নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউজীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে,পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়।

ইয়াসিন খান

আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...

ইয়াসিন খান › বিস্তারিত পোস্টঃ

নিলয়

২৫ শে মে, ২০১৫ রাত ১২:১৩

স্যার পুলিশ মেয়ে গুলি এত রোগা আর চিকন হয় কেন?
পুলিশঃ কেন তুই কি পুলিশ মেয়ে বিয়ে করবি নাকি?
নিলয়ঃ না, স্যার এমনি আরকি ......
পুলিশঃ এর পিছনে দুইটা কারন হতে পারে...।
নিলয়ঃ বলেন স্যার শুনি
এরা খুব ডায়েটটিং করে... স্মার্ট হবার জন্য। আরেকটা কারন হতে পারে ভিটামিনের অভাব ।
নিলয়ঃ স্যার, আজ আমাকে যেতে দেন। পেটের মধ্যে ইঁদুর গুলি মিছিল করছে। সকাল থেকে কিছু খাইনি।
পুলিশঃ যখন রাস্থার মধ্যে দাঁড়িয়ে মানুষকে আজে বাজে কথা বলছিলি , তখন মনে ছিল না ?
নিলয়ঃ স্যার , আমি মোটেও আজে বাজে কথা বলছিলাম না। আমি মানুষকে বুঝাছিলাম,মিথ্যা কথা বলা পরিহার করতে আর বেশি বেশি সত্য কথা বলতে। আমি মাত্র শুরু করেছিলাম আপনার মত একটা মোটা মানুষ এসে বলে পাগলা গারত থেকে কবে পালাইছত? তারপর আপনাকে ফোন করল। স্যার, আমার পেটের ইঁদুরগুলি এখন মারা যাবে মনে হচেছ।
পুলিশঃ মরবি না। মধ্যবিও মানুষ এত সহজে মরে না।
নিলয়ঃ স্যার, আপনার বাবা না একজন স্কুল মাষ্টার ছিল?
পুলিশঃ তুই জানলি কিভাবে?
নিলয়ঃ স্যার অনুমান করে বললাম।

পুলিশঃ দেখে মনে হয়তো ছাত্র মানুষ। রাস্থা ঘাটে পাগলামি করবেন না । মনযোগ দিয়ে পড়াশুনা করবেন। টাকা আছে? নেন পাঁচশটা টাকা রাখেন। আর বাসায় চলে যান।
নিলয়ঃ স্যার,আমি একদিন আবার আসব আপনার কাছ থেকে আপনার বাবার কথা শুনব? স্যার, আপনার বাবার শেষ কথাটা মনে আছে? নাকি সেটাও ভুলে গেছেন ?। চলি স্যার ,আমি আবার আসব।
পুলিশঃ আবার কবে আসবেন?
নিলয়ঃ পাগলামি করার মত টপিক খুঁজছি। পেলে আবার আসব!!!!!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.