নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করি সদা

ফালতু বালক

আমি অগোছালো টাইপ ছেলে। ফুটবল খেলাটা আমার খুব পছন্দ। পিসিতে গেম খেলে অথবা ভালো কোনো গল্পের বই পেলে সারাদিন একাই থাকতে পারি।আমার কিছু অসম্ভব রকম ভালো বন্ধু আছে। তারা সদা আমার পাশে থাকে।

ফালতু বালক › বিস্তারিত পোস্টঃ

ফালতু কাব্য [ বিরক্তির জন্য নহে ;) ;) ;) ]

২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৬









সঙ্গী এখন

টিস্যু

বললি আমি

শিশু।





রং হীন

আকাশে

স্বপ্নরা

ফ্যাকাসে।



উড়ে না

প্রজাপতি

তাতে তোর-

কি ক্ষতি?





নাক কুঁচকানো ঢংয়ে

প্রজাপতির রংয়ে

আশে- পাশেই থাক,

তোর মনের উঠোনে

একটুখানি- আমার

জায়গা রাখ।





বারান্দার গ্রিল ছুঁয়ে

বৃষ্টি ছুঁলো মন

আহা- এ কেমন

আলোড়ন।





জানালার কাঁচগুলো

বৃষ্টিতে ঝাপসা

তোর স্মৃতি ফিরে আসে

ভয়ানক আবছা।





বিজয় নিশান উঁড়ামু

তোর মনের দূর্গে

রাজবন্দি হবে

থাকলে কেউ পূর্বে।





চাঁদ ঘেঁষে

দাঁড়িয়ে থাকি রোজ

নিস না তুই

একটু খানি খোঁজ।













মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৪ রাত ১২:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পেলাম। আশা করি ভালো আছেন।

কাব্য ভালো লেগেছে।

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৮

ফালতু বালক বলেছেন: অনেক ধন্যবাদ , কাল্পনিক ভাই। ব্লগে এখন আর ঢুকা হয় না , তাই উত্তর দিতে দেরি হল। আপনার প্রতিও খুব রকম শুভকামনা। ভালো থাকবেন সদা।

২| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:২২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আরে বাহ ! বেশ।

উড়ে না
প্রজাপতি
তোর-
কি ক্ষতি?

এইটাতে ক্যামন যেনো ছন্দ বিচ্যুতি টাইপ কিছু মনে হচ্ছে। এমন হলে মনে হয় ভালো হতো-

উড়ে না
প্রজাপতি
তাতে তোর-
কি ক্ষতি?

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৫

ফালতু বালক বলেছেন: ঠিক করছি, ফ্রাস্ট্রেটেড ভাই। খুব ধন্যবাদ। মাঝে মাঝে এরূপ ছন্দ বিচ্যুতি ধরাইয়া দিবেন ;)

৩| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১:১৪

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.