নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবাহ করার পর প্রথম বারের মত সামুতে লগ ইন করেছি,
বিবাহিত জীবন নিয়ে নতুন কিছু অবিজ্ঞতা শেয়ার করা যাকঃ
বিয়ে করার উপকারিতাঃ
১/ বন্ধুদের কারো কাপল ছবি দেখলে বুক টা হাহাকার করে না..
২/ মেয়েদের সাথে টাংকি মারতে ভাল লাগে না।
৩/ রাতে বউ এর সাথে কথা বললে তাড়া তাড়ি ঘুম আসে।
৪/ আপনি সারাক্ষণ বউ, সংসার, আর কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখবেন।
৫/ নেটে বসে সারাক্ষণ দেখবেন বউকে কি গিফট করা যায়।
৬/ আপনার মোবাইল কল লিস্ট থেকে সব মেয়েদের নাম্বার ডিলিট হয়ে যায়... প্রতিদিনের কল হিস্টরি তে শুধু একটা নাম থাকে "বউ পাখি"।
৭/ আগের মত মেয়েরা আর আপনাকে ইনবক্স এ নক করবে না, আপনার স্ট্যাটাস এ কমেন্ট সংখ্যাও কমে যায়।
৮/কোন মেয়ের স্ট্যাটাস এ গিয়ে লুটু পুটি কমেন্ট করতে গেলে বউ এর কথা মনে পড়ে যাবে, তখন ইচ্ছে করলেও কমেন্ট করা হবে না.
৯/ঘুম থেকে উঠে "বউ" কাজ থেকে এসে "বঊ" রাতে ঘুঘুমাতে গেলেও "বউ" আপনার মাথায় সব সময় বউ ঘুরবে।
১০/ বউ এর হাতের মজার মজার রান্না খাওয়া যায়।
১১/ কাপড় দোয়া নিয়ে টেনশন করতে হয় না, বউ ধুয়ে দেয়।
১২/বিয়ে করলে রাত জাগার অভ্যেস টা কমে যায়।
১৩/ স্বাধীন ভাবে প্রেম করা যায়, কেউ কিছু বলে না।
বিয়ে করার অপকারীতাঃ
১/ খুব জোর গলায় কোন মেয়েকে আর বলা হবে না " আমি এখনো সিংগেল আছি " দু:খ!
২/ কোন মেয়ে আর নক করে জিগ্যেস করবে না আপনার কি gf আছে?
৩/ সব মেয়ের কাছে আমি হয়ে যাবো ভাইয়া, আর ফ্রেন্ড হতে পারবো না।
৪/ মেয়ে ফ্রেন্ড আছে এমন শব্দ ডায়রি থেকে অটো ডিলিট হয়ে যাবে।
৫/ রাত জেগে আর আড্ডা দেওয়া হবে না " বউ কে টাইম দেওয়া লাগে"
৬/সন্ধ্যা হইলে বউ এর কল আসবে এতো সময় বাহীরে কি? বাসায় আসো।
৭/ আস্তে আস্তে কমার্শিয়াল হয়ে যায় লাইফ... সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাই।
৮/কোথাও বেড়াতে গেলে একা যাওয়া যাবে না বউ কে সাথে নিতে হবে।
আজকের মত এখানে'ই শেষ.... সকালে ঊঠে বউ এর সাথে কথা বলতে হবে
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭
রওনুক হাসান বলেছেন: না ভাই লাইফ তৈরি হইছে.... বিয়ার আগে সব শেষ কইরালাইছি
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৯
রায়ান মুন্সী বলেছেন: ভাই বিয়া কইরা তো লাইফ ধ্বংস কইরা ফালাইসেন! ;p