![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রশীদ মামুন
(১) দেশদ্রোহী,স্বাধীনতা বিরোধী ইত্যাদী মিথ্যা অজুহাত খাড়া করে তাঁদের হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে।
(২) মিথ্যা অজুহাত খাড়া করে আলিম সমাজের বিরুদ্ধে মিথ্যা মামলা,মোকদ্দমা দায়ের করা হচ্ছে।
(৩) আলেম সমাজের বিরুদ্ধে নানান ধরণের কুৎসা রটিয়ে জনমনে তাঁদের হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে।
(৪) আলেম সমাজকে স্বাধীনভাবে কুরআন,হাদীস ও ফেকহার কথা বলতে ও ফতোয়া দিতে বাধা প্রদান করা হচ্ছে।
(৫) আলেম সমাজকে গোঁড়া,স্বাধীনতা বিরোধী ,মৌলবাদী,ফতোয়াবাজ,সংকীর্ণ,প্রতিক্রিয়াশীল,প্রগতির অন্তরায়, সেকেলে,সাম্প্রদায়িক,বিজ্ঞান বিমুখ,পশ্চাদমুখ,মুর্খ ইত্যাদি নামে অভিহিত করে জনগনের মনে আলেম সমাজের প্রতি বিরুদ্ধভাব সৃষ্টি করা হচ্ছে অহরহ। একশ্রেণীর পত্রিকা থেকে তাঁদের বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে সুপরিকল্পিতভাবে প্রতিনিয়ত। হে আল্লাহ! কবে মুসলমানদের হুশ হবে!!
২| ২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০০
দালাল০০৭০০৭ বলেছেন: আল্লাহ হেফাজতকারী এবং সাহায্য কারী।
৩| ২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
উড়োজাহাজ বলেছেন: যথাযথ প্রকিয়ায় মোকাবেলা করুন। নয়তো যোগ্যতা না থাকলে যা হওয়ার তাই হবে।
আর একশ্রেণির পত্রিকা বলতে বিশেষ কোন কোনটাকে বোঝাচ্ছেন কী?
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: যেদিন তারা মুসলমান হবে।
খুব চতুর, গভীর এবং সুদূরপ্রসারী প্লান! আমাগো নব্য যুবরাজের সেই লেখা! তিনার মায়ের মৌলবাদ নিয়া আগাইয়া তথ্য দেওয়ার মানসিকতা! বিশ্ব ব্যাপি এন্টি ইসলামিক ফোর্সের নিয়মিত কার্যক্রম সব মিলেমিশে একাকার হয়ে গেছে!
আর সুমীল সাজতে সবাই এড়িয়ে চলে গা বাঁচাতে চাইছে! মরলে মোল্লারা মরুক আমাগো কি? টাইপ!....