![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সহে যাই
সবকিছু সহজেই
তীব্র রাগটুকু
থেকে যায় মগজেই।
সুনাম আছে বীরের জাত
ভয় পায় না কিছুতে
গোলামীর অভ্যাস পুরোনো
লেগে আছে পিছুতে।
আমাদের হাসিতে খুশিতে
ছুঁয়ে থাকে বেদনা
আমাদের রাজারা
বলে না'কো কেঁদো না।
হাজারো অবহেলায়
পড়ে থাকি রাস্তায়
আমাদের দিনগুলো
কেটে যায় সস্তায়।
তাহাদের পাপ গুলো
চাপা পড়ে অতীতে
আমরা ঝুলে থাকি
ভাগ্যের ফিতাতে।
উৎসর্গঃ নিজেকেই না না, আমাদের রাজাদের
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৬
ফালতু বালক বলেছেন: আরে মিতা যে
অনেক ধন্যবাদ।
শুভকামনা, খুব।
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯
আশিক মাসুম বলেছেন: ভালো লাগলো।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, মাছুম ভাই।
আপনার ভালো লাগছে শুইনা আমারো ভালো লাগলো
ভালো থাকবেন।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ বেশ!
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, কাল্পনিক ভাই।
আপ্নাকেও কমেন্ট করার জন্য বেশ, বেশ
৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৪
সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভাললাগা.....ভাগ্যের ফিতেতেই আটকে পড়েছি সবাই।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
ফালতু বালক বলেছেন: খুব ধন্যবাদ, সেলিম ভাই।
ভালো থাকবেন সদা।
ভাগ্যের ফিতেতেই আটকে পড়েছি সবাই।
হু
৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২২
নীল-দর্পণ বলেছেন: তাহাদের পাপ গুলো
চাপা পড়ে অতীতে
আমরা ঝুলে থাকি
ভাগ্যের ফিতাতে।
++
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২২
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ আপু ফর প্লাস
ভালো থাকবেন সদা আয়নার সামনে
৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২১
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার লিখসেন, ভাল্লাগসে ||
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০
ফালতু বালক বলেছেন: আপ্নার কমেন্টও ভাল্লাগছে
ভালো থাকবেন ইমরোজ ভাই।
৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭
জাকারিয়া মুবিন বলেছেন:
খুব ভাল্লাগসে।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
শুভ কামনা, সদা।
৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল:অসাধারণ++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ বাঁধন ভাই।
ভালো থাকবেন
মনে রাখবেন আপনিও।
৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
রোকেয়া ইসলাম বলেছেন: অসাধারন কবিতা।
অনেক সুন্দর। খুব ভালো লাগলো। যে এত সুন্দর কবিতা লিখে তার প্রফাইল নাম কিনা ফালতু বালক?
এটা মানতে খুব কষ্ট হয়।
শুভ কামনা রইলো।
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪২
ফালতু বালক বলেছেন: খুব রকম ধন্যবাদ।
হে হে, খানিক লজ্জা পাইলাম, আপু। :#>
আপনিও খুব ভালো লিখেন, খুব।
আপনাকেও শুভ কামনা।
১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০০
একজন আরমান বলেছেন:
উৎসর্গঃ নিজেকেই না না, আমাদের রাজাদের
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬
ফালতু বালক বলেছেন:
এতোদিন কই ছিলেন মিয়া?
ভালো থাকবেন, ডুব মারলেও।
১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬
ফারজানা শিরিন বলেছেন: নিজেকে আপনার ব্লগে স্বাগতম । ; )
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬
ফালতু বালক বলেছেন: নিজেকে যখন নিজেই স্বাগতম জানাইলেন তাই আমি আর স্বাগতম জানাইলাম না
.............যান, স্বাগতম জানাইলাম। স্বাগতম, স্বাগতম।শত হইলেও আপনি মেহমান
১২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল। আপনার ছবিও ভাল লেগেছে
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ খুব।
লজ্জা পাইলাম খানিক
আপনারে একটা পোস্ট [ছোট গল্প] উৎসর্গ করলাম আর আপনি একটা থাংকুও দিলেন না
১৩| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:২১
*কুনোব্যাঙ* বলেছেন: হাজারো অবহেলায়
পড়ে থাকি রাস্তায়
আমাদের দিনগুলো
কেটে যায় সস্তায়।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮
ফালতু বালক বলেছেন: ব্যাং ভাই ভালো থাকবেন খুব।
শুভ কামনা অনেক।
১৪| ১৫ ই মে, ২০১৩ দুপুর ২:১৮
একজন আরমান বলেছেন:
তখন ভাই মন মেজাজ খারাপ ছিল। তাই সাময়িক ডুব মেরেছিলাম।
২৩ শে মে, ২০১৩ রাত ৯:৫৪
ফালতু বালক বলেছেন: বর্তমানে আমিও ডুব মাইরা আছি
ভালো থাকবেন, আরমান ভাই।
১৫| ১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
হাজারো অবহেলায়
পড়ে থাকি রাস্তায়
আমাদের দিনগুলো
কেটে যায় সস্তায়।
+++
২৩ শে মে, ২০১৩ রাত ৯:৫৫
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ শোভন ভাই।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০
নগর বালক বলেছেন: অসাধারন