![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে গুলো
বাক্সে আটক
সামনে বাঁধা
লোহার ফটক।
সব পেরিয়ে
জ্যোৎস্না আকাশ
এলো চুলে
ধূসর বাতাস।
মুঠো ভরা স্বপ্নগুলো
ছিটিয়ে দিলাম
সাগর বুকে
স্বপ্নপ্রিয় অন্য মানুষ
কুঁড়িয়ে নিলো
আপন বুকে।
বিঃদ্রঃ অনেকদিন পর আসলাম, সবার প্রতি শুভ কামনা
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
ফালতু বালক বলেছেন: অনেক দিন পর।
আশা করি ভালোই আছে্ন।
ভালোই থাকুন, প্রোফাইলের ছবিটার মত
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২
এম এ কাশেম বলেছেন: সুন্দর লিখেছেন......।
আশা করি নিয়মিত হবেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৭
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, কাশেম ভাই।
ভালো থাকবেন খুব, সদা।
চেষ্টা করবো।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
সুমন কর বলেছেন: ভাল লাগল।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, সুমন ভাই।
ভালো থাকবেন।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর লিখসেন ফালতু পোলা।
সব পেরিয়ে
জ্যোৎস্না আকাশ
এলো চুলে
ধূসর বাতাস।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৯
ফালতু বালক বলেছেন: ধন্যবাদ, মুন ভাই।
অনেক ধন্যবাদ।
আপনার প্রো-পিকচারটা খ্রাপ না
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২২
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার কোন জিনিষই কখনো "খ্রাপ" হয়না !
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪০
ফালতু বালক বলেছেন: নিজে যাকে বড় বলে, বড় সে নয়
লোকে যাকে...........................
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪২
ইমরাজ কবির মুন বলেছেন:
লোকে নানান সময়ে নানান কথাই বলেই, ওসবে কান দেয়ার কিসু নাই।আর নিজের ব্যাপারে "নিজ" এর চেয়ে অন্য লোকে বেশি বুঝে নাকি ? কি যে বলেন না মিঞাঁ আপনারা ||
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৯
ফালতু বালক বলেছেন: যান, আপনেই ঠিক।
মাইনা নিলাম, মুন ভাই
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক দিন পর এসে দারুণ একটা ছড়া উপহার দিলেন। শুভেচ্ছা ও অভিনন্দন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩২
ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ, সোনাবীজ ভাই।
আপনার প্রতি খুব রকম শুভ কামনা।
ভালো থাকবেন সর্বসময়।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: