![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীর রাত। ছেলেটি ছাদের উপর একা। আকাশে ইয়া বড় একটা চাঁদ। চাঁদ মামার নরম আলো সমগ্র শহরের ন্যায় এই এক টুকরো ছাদটিকেও আলোকিত করে আছে। ছেলেটি ছাদের এক কোনে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। জ্যোৎস্না আলোয় ভিজে যাচ্ছে তার পুরো শরীর। ছেলেটির মনটা আজ খারাপ। ভীষন। বিক্ষিপ্ত মনটাকে সে স্থির করতে চাচ্ছে প্রবল ভাবে। কিন্তু পারছে না। মানুষ নামক এই অদ্ভুত জীবগুলোর অনেক কিছু করারই ক্ষমতা আছে তবে এই এক ক্ষেত্রে তারা দুর্বল। অসহায়। মাঝারি টাইপ আরামদায়ক বাতাসে কপালে পড়ে থাকা চুল গুলো উড়ছে ছেলে্টির। অন্য সময় হলে ব্যাপারটি উপভোব করতো সে। কিন্তু বর্তমান পরিস্থিতিটি ভিন্ন। খুবই ভিন্ন। হঠাৎ প্যান্টের ডান পকেটে অবস্থানরত মুঠোফোনটির ভাইব্রেসন অনুভব করে ছেলেটি। পকেট থেকে মুঠোফোনটি বের করে স্কীনের দিকে তাকায় সে। পরিচিত নাম, পরিচিত নাম্বার। যন্ত্রটা হাতে নিয়ে এক দৃষ্টিতে স্কীনের নীলাভ আলোয় ভেসে ওঠা দু' অক্ষরের নামটির দিকে তাকিয়েই থাকে ছেলেটি। কলটা রিসিভ করে না সে। পরক্ষণেই ডান পাশের লাল রঙের বাটনটি কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রেখে মুঠোফোনটি বন্ধ করে দেয় ছেলেটি। চোখ দু'টো ছলছল করে ওঠে তার। মুঠোফোনটি পকেটে যথাস্থানে রেখে রেলিং ধরে খানিকটা নিচের দিকে ঝুঁকে পড়ে ছেলেটি। জ্যোৎস্নায় ভরে যাওয়া ছয় তলা বিশিষ্ট এই ছাদ থেকে নিচের পৃথিবীটাকে খুব ভালো লাগে তার। নিশ্চুপ পিচ ঢালা রাস্তা। পরিপূর্ণ ভাবে নিরবতা পালন করছে যেনো আজ। রাস্তার পাশের সোডিয়াম লাইটের আলো ও জ্যোৎস্না আলো মিশে রাস্তাটিকে অন্যরকম লাগছে খুব। ছেলেটি সোজা হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। চাঁদের আলোয় ছেলেটির মুখখানা প্রবল মায়াময় মনে হয়।দূর আকাশে বিদ্যমান চাঁদটিও মন খারাপ টাইপ সমবেদনা
মিশানো দৃষ্টিতে তাকিয়ে থাকে।
- কিরে, লাফ দিবি না'কি?
আচমকা কারো কন্ঠস্বরে ঘাড় ঘুরিয়ে কন্ঠস্বরের মালিকের দিকে তাকায় ছেলেটি। আরেকটি ছেলে। ধীর পায়ে তার দিকেই এগিয়ে আসছে। মৃদু ধরনের শুকনো, মলিন হাসি ফুটে ওঠে ছেলেটির মুখে।
- কই ছিলি এতক্ষণ?
