![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
চোখের ভেতর শূন্য আঁকো তারপর তাকাও দ্যাখো
যতগুলো শূন্যের পর চিনতে পারবে বলে ভেবেছিলে
তার থেকেও দূরে আমাদের নিজস্ব ছায়াপথের শেষ
সীমানায় সমস্ত গ্রহ ও নক্ষত্র পেরিয়ে সমস্ত আলো ও
অন্ধকার পেরিয়ে যেই অবয়বকে দেখতে পাচ্ছ বলে
ভাবছো তুমি যাকে রক্ত ও মাংসে আপন বলে চিহ্নিত
করছো তুমি যার ভালবাসায় সিক্ত হোচ্ছ প্রত্যেকটি
রাত যার প্রেম পরিপূর্ণতায় ভরে দিচ্ছে তোমার তৃষ্ণা
যার হাত এমন আবেশে জড়িয়ে আছে যেন শতাব্দীর
পর শতাব্দী আর জন্মের পর জন্মান্তর একে অপরের
সাথে মিশে আছ এমনই আলিঙ্গনে যেন চোখ মেলে
তাকালেই যে কারো চোখের থেকে উঠে আসবে ঈর্ষা
ঔৎসুক্য এমন কি যে কেউ প্রশ্ন করে জানতে চাইবে
কে
কে সে
কার জন্যে উৎসর্গ করছো নিজেকে আপাদমস্তক কে
তোমাকে ঢেকে দিচ্ছে গাঢ় আবরণে তবে কি শূন্য মানে
বুঝতে হবে অন্ধত্ব আর চোখ মানে জ্ঞান নাকি নদী ভেবে
সহজ প্রণয় থেকে স্রোতস্বিনী হয়ে ওঠার সম্ভাবনাকে
আশঙ্কা বলবো যে আশঙ্কার বীজ বপন আর চাষাবাদ
মনুষ্য জীবনের অবিচ্ছেদ্য অংশ বলেই জেনে আসছি
আমরা তবে কি পৃথিবীর পথ ঘুরে আসা সমস্ত বিষাদ
আয়ু নিয়ে ফিরে গেলে তখনও দেখতে হবে প্রেম গেঁথে
আছে চোখের ভেতরে শূন্যে আমাদের আপন আলোয়
07.10.2016; উত্তরা
১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫২
ঋতো আহমেদ বলেছেন: জেনে ভাল লাগলো। ধন্যবাদ
২| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১১
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ভালো হয়েছে।
১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১০
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ । উৎসাহিত হোলাম
৩| ১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৫
টমাটু খান বলেছেন: কবিতা পড়ে ভালো লাগলো।
১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১২
ঋতো আহমেদ বলেছেন: আপনাদের ভালো লাগাই আমার প্রেরণা । ভালো থাকবেন ।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৫
চঞ্চল হরিণী বলেছেন: “হাজার মনের কাছে প্রশ্ন করে, একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, কিছু নেই ”। এই প্রশ্নই এই কবিতায়। কিন্তু উত্তর নিয়ে সংশয়। মানুষ আশায় বীজ বোনে, কিন্তু সেই বীজ আশার ফল দেবে না আশঙ্কা হয়ে আসবে কেউ জানেনা। এমনকি সারা পৃথিবী ঘুরে এক জীবন শেষও হয়ে যেতে পারে। তবু প্রেমের বীজ বপন এবং চাষাবাদ মানুষ করে যায়, মনুষ্য জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারণ এইটুকু না থাকলে মানুষ বাঁচতে পারে না। “ সংশয়ের সংঘাতে দোলাচলে জীবন ” “ পায়ে পায়ে সময়লতার কাঁটা, রক্তাক্ত আমার ভেতর বাহির। তবু আমি মরে গিয়েও মরতে পারিনা কিছু একটা হাতছানির সারাক্ষণ ইশারায়”- ‘স্বপ্নগঙ্গার দীর্ঘশ্বাস’ থেকে বিচ্ছিন্নভাবে দুটি লাইন বললাম।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১
ঋতো আহমেদ বলেছেন: এই কবিতাটি পড়ে আমার এক বন্ধুর মন্তব্য ছিল '' কঠিন কবিতা, বয়স হইছে তাই হয়তো বুঝতে পারি না''।
আপনি খুব সুন্দর করে ব্যখ্যা করলেন। ভাল লাগল।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
সুন্দর! প্লাস ++
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৩
কাবিল বলেছেন: কবিতায় ভাল লাগা রইল।