![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেটি পছন্দ করে মেয়েটিকে।মেয়েটিও।প্রতিদিনই ক্লাসে চোখা-চোখি হয় দু'জনের।একে অপরের চোখের ভাষা পড়তে পারে দু'জনই।তবুও কিছুটা ভয় ও অনেকখানি সংকোচবোধ আড়ষ্ট করে রাখে সর্বদা দু'জনকেই।একে অন্যের প্রতি গভীরতম মমতাবোধ গুলো গোপন থাকে মনেতেই।কোনদিন কেউ ক্লাসে না এলে অন্যজনের দিনটাই নিরামিষ মনে হয়। আর এই জনও ক্লাসে না আসার বাঁধাটিকে বকা দিতে থাকে ইচ্ছামত।
এভাবেই দিনগুলো কেটে যেতে থাকে ধূসর।জ্যোৎস্না রাতের চাঁদটিও ধীরে ধীরে আপন হতে থাকে দু'জনের কাছেই।রোদমাখা উজ্জ্বল বিকেলটিও কাটতে থাকে মেঘমাখা।ঝুম বৃষ্টির দুপুর গুলোতে নিজেদেরকে ভীষণ রকম একলা আবিষ্কার করতে থাকে তারা।নির্ঘুম রাতের দীর্ঘ সময়টিতে ভাবনার বিষয়গুলোও সীমাবদ্ধ হতে থাকে একে অন্যের মাঝে ক্রমান্বয়ে।
সার্টিফিকেট অর্জনের গন্ডি পেরোনোর শেষ দিনটিতেও চোখা-চোখি হয় দু'জনের।কিছুটা কাছা-কাছি আসেও তারা।সৌজন্যবোধ আলাপও তাদের মাঝে হয় কিছুক্ষণ।তারপর, তারপর কিছুটা ভয় ও অনেকখানি সংকোচবোধটুকুকে আঁকড়ে ধরে একে অপরের কাছ থেকে বিদায় নেয় তারা।হতাশ হয় প্রকৃতি।হতাশ হয় মেঘমুক্ত রোদমাখা আকাশ।
মেয়েটি চুলের খোপা থেকে বেলী ফুলের মালাটি খুলে, ছুঁড়ে ফেলে দেয় রাস্তায় কিছুটা বিরক্তে।কষ্ট করে শাড়ি পরাটা নিজের কাছেই নিজেরই বেমানান লাগতে থাকে মেয়েটির।আর ছেলেটি ডান পাশের প্যান্টের পকেটে রাখা কিছু অগোছালো বাক্যদ্বারা তৈরী প্রেমপত্রটি পকেটে হাত ঢুকিয়ে বের করে পরক্ষণেই কি যেন ভেবে তা রেখে দেয় যথাস্হানে।স্বযত্নে।
অতঃপর, কোন এক বৃষ্টিদিনে মেয়েটিকে ছাতা মাথায় পিচঢালা রাস্তায় একাকী হাঁটতে দেখে ছেলেটি। সকল ভয় ও জড়তাকে বিসর্জন দিয়ে ছুটে যায় সে মেয়েটির কাছে। কাক ভেজা হয়ে হাঁটু গেঁড়ে বসে সিনামা স্টাইলে অদৃশ্য কদম ফুল বাড়িয়ে বলে, "আমার মহা কালের যাত্রী হবে?" মেয়েটি মুচকী হাসে।পবিত্র হাসিটিকে ভেজাতে পারে না বৃষ্টি ফোঁটারা। হতাশ হয় তারা।
উৎসর্গঃ
- কুনোব্যাঙ ও রাইসুল সাগর ভাইকে।
৩১ শে মে, ২০১৩ রাত ১২:৪০
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই।
আপনার ভালো লাগাটাই অনেক কিছু ।
শুভ কামনা আকাশ সমান
২| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:৩২
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: মিলায় দিলেন না!!!!!!!!!!!!!