- "আর বলিস না, বদমাইশ গুলো ফোন করছিলো একের পর এক। কথা শুনলে পিত্তি জ্ব্ইলা যায়। আরে বেটা, জিতছোছ তো কি হইছে? আমরা জিতি না। রেফারির বদৌলতে চুরি কইরা জিইত্যা মনে হয় লা-লিগাই জিইত্যা ফেলাইছোছ। আরে বাপ, কাপ তো আমরাই পামু। পেনাল্টি দুইটা দিলে তো কম্বলের নিছে যাইয়া মুখ লুকাইতি। তখন তো খুঁইজাও পাইতাম না তোদের। " কথা গুলো দ্রুত একসাথে বলে কিছুটা হাঁপিয়ে ওঠে দ্বিতীয় ছেলেটি।
প্রত্যুত্তরে আবারো মৃদু একটা হাসি উপহার দিয়ে দ্বিতীয় ছেলেটির পিঠটা খানিক চাঁপড়ে দেয় ছেলেটি।
- “আংকেল ফোন করছিলো।তুই নাকি দু’টা নাম্বারই off রাখছোছ। একটাতে নাকি একবার ঢুকছিলো।কিন্তু তুই রিসিভ করস নাই।পরে সেইটাও off । ফোন বন্ধ রাখছোছ ক্যান? ফোন খোল”।কিছুটা রাগ মিশ্রিত কন্ঠেই তাগাদা দেয় দ্বিতীয় ছেলেটি।
শুকনো হাসির রেশটি মুখে ঝুলিয়ে রেখেই পকেটে হাত দিয়ে মুঠোফোনটি বের করে ছেলেটি।ডান পাশের লাল বাটনটি চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রেখে মুঠোফোনটি open করে সে। open হয়েই ভাইব্রেসনের মাধ্যমে মেসেজ আসার জানান দেয় যন্ত্রটি। বাবা নামক পরিচিত নামে সেফ করা পরিচিত এক নাম্বার থেকে এসেছে মেসেজটি। ছেলেটি স্কীনের আলোয় মেসেজটি পড়তে শুরু করে।গাঁ ঘেঁষে দাঁড়িয়ে তার সাথে যোগ দেয় দ্বিতীয় ছেলেটি।
“ কিরে বাছা, বলছিলাম না আমরাই জিতমু। হারলি তো। হে হে হে। একা একা খেলা দেখতে ভালো লাগে নাই রে।যদিও তোর মা বই পড়ার নাম করে অন্যান্য দিনের মত জেগেই ছিলো।আর তুই তো বন্ধুদের সাথে খেলা দেখবি বলে চলে গেলি। বাদ দে। মন খারাপের কিছু নাই। কাপ তো তোরাই পাবি। হে হে হে।
শোন, রাত জাগার কারণ নাই। তোর মা কঠোর ভাবে বলছে রাত না জাগতে। ঘুমিয়ে পড়।কালকে ক্লাস আছে না। শুভ রাত্রি আমার পুত্র”।
-“দেখলি আংকেল স্বীকার করছে কাপ আমরাই পামু”।দ্বিতীয় ছেলেটি চোখ টিপি মেরে বলে ওঠে।
অনেক্ষণ পর পরিপূর্ণ সুন্দর একটি হাসি প্রত্যুত্তরে উপহার দেয় ছেলেটি।
-“বাকি দুইটা কই”? জিজ্ঞাসা করে ছেলেটি।
-কই আবার, রুমে।বদমাইশ গুলোর সাথে ফোনে ঝগড়া করছে নিশ্চয়ই।
হাত ঘড়ির দিকে তাকায় ছেলেটি। দুইটা বেজে পঞ্চান্ন মিনিট।
-“চল, দেরি হয়ে গেছে।ঘুমামু”। ছেলেটি দ্বিতীয় ছেলেটিকে খানিকটা জোর গলায় বলে।
-“চল”। মুচকি হেসে দ্বিতীয় ছেলেটি সম্মতি জানায়।
দুই বন্ধুই হাঁটতে থাকে ছাদে উঠার দরজার অবস্থান লক্ষ্য করে। তাদের পিছনে পড়ে থাকে এক টুকরো জ্যোৎস্না ভরা ছাদ, রাতের আকাশ আর আকাশে থাকা বিশাল আকারের চাঁদটি। তিন লক্ষ চুরাশি হাজার চারশত তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত চাঁদ নামক উপগ্রহটি ভুঁরু কুঁচকে কিছুটা ক্রোধ মেশানো দৃষ্টিতে চেয়ে থাকে ছেলে দুটির চলে যাওয়ার দিকে।
উৎসর্গঃ
১। দহন আহমেদ [ ইদানিং উনারে খুঁইজা পাওয়া যাইতাছে না, দহন ভাই আপনে কই? ]
২। এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা
৩।কান্ডারী অথর্ব
