নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমের বিরহ বুঝার জন্য এক সময় প্রেম করার স্বাদ জেগেছিল মনে ,
তখন আমি স্কুলে পড়ি ... পাশের বাড়ীর সুমন দেখি " বিকেল বেলায় মাঠে না এসে আসিফ আকবরের ওপাষাণী গান শুনছে !
ওর বাড়িতে গিয়ে বললামঃ
-কিরে শুয়ে আছিস কেন ?খেলতে যাবি না ?
না তোরা যা আমার ভালো লাগতেছে না !
-চ্যেকা খাওয়া গান শুনিস কেন ? কে চ্যেকা দিছে মামা ?
কেউ দেয় নাই , এমনি ভালো লাগতেছে না !
-ঐ বেটা উঠ খেলতে আয় ! তুই না আসলে আরেক জন কই পামু !
-আজকে না সোহেল দের সাথে খেলা !
দোস্ত তুই যা আমার ভালো লাগতেছে না !
সুমন আসলে একটা মেয়েকে ভালোবাসে " সম্পর্কে কাজিন হয়, গত কয়েক দিন আগে ওদের বাড়িতে বেড়াতে আসে... যে কয়েকদিন মেয়েটা ওদের বাড়িতে ছিল ,
সুমনের দেখা ই পাওয়া যায়না , সারাদিন ঘরে ই থাকে... কাজিনের সাথে চুটিয়ে প্রেম চালিয়ে যাচ্ছে ... কিন্তু কয়েক দিন পর হুট করে চলে যাওয়ায় সুমন একা হয়ে যায় ... যে ছেলেটা সারাক্ষণ মাঠে পড়ে থাকতো ... ক্রিকেট পাগল ছেলেটা এখন ঘরে শুয়ে বিরহের গান শুনে... কোলাহল আড্ডা একদম ভালো লাগে না ... মাঝে মাঝে সুমন কে দেখে আমি ঈর্ষা করতাম , আমিও প্রেম করব , তার পড় চ্যেকা খাবো বিরহের গান শুনবো । মাঝে মাঝে সুমনের পাশে দাঁড়িয়ে গানের কথা গুলো শুনি ... কিন্তু কিছুতেই এসব গান আমার ভালো লাগে না । আমি শুনি জেমস এর দুষ্ট ছেলের দল , আমি শুনি হাসানের " গান শুনতে চাই , আমি শুনি নচিকেতার
সরকারী কর্মচারী । মনে মনে প্রতিজ্ঞা করি " আমি প্রেম করবো । তার পর শুরু হয়
আমার পথ চলা ... সুন্দর সুন্দর অনেক মেয়ের দরজায় কড়া নেড়েছি কেউ , একটি বারের জন্য ও সাড়া দেয়নি ... সময় বয়সি বান্ধুবিদের কাছে আমি পিচ্ছি ছেলে , নিচের ক্লাসের মেয়েদের দিকে তাকালে ওরা লজ্জায় লাল হয়ে যায় । উপরের
ক্লাসের আপিদের দিকে তাকালে উনারা ছোট ভাইয়ের দৃষ্টিতে তাকায় । চোখের ইশারায় ... কথায় কাজে কত সুন্দরি কে বুঝিয়েছি আমার প্রেম করা দরকার "
কেউ একবারের জন্যও বুঝতে চায়নি । কাছের বান্ধবী টার সাথে এক ই পথে হেটে হেটে কত দিন যে স্কুলে গিয়েছি... কত বার যে তার দিকে ভালোবাসার চোখে তাকিয়েছি " একটি বারের জন্যও তার নজরে পড়েনি । এভাবে অনেক চোটা চুটি করে ক্লান্ত হয়ে দিন শেষে ঘরে ফিরি... " একরাশ হতাশা নিয়ে বলি ' নাহ আমাকে দিয়ে প্রেম হবে না" চ্যেকা খাওয়াও হবে না... বিরহের গানও শুনা হবে না ।
অতঃপর...
সময় স্বল্পতার কারণে গল্প শেষ করা যায়নি...
আর গল্প যদি শেষ ই হয়ে যায় অন্য দিন কি লেখব ?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১
রওনুক হাসান বলেছেন:
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০৩
আরণ্যক রাখাল বলেছেন: আহারে