![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত আশা রয়েছে থাকনা কোন কাগজে নয়তো কোথাও লুকোনো ৷ fb.com/RomjanAhmad28
আজ সেই স্বপ্ন গুলো,
আমি করে যাই তাড়া ৷
আজ সেই গল্প,
দিচ্ছে আমায় সাড়া ৷
মরুভুমির ধূসর প্রান্তর,
জেগে উঠেছে আজ ৷
অধরা স্বপ্ন আজ
দিয়ে যাচ্ছে হাতছানি,
কুড়োতে সেই স্বপ্ন,
আমি বাড়িয়েছি হাতখানি ৷
ধূসর প্রান্তরে অধরা স্বপ্ন,
আমায় করে যায় পিছু তাড়া ৷
যতই যাই ততই পাই
অধরা স্বপ্নের ছায়া ৷
কাল্পনিক স্বপ্ন গুলো,
দিচ্ছে ধূসর মায়া ৷
অধরা সেই স্বপ্ন গুলো,
হচ্ছে ধূসর চাওয়া ৷
০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৭
রমজান আহমেদ সিয়াম বলেছেন: প্রকৃতি সাজবে নতুন করে ৷
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই ৷ :-)
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
মনের চাওয়া স্বপ্নগুলো একদিন চারা গাছ থেকে আকাশচুম্বী বৃক্ষ হবে, ফুলে ফলে ভরে যাবে।