![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
রোদ ঝলমল আকাশটাকে
খুব ভালো লাগলে
মনে হয় এই ভালো লাগাটা
আজীবন রাখি আগলে।
হাজার রকম ভালো লাগা
মনের ভিতর গোপন থাক
জ্যোৎস্না ভরা ঐ চাঁদটা
মন থেকে মুছে যাক।
২
মনটা যখন
ভীষন রকম খারাপ
হোক না খানিক
নিজের সাথে আলাপ।
চুপি চুপি একা একা
আপন মনে হাসা
নিজকে একটু অনেক খানি
একান্তে ভালো বাসা।
৩
আকাশের মন খারাপ হলে
কাঁদতে পারে যখন-তখন
দুঃখ সব ঝেড়ে ফেলে
নীল রঙ্গে সাজায় নিজের ভুবন।
আমরা তো সব অভাগা
পারি না কাঁদতে আপন মনে
লজ্জা লাগে, সামনে সবাই
কাঁদতে হয় গভীর বনে।
৪
দূর আকাশের চাঁদটা
আমার হাতের মুঠোয়
চাঁদের বুঁড়ি জানে না তা
চরকির পাশে ঘুমোয়।
তোর জন্য এনেছি চাঁদ
এখন কি তুই খুশি?
হাসলে খানিক অভয় পেয়ে
তোর পাশে বসি।
বিঃদ্রঃ মাঝে মাঝে মনটা খারাপ থাকবেই, এটাই সাভাবিক। সব সময় যদি মন ভালোই থাকে তবে মন ভাল থাকাটা কে নিরামিষ মনে হবে। তাই মন খারাপ নামক অনুভূতিটা সবার মনেই মাঝে মাঝে ঘুরে যাক পিকনিক স্টাইলে
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
ফালতু বালক বলেছেন: হে হে।
খুব ধন্যবাদ, মুন ভাই
২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
বাংলার হাসান বলেছেন: চমৎকার
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২
ফালতু বালক বলেছেন: হাসান ভাই, আপ্নারে খুব টাইপ ধইন্যা পাতা
৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২
শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
ফালতু বালক বলেছেন: পাতা অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন খুব ।
৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০
আশিক মাসুম বলেছেন: হাহাহা সত্যি খুব ভাল লেগেছে
+++++
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ মাছুম ভাই ফর প্লাস।
আপনার ভালো লাগলেই ভালো
ভালো থাকবেন, মন খারাপের দিনে।
৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮
আমি বাঁধনহারা বলেছেন:
খুব ভালো লাগল।
+++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৯
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ বাঁধন ভাই।
ভালো থাকবেন সদা।
আপনার রিসেন্ট ২ টা পোস্ট মনে হয় ড্রাফট করছেন।
পোস্ট দুইটাতে কমেন্ট করতে পারি নাই, কমেন্ট অপশন মনে হয় অফ ছিলো।
৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫
স্বপনবাজ বলেছেন: চমৎকার
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭
ফালতু বালক বলেছেন: সপন ভাই, ভালো থাকবেন খুব।
অনেক ধন্যবাদ।
৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০
একজন আরমান বলেছেন:
বরাবরের মতো ভালো লাগলো ভাই।
মন খারাপের একেকটা দিন নিকষ কালো মেঘলা লাগে,
কেউ বোঝে না আমার আগে আমারও যে একলা লাগে !
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯
ফালতু বালক বলেছেন: আরমান ভাই, আপনাকেও বরাবরের মত ধন্যবাদ
মন খারাপের একেকটা দিন নিকষ কালো মেঘলা লাগে,
কেউ বোঝে না আমার আগে আমারও যে একলা লাগে !
+++++
৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৪
শান্তা273 বলেছেন: চুপি চুপি একা একা
আপন মনে হাসা
নিজকে একটু অনেক খানি
একান্তে ভালো বাসা।
মানুষ নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে।
খুব ভালো লাগলো।
++++++++
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
ফালতু বালক বলেছেন:
মানুষ নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে।
---- একদম হাছা কথা
অনেক ধন্যবাদ, আপু।
ভালো থাকবেন খুব রকম।
শুভ কামনা।
৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:০৬
*কুনোব্যাঙ* বলেছেন: মনটা আজকে এমনিতে বিক্ষিপ্ত
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
ফালতু বালক বলেছেন: ক্যান ব্যাং ভাই?
ব্যাপার না, উপরের বিঃদ্রঃ খেয়াল করেন ব্যাং ভাই
১০| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
জাকারিয়া মুবিন বলেছেন: মন খারাপের দরকার আছে। সহমত।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২
ফালতু বালক বলেছেন:
ভালো থাকবেন মুবিন ভাই।
শুভ কামনা খুব।
১১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫
রোকসানা ইসমাইল বলেছেন: মন অনেক ভালো আজকে!!! এইটা আজকে না পড়লেই ভালো হইতো কারন মন খারাপ হয় নাই
ভাল্লাগে ভাল্লাগে!!!!
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১
ফালতু বালক বলেছেন: পই্যরা যখন ফেলছেনই, এখন কি আর করবেন তৃপ্তি সহকারে ঢেঁকুর তুই্যলা
হজম কই্যরা ফেলেন। মনটা আপনার ভালোই থাকুক
ভালো থাকবেন, আপু।
শুভ কামনা।
১২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
অনীনদিতা বলেছেন: ফালতু বালকের অনুকাব্যে অনেক ভালোলাগা দিলাম
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭
ফালতু বালক বলেছেন: খুব রকম ধন্যবাদ, আপু।
ভালো থাকবেন আবোল-তাবোল কাব্যের মানুষটা কে নিয়ে
১৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: কবি ৯ম ভালো লাগা
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, সেলিম ভাই।
ভালো থাকবেন খুব।
শুভ কামনা।
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২
শ্রাবণ জল বলেছেন: ভাল লাগা।
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৮
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, আপু।
ভালো থাকবেন সদা।
শুভ কামনা, খুব।
১৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭
ফারজানা শিরিন বলেছেন: চুপি চুপি একা একা
আপন মনে হাসা
নিজকে একটু অনেক খানি
একান্তে ভালো বাসা।
দারুণ !
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২১
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ ফর কমেন্ট ।
ভালো থাকবেন দারুন ভাবে
শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১
ইমরাজ কবির মুন বলেছেন:
||
১ ভাল্লাগসে