![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন এই দেশটাতে কি
আমরা স্বাধীন আছি?
হত্যা, গুমের রাজনীতিতে
মানুষ যেনো মাছি।
প্রকাশ্যে মিছিল মাঝে
পুলিশ চালায় গুলি
গণহত্যা চাপা দিয়ে
সরকার আওড়ায় মিথ্যা বুলি।
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
আমরা হাবা-গোবা
ধর্মের সকল অবমাননায়
থাকি সবাই বোবা।
বিশ্বজিৎ আর রাব্বি সোনা
দূর আকাশে কাঁদুক
ন্যায় বিচারের মালিক যিনি
রক্ত চোখে আরো একটু রাগুক।
পদ্মা সেতুর কেলেংকারী
ভুলেই গেছি কবে
কালো বিড়াল আঁড়ালেই
সুখে সদা রবে।
নেত্রী তোমার পায়ের ধূলি
দাওগো আমায় একটু
সোনার দেশের শোষক তুমি
তুমি আরেক ভুট্টু।
বিঃদ্রঃ তিনি সপ্ন দেখেছিলেন সুন্দর একটা বাংলাদেশের। আর এই সপ্নের মাধ্যমেই তিনি বাংগালী জাতিকে করেছিলেন এক সুতোয় আবদ্ধ।তার মেয়ে হয়ে আপনার প্রতি অভাগা এই দেশটা আশা করে অনেক খানি মমতা, সেই সাথে মানুষ গুলোও।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২
ফালতু বালক বলেছেন: আরে রাইসুল ভাই, অনেকদিন পর। আশা করি অনেক ভালো।
অনেক ধন্যবাদ, বস।ভালো থাকবেন সদা।
শুভ কামনা আপনার প্রতিও।
২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৩
*কুনোব্যাঙ* বলেছেন: কবিতায় যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি
বালক কবির অভিমানী কবিতা ভালো লাগল
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
ফালতু বালক বলেছেন:
বাঁই্যচা গেছি, ধরতে পারে নাই।
শুধু গন্ধ পাইছে
অনেক ধন্যবাদ ব্যাং ভাই।
ভালো থাকবেন বর্ষা দিনে।
৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৪
একজন আরমান বলেছেন:
স্বাধীন এই দেশটাতে কি
আমরা স্বাধীন আছি?
হত্যা, গুমের রাজনীতিতে
মানুষ যেনো মাছি।
দারুন।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০
ফালতু বালক বলেছেন: খুব রকম ধন্যবাদ, আরমান ভাই।ভালো থাকবেন। আর আপনার থেকা নিয়মিত গল্প চাই কিন্তু।নো আলসামি, হে হে।
৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪১
একজন আরমান বলেছেন:
অলসের কাছ থেকে আলসেমিই পাওয়া যায় !
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
ফালতু বালক বলেছেন:
পাঠকদের আবদার রাখতে হয়, মিয়া।
গল্প লিখেন। অবশ্যই ছ্যাকা টাইপ না
সরি, সরি। যান এমন টাইপ হইলেও সমস্যা নাই।
৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬
আশিক মাসুম বলেছেন: খুব ভাল বলেছেন, স্বপ্ন আর বাস্তবতায় কিজে অমিল হতে পারে এটাই টার প্রমান।
এক অর্থে স্বপ্ন সত্যি হয়েছে , সব বাঙ্গালী কে অসহায় নামক এক সুতায় বেঁধে ফেলেছেন ।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৩
ফালতু বালক বলেছেন: এক অর্থে স্বপ্ন সত্যি হয়েছে , সব বাঙ্গালী কে অসহায় নামক এক সুতায় বেঁধে ফেলেছেন ।
হে হে।এখন দেখার বিষয় কবে এই সুতা হতে মুক্ত হতে পারবো, অবশ্যই তিনি যদি রহম করেন
ভালো থাকবেন আশিক ভাই।
শুভ কামনা।
৬| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫
আরজু পনি বলেছেন:
সুন্দর প্রকাশ!
শেষের কথাগুলো যথাযথ জায়গায় পৌছে যাক।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, আপু।
ভালো থাকবেন খুব, বেলা অবেলায়।
শেষের কথাগুলো যথাযথ জায়গায় পৌছে যাক।
হু, পৌছে যাক
৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৭
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল।মন ছুঁয়ে গেল।
অসাধারণ:+++++++++++
স্বাধীন দেশেও নাই আজ স্বাধীনতা
দেশের বুকে জ্বলছে মরণ-কাল-চিতা।
সব নেতাই আজ মীরজাফরের মিতা
কেউ আর বলবে না দেশের কথা!!!
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:২৫
ফালতু বালক বলেছেন: আপনার মন ছুঁইতে পাইরা আমারো ভালো লাগতাছে, বাঁধন ভাই
খুব রকম ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন,সদা।
স্বাধীন দেশেও নাই আজ স্বাধীনতা
দেশের বুকে জ্বলছে মরণ-কাল-চিতা।
সব নেতাই আজ মীরজাফরের মিতা
কেউ আর বলবে না দেশের কথা!!!
ভালো বলেছেন, বাঁধন ভাই।
আপ্নেই তো মিয়া আমারে মনে রাখেন না মাঝে মাঝে, হে হে।
দুষ্টামী করছি, বাঁধন ভাই।
যান মনে রাখমু।
৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৮
শান্তা273 বলেছেন: ভালোলাগা জানালাম।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩২
ফালতু বালক বলেছেন: আপনার ভালো লাগা জানানোর জন্য আপ্নাকেও ধন্যবাদ জানালাম
খুব ভালো থাকবেন, আপু।
শুভ কামনা।
৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৮
জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল্লাগছে কবিতা। জায়গামত পৌঁছে যাক।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৬
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, মুবিন ভাই।
ভালো থাকবেন খুব।
জায়গামত পৌঁছে যাক।
হু, পৌছে যাক।
১০| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
'গণহত্যা' শব্দটা নিয়ে না অনেক বিতর্ক হল।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:২৭
ফালতু বালক বলেছেন: কি রকম?
১১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালোলাগা রইল।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩১
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ কাল্পনিক ভাই।
আপনার শ্লোগানে মুখরিত হোক বাংলার আকাশ- বাতাস
রিদয়হীনা হয়ে উঠুক রিদয়বতী, দ্রুত।
১২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৬
মাক্স বলেছেন: ভাল্লাগসে!+++
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮
ফালতু বালক বলেছেন: খুব রকম ধন্যবাদ, মাক্স ভাই।
ভালো থাকবেন, খুব।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
রাইসুল সাগর বলেছেন: ভালো লাগা এবং শুভকামনা জানিয়ে গেলাম।