![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত আশা রয়েছে থাকনা কোন কাগজে নয়তো কোথাও লুকোনো ৷ fb.com/RomjanAhmad28
একুশ আমার গর্ব রে ভাই,
একুশ আমার আমার গান ৷
একুশ আমার অহংকার,
একুশ আমার প্রাণ ৷
একুশ আমার কন্ঠে স্বাধীন,
যারা দিয়েছে তাদের প্রাণ ৷
একুশ আমার মাতৃভাষা,
একুশেই আমার নাম ৷
বাংলার জন্য দিয়েছে যারা,
দিয়েছে তাদের প্রাণ ৷
ভুলবনা আমি সেদিন,
সেই বীর বাঙালীদের নাম ৷
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫১
রমজান আহমেদ সিয়াম বলেছেন: ধন্যবাদ
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৫
ধ্রুবক আলো বলেছেন: একুশ আমাদের চেতনা....
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২
রমজান আহমেদ সিয়াম বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪
মজিদুল হক মুনির বলেছেন: একুশ নিয়ে সুন্দর কবিতা ।