নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভারসাম্য মাত্রই কৃতিত্ব নয় ।

আল - বিরুনী প্রমিথ

আল - বিরুনী প্রমিথ › বিস্তারিত পোস্টঃ

বাঞ্চোত কথন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩৮

আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,



সত্য কোন কথা বলার আগে যেখানে



আমাকে দুইবার ভাবতে হয় , অতঃপর আমি নিরুচ্চারিত থাকি ।



আমি একটি বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,



বাচনিক মিথ্যাচারে নিজেদের ভাস্বর করে তোলা



একপাল বোধহীন চতুষ্পদকে সম্বোধন করতে গিয়ে



কন্ঠে চাটুকারীতার সমগ্র ঢেলে “ স্যার “ বলে গলে পড়ি ।



আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,



যাকে ‘ হারামীর বাচ্চা ‘ গালির কমে কিছু বললে



যেই গালি স্রেফ সস্তা হিরোইজমে ভরা



আবর্জনায় পরিণত হয় ,



তখন আমি ‘ নিষ্ঠুর ‘ , ‘ পাষন্ড ‘ ইত্যাদি মেঠো শব্দ বকে ,



প্রতিবাদ করেছি ভেবে হৃষ্টচিত্তে পোঁদে হাত বুলাই ।



আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,



নিজের প্রিয়জনের কাছে



প্রতিবাদমুখর এক সত্তায় নিজেকে



উপস্থাপন করার ছক কষে যাই প্রতিনিয়ত ,



হৃদয়ের আঙ্গিনায় একরাশ আদিমতাকে লালন করে ।



আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,



একটা জরাজীর্ণ এলুমিনিয়ামের থালায়



শুষ্ক কিছু কার্বোহাইড্রেট যোগাতে



রাস্তায় হেগে রাখা থেকে শুরু করে



কামাতুরের বীর্যে নিজেদের মিশিয়ে নিচ্ছে



কোটি কোটি গর্ভধারিণী ,



তখন নিজের প্রিয় শার্টে



ঘামের নোনা দাগ কেন লেগে থাকবে



ভেবে দুই ঘন্টা আমি মাটি করে দেই ।



আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,



দস্যুরা সব পালিয়ে গেলো , ‘ তোমায় ছাড়া



আমি বাঁচবোনা ‘ কাব্যে আমার মুখের বলিরেখাগুলো



আনন্দে ভরে উঠে , সেই কবি আমার কাছে নমস্য ,



উঁচু হাইরাইজ কিংবা হাইফাই শপিং মলের মুখে



মুতে দিয়েও সাহিত্য রচনা করে নির্ভীকজনায় ,



চৌদ্দগুষ্টির কেউ তার খবর আমাকে জানায়না ।



আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,



প্যানপ্যানে চিন্তায় নিজেকে ডুবিয়ে



মনে করি হয়ে গেছি একবিংশ শতাব্দীতে



ঐশ্বরিক ক্ষমতা প্রদত্ত কোন রক্ষক ।



নিজের শোবার ঘরের ফাঁকা জায়গাটুকুও



এখনো অবধি একরত্তি বদলায়নি ।



আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,



আলবাল নাগরিক আবর্জনায় ড্রেনে করে



আসা তিনদিনের পুরনো মুতের মতো



নিজেকে বিনাচিন্তায় ভাসিয়ে দেই



নষ্ট সময়ের নষ্টতম স্রোতে ,



এদিকে ভাবতে ভাবতে আমার



মাথার চুল নাকি একটু একটু



সাদা হতে শুরু করেছে ।



আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,



আমার মুখে এতোসব সভ্যতাবর্জিত



শব্দমালা শুনে অনেকে কানে হাত দেবে ,



কেউ কেউ অতি উৎসাহী হয়ে



আমাকে হত্যা করার পরামর্শও



বুঝি দিয়ে থাকতে পারে ,



কিংবা আমাকে শহুরে কায়দায়



গ্রাম্যতায় পরিপূর্ণ একঘরে



করে রাখার পরিকল্পনা করা হতে পারে ।



তবু আমার রাগ হবেনা ,



সপ্তাহ পার হলেই



বিস্মৃত হবো



একশো আটষট্টি ঘন্টা



আমার জীবন থেকে



হারিয়ে গেছে ,



স্রেফ সত্য বলবার জন্য ।



আমি একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,



কতশত অভিযোগ করে এলাম ,



প্রকাশিত হলো মনের গূঢ়তম ঊষ্মা ।



তবু প্রতিবার ‘ আমিই ‘ থেকে গেলো



কোন পঙতিমালায় ‘ আমরা ‘ শব্দটা জায়গা পেলোনা ।



অথচ আমরা প্রত্যেকেই একটা বাঞ্চোত সমাজে বেঁচে থাকি ,



প্রত্যেকে আমরা একটা বাঞ্চোত সমাজে বেঁচে আছি ।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৩৭

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: ভাল লাগল। আজাদের 'আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে'-র সাথে ঈষৎ মিল বাদ দিলে পুরোটাই মৌলিক।

তবে বাঞ্চোত এই সমাজটাকে বদলানোর দায়টাও কিন্তু কারো না কারো ঘাড়ে পড়ে। চারপাশের সবাইতো কেবল বাঞ্চোতই বলে গেল। কেউতো হাত বাড়িয়ে দিল না সভ্যতার।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫১

আল - বিরুনী প্রমিথ বলেছেন: দ্যা ফ্রীল্যান্সার@ আপনার দ্বিতীয় প্যারার কথাগুলো আমারও মনের কথা । সেই কারণে সবার শেষে নিজেকেও ছাড়িনি ।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

আমিনুর রহমান বলেছেন:




সমাজটা আমাদেরই তৈরি। আমরা মানুষগুলোই ...

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: "প্রত্যেকে আমরা একটা বাঞ্চোত সমাজে বেঁচে আছি।"

++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.