মিলায় দেন তো!
৩১ শে মে, ২০১৩ রাত ১২:৫৫
ফালতু বালক বলেছেন: অতঃপর, কোন এক বৃষ্টিদিনে মেয়েটিকে ছাতা মাথায় পিচঢালা রাস্তায় একাকী হাঁটতে দেখে ছেলেটি। সকল ভয় ও জড়তাকে বিসর্জন দিয়ে ছুটে যায় সে মেয়েটির কাছে। কাক ভেজা হয়ে হাঁটু গেঁড়ে বসে সিনামা স্টাইলে অদৃশ্য কদম ফুল বাড়িয়ে বলে, "আমার মহা কালের যাত্রী হবে?" মেয়েটি মুচকী হাসে।পবিত্র হাসিটিকে ভেজাতে পারে না বৃষ্টি ফোঁটারা। হতাশ হয় তারা।
যান মিলাইয়া দিলাম
ভালো থাকবেন সপ্নবাজ ভাই।
৩| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:৩৩
মাহমুদ০০৭ বলেছেন: চমৎকার !
৩১ শে মে, ২০১৩ রাত ১২:৫৬
ফালতু বালক বলেছেন: খুব ধন্যবাদ ০০৭
ভালো থাকবেন,সদা।
৪| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:৩৪
অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! সুন্দর হোক সেটা বিষাদের
৩১ শে মে, ২০১৩ রাত ১:০১
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, খুব।
শুভ কামনা, সদা।
সুন্দর হোক সেটা বিষাদের
পুরা বাক্য মনে হয় আসে নাই।
আনন্দে থাকবেন।
৫| ৩১ শে মে, ২০১৩ রাত ১:১০
অপরাজিতা নীল বলেছেন: মিলানো টা বেশী ভাল হয়েছে
৩১ শে মে, ২০১৩ রাত ১:৩৬
ফালতু বালক বলেছেন: আসলেই তো, খেয়াল করি নাই
ধন্যবাদ, ভাল থাকবেন।
৬| ৩১ শে মে, ২০১৩ রাত ২:২৫
অপর্ণা মম্ময় বলেছেন: পুরো বাক্য লিখেছিলাম কিনতি যতি চিহ্নের কারণে সেটা অসমাপ্ত মনে হচ্ছে । বলতে চেয়েছিলাম --
সুন্দর হয়েছে লেখাটা , হোক সেটা বিষাদের।
৩১ শে মে, ২০১৩ রাত ২:৩৩
ফালতু বালক বলেছেন: হে হে।
কমেন্টের উত্তরে তো [২] গল্পটারে বিষাদের থেকা বাইর কইরা আনছি
৭| ৩১ শে মে, ২০১৩ ভোর ৬:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার Romasos ।
বয়স বাড়তেসে কিনা, আজকাল লুতুপুতু-রোমান্টিক-পজিটিভ এন্ডিং ভাল্লাগে ||
৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৩
ফালতু বালক বলেছেন: রমাসস
লুতুপুতু পজিটিভ এন্ডিং এড করছি পরে আরেকজনের কথায়।
হ, সবারই তো বয়স বাড়তাছে।বয়সের আছর তো সবার গায়েই লাগবো, কিছুটা
অনেক ধন্যবাদ, মুন ভাই।
শুভ কামনা।
৮| ৩১ শে মে, ২০১৩ সকাল ৭:৫৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রথম হতে শেষ সব ভাল লেগেছে,,,,,, এত ছোট অথচ কি অসাধারণ,,,,,,,,,,,,শেষের প্যারাটা অসম্ভম মন ছুয়ে গেল,,,,,,,,,,,,,,,
৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:৫২
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, আপু।
আপনার মন্তব্যে উতসাহ পাই সদাই।
ভালো কাটুক সব দিন, শুভ কামনা।
৯| ৩১ শে মে, ২০১৩ দুপুর ২:২৪
হ্যাজাক বলেছেন: হাতটি বাড়িয়ে দিবো?
