নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভারসাম্য মাত্রই কৃতিত্ব নয় ।

আল - বিরুনী প্রমিথ

আল - বিরুনী প্রমিথ › বিস্তারিত পোস্টঃ

অরুন আমরা ফিরে এসেছি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

অরুন তুই দেখছিস ?

আমরা এসে গেছি ,

আশাভঙ্গের ডোবা থেকে

বহুকালের পঁচা-গলা

জনপথে ফিরে এসেছি আমরা ,

খোলনলচে পাল্টে দিতে

বিক্রি হয়ে যাওয়া জনপথে ,

উৎসবমুখর জীবনের পালাবদলে

দলে দলে এসেছি আমরা ।

বেঁচে থাকার প্রতিটি মুহূর্তে

তুই স্বপ্ন দেখতিস ,

ইট চাপা ঘাস সবুজ হয়ে উঠবে

অনাবিল প্রাণশক্তিতে ।

জনস্রোতের মেলবন্ধনে

ইতিহাসের পুনরাবৃত্তিতে

আয়েশে দিনানিপাত করে যাওয়া

দেশোদ্রোহী শুয়োরেরা

পাততাড়ি গুটিয়ে পালাবে ।

তুই শেষ করে দিয়েছিলো নিজেকে ,

আমি পারিনি , আমরা পারিনি ।

স্বপ্নগুলোয় পরবর্তীতে কর্ষণ হয়নি

চলে যাওয়ার আগে তুই যাদের

আশ্রয় করে বেঁচে থাকতিস প্রতিক্ষণ ।

অরুন তোর কথা মনে পড়ে আমার ,

ফিরে গেছি আমরা তোর প্রিয় জনপথে ।

তোর দুর্নিবার স্পর্ধা

আমাদের হাতিয়ার হয়ে উঠেছে ।

বিদ্রোহের যেই সঙ্গীতের সাথে

আমাকে পরিচয় করে দিয়েছিলি ,

তার অপূর্ব সুরে আমরা

উৎসবকে দূরে ঠেলে

সকল গ্লানি দূর করতে

ফিরে গেছি তোর প্রিয় জনপথে ।

সময় কত দূর চলে গেছে ,

প্রিয়জন মুখ ফিরিয়ে নিয়েছে

পাখির ডাকে আন্দোলিত হইনি কতদিন ,

মাহেন্দ্রক্ষন এসেছে অবশেষে ,

অরুন তুই দেখ আমরা ফিরে এসেছি ।

নিরীহরা আজ সশস্ত্র হয়ে উঠেছে ,

আমরা স্বপ্নগুলো কর্ষণ করতে শুরু করেছি

তুই যেমনটা চেয়েছিলি ।

অরুন তুই দেখ আমরা ফিরে এসেছি ,

দেশোদ্রোহীদের নিশ্চিহ্ন করতে

তোর প্রিয় জনপথে ফিরে এসেছি ।











মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.