নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রওনুক হাসান

আমি শূন্য অনুভূতির শূন্য লতা ।

রওনুক হাসান › বিস্তারিত পোস্টঃ

বাঘ আসছে তেড়ে

১৬ ই মার্চ, ২০১৫ রাত ৩:৪৮

"ঘৃণা আসলে একসাথে জন্মায় না একটু একটু করে জন্মায়, একটা সময় আমি ভারতের সমর্থন করতাম । ইন্ডিয়া পাকিস্থান খেলা হলে আমি সমর্থন করতাম ভারত । যদিও আমার সাথে যারা খেলা দেখতেন , মুসলিম দেশ হিসেবে অনেকে ই পাকিস্থান সমর্থন করেন । আবার এশিয়ার দল হিসেবেও অনেক সময় ইন্ডিয়া পাকিস্থান সমর্থন করা হয় ।
আসলে কাউকে সমর্থন করা দোষের কিছু না কারো খেলা ভালো লাগলে সমর্থন করা কোন অপরাধও না ।
কিন্তু তখন খুব খারাপ লাগে" যখন নিজের অস্তিত্তে আঘাত আসে ।
যখন কেউ আমার জন্মভূমি নিয়ে কটাক্ষ করে।
যখন কেউ আমার দল কে ছোট করে দেখে ।
যখন কেউ অনেক বেশী অহংকার দেখায় ।
যখন কেউ আমাদের খেলা দেখে উপহাস করে।
ছোট বলে তুচ্ছ তাছিল্ল করে ।
পারলে আমাকে একটা গালি দে সহ করবো ।
আমাকে কটাক্ষ করে কথা বল হজম করবো ।
ছোট বলে তুচ্ছ তাচ্ছিল্য কর সহ্য করবো।
আমাকে নিয়ে উপহাস কর চুপ করে থাকবো ।
কিন্তু আমার মা কে নিয়ে কিছু বলবি সেটা সহ্য করবো না !
এই দেশ টা যে আমার "মা"
সব কিছু নিয়ে অপমান সহ্য করা যায় কিন্তু আমার মাতৃভূমি কে নিয়ে কিছু বললে,
জীব টেনে চিরে ফেলব । লাখো শহীদর রক্ত আমাদের শরীরে । গর্জে উঠলে পার পাবি না । বাঘের থাবা যে কত তীব্র হয় । কত যন্ত্রণার হয় ১৯ শে মার্চ বুঝিয়ে দেব । অপেক্ষায় থাক । নিন্দুকের দল । বাঘ আসছে......

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৭:০৮

ফেরদাউস আল আমিন বলেছেন: দেশ গড়ার জন্য আপনার এই উদ্দীপনা সহায় হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.