি তো ভাই, সহজ-সরল

ভদ্র টাইপ পোলা

ধোঁকা দিয়া জালাইস না

আমার মনের ভিতর চুলা।



মনের বিলের পদ্ম ফুলে

মাখাস যদি গোবর

তোর বাড়ির পিছন দিকে

খুঁড়মু আমার কবর।



তোর মত সুন্দরীরা

মনকে নিয়া করে ছেলে-খেলা

আমরা ছাগল, দড়ি গলায়

ঘুরি সকাল-সন্ধ্যাবেলা।





[উৎসর্গকৃত মানুষটার মনে অনেক কষ্ট;););]



মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩১

দহন আহমেদ বলেছেন:

বাহ!!! চমৎকার!!!!

১ নং +++++! :D

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৭

ফালতু বালক বলেছেন: আরে দহন ভাই, ভালো আছেননি?
খুব রকম ধন্যবাদ।
ভালো থাকবেন।

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:১১

জাকারিয়া মুবিন বলেছেন:
শেষমেশ আরমান পোলাডারে পচানো কি ঠিক হইসে??

সুন্দর হইসে।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১

ফালতু বালক বলেছেন: মুবিন ভাই, দুষ্টামি করছি B-)
এখন তো ভয়ে আছি আরমান ভাই, আবার রাগ করলো না কি? :(


খুব ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

তেব্র প্রতিবাদ জানাই আরমান পোলাডারে এমুন ভাবে পচানোর জন্য।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২

ফালতু বালক বলেছেন: সহমত, আমিও তীব্র প্রতিবাদ জানাইতাছি ;) ;) ;)

অর্থব ভাই, ভালো থাকবেন।

৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৭

রোকসানা ইসমাইল বলেছেন: সুন্দর হইছে....... আসলে পড়ে মজা পাইছি =p~ B-) B-)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০

ফালতু বালক বলেছেন: মজা পাওয়ার জন্য খুব রকম ধন্যবাদ ;)

ভালো থাকবেন,সদা।

৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২

অনীনদিতা বলেছেন: :)+++

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩

ফালতু বালক বলেছেন: খুব রকম ধন্যবাদ B-) B-) B-)

ভালো থাকবেন।

৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর!!!! :) :)


মনের বিলের পদ্ম ফুলে
মাখাস যদি গোবর
তোর বাড়ির পিছন দিকে
খুঁড়মু আমার কবর।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫

ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ B-) B-) B-)

শুভ কামনা,সদা।

৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৯

একজন আরমান বলেছেন:
চাস কি তুই আমার সাথে
থাকতে জীবন ভর?
এর বিপরীত নিমু না আমি
এক্সট্রা কোনো কর।


চমৎকার।

ভর মজলিসে পচাই দিলেন উৎসর্গ কইরা।
যাক ব্যাপার না। ভাই ব্রাদার ই তো। :)

প্রিয়তে নিয়া রাখলাম।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, আরমান ভাই।
অনেক দিন পর আসলেন।
ভালো থাকবেন খুব রকম।


হে হে, দুষ্টামী করছি। B-)
প্রিয় মানুষ গুলার সাথে দুষ্টামী না করলে কার সাথে করমু কন?
শুভ কামনা,সদা।

৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১১

একজন আরমান বলেছেন:
ভাই আমি বরিশাল ছিলাম। আর ওখানে নেটে সমস্যা করছিল। তাই কিছুদিন অনিয়মিত ছিলাম। আজ আবার ঢাকায় এসেছি।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

ফালতু বালক বলেছেন: আপনার ফেস বুক স্টেটাস পই্যরাই বুঝছি আপনে ঢাকায় আসছেন ;)

৯| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৪

একজন আরমান বলেছেন:
আপনে আমার ফ্রেন্ড লিস্টে আছেন?
কি নামে?

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫

ফালতু বালক বলেছেন: arman vai... aita to komu na dekhi apne paren kina ber korte;-);-);-)

১০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৩

আশিক মাসুম বলেছেন: মাইরালা আম্রে মাইরালা, এই অনুকাব্য জিনিষটা আইলো কনহান তে???

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫

ফালতু বালক বলেছেন: B-) B-) B-) B-) B-) B-)

১১| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৩

একজন আরমান বলেছেন:
ভাই আমার মাথায় ঘিলু কম। কইয়া দেন। খুইজা নেই। ব্লগ নিক দিয়া খুলেন নাই এইটা শিওর।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮

ফালতু বালক বলেছেন: শরিফুল হক রুমি
যান কই্যয়া দিলাম B-) B-) B-) B-)

১২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৪

একজন আরমান বলেছেন:
পাইয়া গেছি। B-) B-) B-)

০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:২০

ফালতু বালক বলেছেন: ;) ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.