[ আমার ব্লগ লাইফের শুরুতে আমার পোস্ট গুলোতে কয়েকজন ব্লগারের কমেন্ট ছিলো নিয়মিত। তাদের মধ্য হতে স্বল্প কয়েকজনকে গল্পটি উৎসর্গ করলাম কৃতজ্ঞতা স্বরূপ। শুভ নববর্ষ সবাইকে। ]
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬
ফালতু বালক বলেছেন: খুব ধন্যবাদ, সেলিম ভাই। ভালো থাকবেন সদা।
শুভ নববর্ষ।
২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫০
*কুনোব্যাঙ* বলেছেন: খুব ভালো লাগল।
২য় ভালো লাগা
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২০
ফালতু বালক বলেছেন: আপনার ভালো লাগছে জেনে আমারো ভালো লাগলো, ব্যাং ভাই
ভালো থাকবেন খুব। শুভ নববর্ষ।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৯
রবিন মিলফোর্ড বলেছেন:
দারুন লাগল ।
++
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩
ফালতু বালক বলেছেন: আরে রবিন ভাই যে, ছোট কালে আপনে তো আমার হিরো ছিলেন
অনেক ধন্যবাদ, রবিন ভাই। পাশে থাকবেন, সদা।
শুভ নববর্ষ।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩২
বাংলাদেশী দালাল বলেছেন: "দু' অক্ষরের নামটির দিকে তাকিয়েই থাকে ছেলেটি"
পুরাই ভুদাই হইছি
++
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫
ফালতু বালক বলেছেন: যাক বাবা, আপনারে তাইলে বোকা বানাইতে পারছি
দালাল ভাই ধন্যবাদ ফর প্লাস।
ভালো থাকবেন, সদা।
শুভ নববর্ষ।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬
জাকারিয়া মুবিন বলেছেন:
শুভ নববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬
ফালতু বালক বলেছেন:
শুভ নববর্ষ, আপনাকেও মুবিন ভাই।
ভালো থাকবেন খুব।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
বালক ফালতু হলেও গল্প কিন্তু ফালতু লেখে না।
উৎসর্গে নিজেকে দেখতে পেয়ে কেমন যেন অস্বস্তি লাগল।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০
ফালতু বালক বলেছেন:
সব কিছু ফালতু হইলে হয় কন
খুব রকম ধন্যবাদ অথর্ব।
শুভ কামনা এবং শুভ নববর্ষ।
আর আপনাকে অস্বস্তিতে ফেলে আমার মন্দ লাগা নাই
৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০
বোকামন বলেছেন:
বাহ্ ... চমৎকার হলো এই চাদেঁর ভুঁরু কুঁচকে কিছুটা ক্রোধ মেশানো দৃষ্টি !
লেখক, ভালো থাকবেন ... শুভেচ্ছা জানবেন ...
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, মন ভাই। ভালো থাকবেন সদা।
শুভ কামনা অনেক।
শুভ নববর্ষ।
বোকামানুষ নামক আপুকে তো আপনার সাথে একবার গুলিয়ে ফেলছিলাম
৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪
একজন আরমান বলেছেন:
একটা ঘোর ঘোর লাগছে গল্পটা পড়ে।
যাই হোক
শুভ নববর্ষ ভাই।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪
ফালতু বালক বলেছেন: ঘোর ঘোর লাগা তো খারাম না আরমান ভাই
শুভ নববর্ষ আপনাকেও বড় ভাই।
ভালো থাকবেন খুব।
৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০
টুনটুনি সুখি বলেছেন: বাহ দারুন .......
