নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রঙ্গমঞ্চ

সকল মানুষকে আল্লাহ তা"য়ালা পরিপূর্ণভাবে দ্বীন বুঝার এবং পালন করার তৌফিক দিন।

রঙ্গমঞ্চ

সকল মানুষকে আল্লাহ তা"য়ালা পরিপূর্ণভাবে দ্বীন বুঝার এবং পালন করার তৌফিক দিন।

রঙ্গমঞ্চ › বিস্তারিত পোস্টঃ

মানুষ তুমি কত সস্তা!!!!!

০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০০



গত ২৮ শে ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বিতর্কিত রায় ঘোষণা হওয়ার পরপরই সারা দেশে যে গণবিস্ফোরণের সূচনা হয়, তা প্রতিহত করতে সরকার তার পেটোয়া বাহিনী দিয়ে নিরস্র মানুষের উপর যে পৈশাচিক গণহত্যা চালিয়েছে তা ইতিহাসের এক বর্বর জঘন্যতম অধ্যায়। কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ যার মধ্যে সামান্যতম মানিবকতাবোধ আছে, সে কোনভাবেই একে সমর্থন করতে পারেনা। আমারাও অপরাধীর বিচার চাই, কিন্তু সেটা কোনোভাবেই একজন নিরপরাধ মানুষকে একটি মহলের রাজনৈতিক কুৎসিত মানসিকতা চরিতার্থ করার জন্য সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে ফাঁসির দণ্ড দেয়া কোনোভাবেই মেনে নেয়া যায়না, যার প্রতিফলন হল এই মহা গণবিস্ফোরণ। আর এই গণবিস্ফোরণকে আমাদের অনেক বড় বড় পণ্ডিত (তথাকথিত) যারা কিনা শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকও বটে, তারা এটাকে বলতেছেন একটা মহলের তাণ্ডব!! মানুষ কতটা হীন মানসিকতার হলে, কতটা সরকারের চাটুকার এবং তোষামোদকারী হলে, কতটা সরকারের পা..চাটা হলে, পেটোয়া বাহিনীর এই বর্বর গণহত্যাকে সাপোর্ট করতে পারে এবং বিভিন্ন উস্কানিমূলক কথা বলে দমনের নামে এই পৈশাচিকতাকে আরও উসকে দিতে পারে। সারা দেশ এমনকি সারা বিশ্ব দেখেছে পাখি শিকারের মত নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা, দেখেছে তাদের বর্বরতা। স্তম্ভিত হয়েছে সারা বিশ্ব। যুদ্ধাবস্থা ছাড়া এরকম গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল। জার্মানি, পর্তুগাল, ইরান, তুরস্ক, সউদি আরব, আরব আমিরাত, মিসর এবং ইংল্যান্ড সহ আরও অনেক দেশ ইতিমধ্যে এই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে এবং আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবী করছে। আমরাও আশা করছি, সরকারের বোধোদয় নিশ্চয়ই হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

নন্দনপুরী বলেছেন: সব যুদ্ধাপরাধীদের ফাঁসি হবেই হবে.............ইনসাআল্লাহ

২| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১১

মোঃ নজরুল ইসলাম বলেছেন: শুধু সস্তা Heavy সস্তা

৩| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১১

পথহারা সৈকত বলেছেন: মানুষ তো মুরগি ছাগল বলা চলে........

৪| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

রশিক রশীদ বলেছেন: হ্যা ঘঢ়টনা সত্য। সৌদি আরবে কাবা শরীফের ইমামরা সর্বশেষ চাঁদ প্রদক্ষিণকারী সাঈদীর মুক্তির দাবীতে মানব বন্ধন করছে দেখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.