![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত আশা রয়েছে থাকনা কোন কাগজে নয়তো কোথাও লুকোনো ৷ fb.com/RomjanAhmad28
ফেসবুকে প্রতিদিনই চলে ধর্ম ব্যবসা ৷ ধর্মের নাম দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার নেয়া হয় ৷
ধর্ম ব্যবসা কেন বললাম প্রশ্ন থাকতে পারে অনেকেরই ৷ ফেসবুকে লাইক,কমেন্ট,শেয়ার দিয়ে আবার ধর্ম ব্যবসা হয় নাকি! ৷
এরকম অনেক কথা প্রশ্ন চলে আসবে ৷
ইসলাম ধর্ম নিয়েই সবচেয়ে বেশি ধর্ম ব্যবসা চলছে ৷
ধর্ম ব্যবসা বলার কারণঃ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে কমেন্টে আমিন! লেখুন,
মুসলমান হলে এড়িয়ে যাবেন না,
এই হিজাবী বোনটির জন্য কয়টি লাইক হবে,
এই নামাজী বোনটির জন্য কয়টি লাইক হবে,
এই নামাজী ভাইদের জন্য কয়টা লাইক হবে ৷ সবাই কমেন্টে আমিন
না লিখে যাবেন না ৷
আপনার মধ্যে যদি একটুও ঈমান থেকে থাকে তাহলে কমেন্টে আমিন লেখুন ৷ ইত্যাদি ইত্যাদি ৷
আফসোস, এখানেই হয় ধর্ম ব্যবসা ৷
ধর্মকে ছোট করা হয় ৷
ইসলাম ধর্মে লোক দেখানো ইবাদত কখনই আল্লাহর নিকট কবূল হবে না ৷
কিভাবে ধর্ম ব্যবসা হলো তা বলি এখন ৷
আপনি মুসলিম আপনার কাছে উপরোক্ত ক্যাপসনে ধর্ম নিয়ে পোষ্ট আসলো এখন কি আপনার লাইক এবং কমেন্টে আমিন লিখে বলতে হবে আপনি মুসলমান! ৷
অনেকে জুমা'র নামাজও পড়তে যায়না তারাওতো লাইক কমেন্ট শেয়ার মেরে দেয় ৷ তারা কি বুঝাতে চায়!
আপনার মধ্যে যদি সামান্য ঈমান থেকে থাকে তাহলে কমেন্টে আমিন লেখুন দ্বারা কি বুঝায়! আপনি কমেন্ট করলেন না এর মানে কি দাড়ায় যে আপনার মধ্যে একটু ঈমান নেই ৷
যদি ঈমানদার হয়ে থাকেন তাহলে কমেন্টে আমিন লেখুন এখন কি পোষ্টদাতার কাছে আপনার ঈমানের পরিচয় দিতে হবে যে আপনি ঈমানদার ৷
অনেক সময় পর্ণোস্টার দের ছবি দিয়ে ক্যপসন ঝুলিয়ে দেয় হিজাবী বোনটার জন্য কয়টি লাইক হবে ৷
আফছোছ সেখানে মুসলমানদের সমাবেশ ভালোই গড়ে উঠে আর পোষ্ট দাতাও নতুন করে ধর্ম নিয়ে পোষ্ট দেয় ৷
একবার লক্ষ্য করুন যারা এই সব পোষ্ট দেয় তারা অমুসলিম মুসলিম পরিচয়ে একটা ফেসবুক একাউন্ট খুলে শুরু করে দেয় ইসলাম ধর্মকে অবমাননার কাজ ৷
এই এভাবে লাইক,কমেন্ট, শেয়ার করে গড় উঠছে ধর্ম ব্যবসা ৷
ধর্মকে অবমাননাই তাদের উদ্দেশ্য ৷
আমি এটিকে ধর্ম ব্যবসা বলতেই পারি যেখানে ধর্মের নামে চলে লাইক,কমেন্ট,শেয়ার ৷
অনেক প্যাচাল করলাম ৷
আশাকরি বুঝাতে পেরেছি ৷
ভালো থাকবেন সবাই ৷
১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৯
রমজান আহমেদ সিয়াম বলেছেন: হুম ৷
মন্তব্যের জন্য ধন্যবাদ ৷
২| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৮
রায়হানুল এফ রাজ বলেছেন: এখন এই ব্যবসার রমরমা অবস্থা চলছে।
১২ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৯
রমজান আহমেদ সিয়াম বলেছেন: তাদের ব্যবসায় আরো উন্নতি হয়েছে ৷ আগে যেখানে পেতো 22k এখন পায় 122k এর চেয়েও বেশি ৷
৩| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৮
রক্তিম দিগন্ত বলেছেন:
এটা কার দোষ?
ধর্মের নাকি এইসব মানুষদের?
এইসব একধরণের প্রতারণা। ইসলাম ধর্ম কোন প্রাণীর নির্জীব ছবিকে সমর্থন করে না। এগুলো নিয়ে যে কোন প্রকারের ব্যবসা করাই প্রতারণা, অপরাধ। এবং নিজেদের ধর্মের ভিত্তি দুর্বল করে এদেরকে সমর্থন দেওয়া বা কোন প্রকার সহযোগীতা করাও অন্যায়।
যাদের ধর্মের ভিত্তি দুর্বল তারাই এসবে সমর্থন দেয়। শক্তরা এসবকে এড়িয়েই যায়।
১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০২
রমজান আহমেদ সিয়াম বলেছেন: এখানে ধর্মের কোন দোষ নেই ৷ দোষ ঐ সকল মানুষের ৷
লাইক,কমেন্ট,শেয়ার এদের অনুপ্রেরণা যোগায় ৷
মন্তব্যের জন্য ধন্যবাদ ৷
৪| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১৭
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: এই হিজাবী বোনটির জন্য কয়টি লাইক হবে[/sb
আজব জিনিস! আমার এলাকার ইভটিজারদের অন্যতম ডায়ালগ।
১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৫
রমজান আহমেদ সিয়াম বলেছেন: আর তাদের অন্যতম ছবির প্রধান ক্যপসন এগুলো ৷
মন্তব্যের জন্য ধন্যবাদ ৷
৫| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব বাখোয়াজ। আশে পাশের সবাইকে সজাগ করতে হবে। ফ্রেন্ডলিস্টের কেউ এসব পোস্টে লাইক, কমেন্ট করলে তাকে বোঝাতে হবে...
১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৫
রমজান আহমেদ সিয়াম বলেছেন: হুম ৷ তাদেরকে বুঝাতে ৷
মন্তব্যের জন্য ধন্যবাদ ৷
৬| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১১
মো. আদম শফিউল্লাহ বলেছেন: we have to learn in the right way and increase our knowledge. Little learners do nonsense.
১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৭
রমজান আহমেদ সিয়াম বলেছেন: হুম,
আমাদের তাদেরকে বোঝাতে হবে ৷
মন্তব্যের জন্য ধন্যবাদ ৷
৭| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৩
সজীব মোহন্ত বলেছেন: ধর্ম ব্যবসা বিনা পূঁজিতে ব্যবসা
১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৮
রমজান আহমেদ সিয়াম বলেছেন: হুম ৷
মন্তব্যের জন্য ধন্যবাদ
৮| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৫
Ahmad R. Siaam বলেছেন: আমাদের সবাইকে এগুলো এড়িয়ে চলতে হবে ৷
১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৯
রমজান আহমেদ সিয়াম বলেছেন: এড়িয়ে চলাটাই শ্রেয় ৷
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫২
অর্ধ চন্দ্র বলেছেন: ব্যবসা বলে কথা !