![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নায়ে বসে আছি, চারপাশে খরস্রোতা ঢেউ আর ঢেউ জীবনের তীক্ষ্ণ অভিজ্ঞতা গুলি যেন মিশে যাচ্ছে নদীর বাঁকে, পুনরায় ধরেছি বৈঠা , আসুক না হাজারো ঝড়, যাব এক অচিন গাঁয়ে, বিলিয়ে দেব ভালবাসা অকাতরে , যাবে আমার সাথে? তিমির এখন কাটেনি , তবুও ধরেছি বৈঠা, আজ খেলবো নদীর ঢেউয়ের সাথে, থাকবে আমার পাশে? ঝড় এলে করনা ভয় , আমার কাছে বেঁচে থাকার মন্ত্র আছে। এই দেখ, কত সব কচুরিপানা এসেছে, আমাদের সঙ্গ দেবে বলে। তুমি ভয় করনা , আমার কাছে মন্ত্র আছে...
সাবধানতামূলক_পোস্টঃ
সরকার ২০টি প্রাইভেট ইউনিভার্সিটি অবৈধ ঘোষণা করেছে।যারা এবার এইচ.এস.সি. পাশ
করছো অথবা করবে তারা সাবধান।
নিম্নে এগুলোর নাম দেওয়া হলো
১. দারুল ইহসান ইউনিভার্সিটি
২. প্রাইম ইউনিভার্সিটি
৩. এশিয়ান ইউনিভার্সিটি
৪. অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৫. সাউদার্ন ইউনিভার্সিটি
৬. নর্দার্ন ইউনিভার্সিটি
৭. পিপলস ইউনিভার্সিটি
৮. বিজিসি ট্রাস্ট
৯. ইবাইস ইউনিভার্সিটি
১০. ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাং (IIUC)
১১. আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি
১২. আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি
১৩. বাংলাদেশ ইউনিভার্সিটি
১৪. ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (USTC)
১৫. ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT)
১৬. কুইন্স ইউনিভার্সিটি
১৭. পিচব্লেন্ড
১৮. মদিনাতুল উলুম বিশ্ববিদ্যালয়
১৯. আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি
২০. প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি।
২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩১
সাইফুর রহমান পায়েল বলেছেন: আগের বছরের খবর কি দিলেন নাকি নতুন করে আবার নাম প্রকাশ করেছে। নতুন হলে সুত্র দিন।
২০১৪ এর হলে সুত্র লাগবেনা।
৩| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫১
সাইফুর রহমান পায়েল বলেছেন: 2014 সালের খবর আসে সব। ২০১৫ এর কোন খবর থাকলে সুত্র দিন।
৪| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২০
ইয়াসিন খান বলেছেন: ২০১৫ Bangladesh university grant comission may monthe pokhash koreche..it is still enforceable.
৫| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
মোহাম্মদ জামিল বলেছেন: সুত্র না দিয়া আজাইরা পোস্ট দিয়ে বিভ্রান্ত করবেন না।
৬| ২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫২
ইয়াসিন খান বলেছেন: জামিল ভাই, এই সব versity গুলি সম্পরকে খোজ নিবেন!!! " তাহলে সত্য জানতে পারবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩০
বিদেশ পাগলা বলেছেন: দয়া করে তথ্যসূত্র উল্লেখ করলে ভাল হতো । কতটুকু নির্ভরযোগ্য সূত্রে পেয়েছেন ? সেটা সম্ভব হলে পরবর্তীতে দিবেন আশা করি । ধন্যবাদ