নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন হাসিখুশি মানুষ

রমজান আহমেদ সিয়াম

যত আশা রয়েছে থাকনা কোন কাগজে নয়তো কোথাও লুকোনো ৷ fb.com/RomjanAhmad28

রমজান আহমেদ সিয়াম › বিস্তারিত পোস্টঃ

অবাক হয়ে চোখের দিকে তাকালাম

১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

মাস তিনেক আগের ঘটনা। রাতে দোকানে গিয়েছিলাম কিছু জিনিষ নিতে। দোকানদার দোকানে নেই দেখে দোকানের সামনের বেঞ্চটিতে বসে ছিলাম। দোকানদার পরিচিত মানুষ।
আমি যেমনটা উনাকে চিনি উনিও আমাকে চিনেন। ক্রেতা-বিক্রেতার মাঝে যেই সম্পর্ক তাই উনার আর আমার মাঝে। দোকান খোলা রেখে বাহিরে কোথায় চলে গেছে কে জানে!
বিরক্ত লাগছে এমনটা না আবার বিরক্ত লাগছেনা এমনটাও না। আমি দোকানদারের জন্য বসে অপেক্ষা করতে লাগলাম তার সাথে লক্ষ্য রাখতে লাগলাম উনি আসতেছেন কিনা ।
দোকানটা কিছুটা ব্যস্ত রাস্তার সামনে হওয়ায় রাস্তার মানুষের কার্যবিধি দেখতে ছিলাম। হঠাৎ করেই আমার চোখ্ পরে যায় রাস্তার পাশ দিয়ে হাটতে থাকা দুইটা মেয়ের দিকে।
মনে হয় মেয়ে দুটো বোন। বড় মেয়েটার বয়স বেশি হলে ৯ হবে আর ছোটটার বয়স ৫ বছরের বেশি হবেনা বলে আমার মনেহয়। মেয়ে দুটো হাটছে, বড় মেয়েটার একটু পিছনে ছোটটা।
হঠাৎ ছো্ট মেয়েটি থেমে গিয়ে রাস্তার পাশে বসে এলিয়ে হাত-পা নেড়ে চেড়ে কান্না শুরু করলো আর কান্না গলায় বলতে লাগলো " কোলে উঠবো কোলে উঠবো" । এটা দেখে বড় মেয়েটি পিছন ফিরে ছো্টটাকে রাস্তা থেকে উঠিয়ে তাকে দাঁড় করালো। দাঁড় করিয়ে গালে একটা থাপ্পড় দিলো।
তারপর ছো্ট মেয়েটিকে বড় মেয়েটি কোলে নিয়ে হাটা শুরু করলো।
আমি অবাক হয়ে বড় মেয়েটির চোখের দিকে তাকালাম। তার চোখে এক অন্য অনুভূতি প্রকাশ পাচ্ছে। মাঝে মাঝে চোখ ও অনেক কিছু প্রকাশ করে কেউ বুঝতে পারে আবার কেউ বুঝতে পারেনা। আমি মেয়েটির চোখের দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলাম।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি কি বুঝতে পারলেন সেটা কিন্তু প্রকাশ পেলনা।

জানতে পারলে ভাল লাগতো।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

রমজান আহমেদ সিয়াম বলেছেন: থাকনা আমি কি বুঝেছি তা অপ্রকাশিত

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

খাঁজা বাবা বলেছেন: মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি কি বুঝতে পারলেন সেটা কিন্তু প্রকাশ পেলনা।

জানতে পারলে ভাল লাগতো।

আমারও একই কথা...

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: মানে কি? :-& :-& :-&

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: আপনি কি বুঝলেন?

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬

চানাচুর বলেছেন: নিরূপায় বড় বোন :(

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮

তারেক ফাহিম বলেছেন: সবার মত আমার একই প্রশ্ন কী অনুভুতি পেলেন??

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: হায় হায় ---

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: গরিব মানুষ; পারলে দশ-বিশটা টাকা দিতে পারতেন।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৬

সাদিয়া আফরিন বলেছেন: অর্থপূর্ণ মনে হয় নি আমার । সরি

১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

রমজান আহমেদ সিয়াম বলেছেন: সরি আমিও আপনি আসল বিষয়টি ধরতে পারেননি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.