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৯
ফালতু বালক বলেছেন: দেন ...............আল্লাহ ভরসা
১০| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমার মহা কালের যাত্রী হবে?
আমিও বলে দিলাম!!!!
বালক না মিললে খবর আছে। গল্পে ঠিকি মিলাইছ। পরে আপডেট দিমু কাজ হইলে।
+++
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩
ফালতু বালক বলেছেন: শোভন ভাইইইইইইইইইই, দেরি কই্যরা ফেললাম।
মিলছে না কি ?
মিলার তো কথা
১১| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মুগ্ধ হলাম।
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৪
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী ভাই।
ভালো থাকবেন খুব।
১২| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:৫২
রাইসুল সাগর বলেছেন: উৎসর্গে কৃতঙ্ঘতা। পাঠে মুগ্ধ। আর শুভকামনা তোমার জন্য সব সময়।
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৯
ফালতু বালক বলেছেন: আপনার প্রতিও শুভকামনা সদা, সাগর ভাই।
পাশে থাকবেন সব সময়।
১৩| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।উৎসর্গ ভাল হইছে। +
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩২
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
ভালো থাকবেন কাব্যে।
১৪| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
*কুনোব্যাঙ* বলেছেন: কাক ভেজা হয়ে হাঁটু গেঁড়ে বসে সিনামা স্টাইলে অদৃশ্য কদম ফুল বাড়িয়ে বলে, "আমার মহা কালের যাত্রী হবে?" মেয়েটি মুচকী হাসে।পবিত্র হাসিটিকে ভেজাতে পারে না বৃষ্টি ফোঁটারা। হতাশ হয় তারা।
বালক কবির লেখাগুলোর অদ্ভুত সরলতায় বরাবরই মুগ্ধ হই। এবারও তার ব্যাতিক্রম হলোনা। সত্যি বলছি অনেক মন ছুঁয়েছে লেখাটি। উৎসর্গে নিজের নাম দেখে বেশ লজ্জিত হলাম। এত চমৎকার সহজ সুন্দর আবেগী লেখার উৎসর্গে আমার নাম থাকতে পারে ভাবতেই পারিনি। অনেক কৃতজ্ঞতা কবি। নিরন্তর শুভ কামনা
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১
ফালতু বালক বলেছেন: ব্যাং ভাই, আপনার কমেন্ট গুলা সবসময়ই আমি আগ্রহ সহকারে পড়ি। উতসাহ পাই, যদিও যথেষ্ট পরিমানে বাড়াই্যয়া বলেন। হে হে।
জ্যোৎস্না আলো সদা থাকুক আপনার চারপাশ, ভালো থাকুন খুব।
১৫| ০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫১
বাংলাদেশী দালাল বলেছেন: অসমাপ্ত গল্প আর মন্তব্যে সমাপ্তি ভালো লাগলো।
শুভ কামনা বালক।
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪২
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, দালাল ভাই
ভালো থাকবেন খুব।
১৬| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:১১
আরজু পনি বলেছেন:
লিঙকটা নিয়ে রেখেছিলাম, কোন একসময় এসে কমেন্ট করে যাব এই ভেবে।
খুব সুন্দর...অনুভবে মাখা অনুগল্প।
যদিও বাস্তবে সবসময় এমন হয় না...তবে কখনো কখনো হয় তো বটেই।।
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪
ফালতু বালক বলেছেন: খুব রকম ধন্যবাদ আপু।
বাস্তবটা এমনই হোক
১৭| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৭
তালহা ইবনে জাফর বলেছেন: ওহে শিয়াল, তোমার নুনুগল্পে ভাললাগা !!
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৬
ফালতু বালক বলেছেন: ওরে অসভ্য, খুব রকম ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৩ রাত ১২:৩১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো অণুগল্প।