ভাল লাগা রইল ।
শুভ নববর্ষ ।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮
ফালতু বালক বলেছেন:
অনেক ধন্যবাদ, আপু।
শুভ নববর্ষ আপনাকেও।
টুনটুনি সুখি
হয় না যেনো দুখি
১০| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
পেন্সিল চোর বলেছেন: লাকি সেভেন প্লাস পেন্সিল চোরের। শুভ নববর্ষ ফালতু বালক
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪
ফালতু বালক বলেছেন:
লাকি 7 প্লাসের জন্য অনেক কৃতজ্ঞতা
শুভ নববর্ষ to u too পেন্সিল চোর।
পুলিশ হইতে সাবধান, দেশের অবস্থা ভালা না
১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
আশিক মাসুম বলেছেন: গল্প ভাল লেগেছে +++
শুভনববর্ষ।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
ফালতু বালক বলেছেন: আরে রে রে র..................... পুরাই ঝলমল।
খুব ধন্যবাদ, মাছুম ভাই।
শুভ নববর্ষ, আপনাকেও।
প্রো- পিক টা সুন্দর হইছে খুব
১২| ১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৮
একজন আরমান বলেছেন:
ইয়ে মানে আমি কি বড় ভাই নাকি?
আগে জানতাম না তো।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮
ফালতু বালক বলেছেন: হু
এখন জানলেন তো, আরমান ভাই
১৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭
রাইসুল সাগর বলেছেন: চমৎকার গল্পে ভালো লাগা। আর শুভকমনা যে সব সময় থাকে সেটাতো জানোই।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, রাইসুল ভাই।
কৃতজ্ঞতা খুব।
ভালো থাকবেন আপনিও সদা।
১৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯
ফ্রাস্ট্রেটেড বলেছেন: অণুগল্প বেশ ভালো হইসে ফালতু বালক, যদিও ব্লগের সাপেক্ষে এই সাইজের গল্পকে 'গল্প'ই বলা হয়, অণুগল্প না
ইংরেজী শব্দগুলো বাংলায় লিখলেই বোধহয় ভালো হত।।
আরো গল্প লিখুন, আরো চমৎকার হবে...
শুভকামনা।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ ফ্রাস্ট্রেটেড ভাই।
কৃতজ্ঞতা খুব
সামনে এ ক্ষেত্রে যত্নবান হবো, অবশ্যই।
শুভ কামনা খুব, আপনার প্রতিও।
১৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার, খুব চমৎকার হৈসে।
পড়ার সময় একটু চোখে লাগসিলো,ইংরেজী গুলা বাংলায় লিখলে বেটার হৈতো। আমি ফ্রাস্ট্রেটেড এর সাথে একমত।
এমন লিখতে থাকেন, গুড লাক ||
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ মুন ভাই
সামনে ইংরেজী শব্দ গুলো বাংলায়ই লিখবো।
ভালো থাকবেন খুব।
শুভ কামনা হাজারো।
১৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
সোহাগ সকাল বলেছেন: অনেক গুলা গল্প জমা হইছে। এক এক করে পড়তে হইবো।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮
ফালতু বালক বলেছেন: আগে পড়েন
ভালো থাকবেন সোহাগ ভাই।
১৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০
সুপান্থ সুরাহী বলেছেন:
লা লিগা...
চাঁদ,
জোস্না,
কাপ
সবমিলিয়ে ভাল...++
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০
ফালতু বালক বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ সুরাহী ভাই।
আপনার কাছে ভালো লাগলেই ভালো।
ভালো থাকবেন, সদা।
১৮| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১
স্নিগ্ধ শোভন বলেছেন:
++++++
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ শোভন ভাই।
থাকবেন ভালো সদা, অবশ্যই কাব্য
১৯| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:২১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার ! যদি কোটিটি প্লাস থাকতো তবে তাই দিয়ে দিতাম,,,,,,,,,,,,,,,,,,,,
৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩৬
ফালতু বালক বলেছেন: খুব রকম ধন্যবাদ আপু।
ভালো থাকবেন খুব।
শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভাল লাগা।কান্ডারী আর স্বর্ণা উৎসর্গ করায় ভাল লাগল।