নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ডায়েট প্ল্যান

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২

(একটি সহজ ও নিম্ন মানের অকবিতা)

কোলবালিশের মতো মোটা চাল‌ও আজকাল বাজারে হাঁকছে
সত্তুর
আমি কী খাবো
আমরা কী খেয়ে বেঁচে থাকবো

মানছি বয়স হচ্ছে
দু’বেলা রুটিতে আমার এখন ডায়েট প্ল্যান নেবার সময় এসছে-
তা না-হয় নিলাম‌ও

কিন্তু
যেসব রিক্সায় বাসায় ফিরছি প্রতিদিন
যে লোকগুলো হাত পেতে দাঁড়িয়ে থাকছে মসজিদের পাশে
যে দাঁড়োয়ানটি গেট খুলে দিচ্ছে আমি এলেই
তাদের জন্য কী প্ল‍্যান মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী

যেসব হাজার/সহস্র শ্রমিক আমাদের কারখানায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে
এনে দিচ্ছে বৈদেশিক মুদ্রা
তাদের জন্য কী প্ল‍্যান আপনার
কী প্ল‍্যান কোদাল ও খাঁচি হাতে ঘর্মাক্ত ওইসব দিনমজুর-এর জন্য
নির্মাণ শ্রমিকের জন্য
কী প্ল‍্যান আজ নিম্ন মধ্যবিত্তের সংসার চালানোর

আমরা কি ভাতের বদলে আলু খেয়ে বেঁচে থাকবো
ফ্রেন্চ-ফ্রাই বার্গার অথবা হট-ডগ..

০৯.১১.২০১৭; উত্তরা

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১০

শাহিন-৯৯ বলেছেন: তারা ভাবছে- কিভাবে আবার ক্ষমতায় আসা যায়, আর পাবলিককে ভুলভাল বুঝিয়ে ঘুমিয়ে রাখতে।

১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

ঋতো আহমেদ বলেছেন: ভালো বলেছেন আপনি

২| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১২

মিথী_মারজান বলেছেন: ফ্রেঞ্চ ফ্রাই আর হটডগ আমি আবার কোক ছাড়া খেতে পারি না।:P
সবচেয়ে বড় কথা যারা এসব রেগুলার খেয়ে অভ্যস্ত তাদের কাছে মূল্যস্ফীতি কোন সমস্যাই না।

দারুণ লিখেছেন ভাইয়া।
কবিতায় হোক প্রতিবাদের ভাষা।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১০

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ মিথী। ঠিক আছে, কোকের সাথেই খাবেন। কিন্তু পরিমিত। এগুলো আবার স্বাস্থ্য সম্মত নয় কী-না।

কবিতায় অকবিতায় ভাষায় নির্ভাষে মূল‍্যস্ফীতির বিরুদ্ধে আমাদের অস্তিত্বের প্রতিবাদ ও ব্যাপক প্রতিরোধ গড়ে উঠুক। ভালো থাকবেন।

৩| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

করুণাধারা বলেছেন: নিরস কাব্য - তবু মনকে নাড়া দিল।

কয়েকদিন আগে এক তরুণের সাথে কথা হচ্ছিল। ফেসবুকে সে দেখেছে এক মেয়ে ভাত না খেতে পেয়ে আত্মহত্যা করেছে আর তাই নিয়ে ফেসবুকে আলোচনা চলছে। তরুনটি মহাবিরক্ত হয়েছিল মেয়েটির নির্বুদ্ধিতা দেখে, ভাত ছাড়া আরো কত মজাদার খাবার আছে সেসব খায়নি কেন তাই ভেবে।

আমরা কি ভাতের বদলে আলু খেয়ে বেঁচে থাকবো
ফ্রেন্চ-ফ্রাই বার্গার অথবা হট-ডগ..

খুব ভাল।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

ঋতো আহমেদ বলেছেন: ঘটনাটি শুনেছি। দূঃখজনক। তবে, আপনার মনকে যে নাড়া দিতে পেরেছে এই অকবিতাখানি তাতে একটু ভালো লাগছে।

৪| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬

সুমন কর বলেছেন: নিরস হলেও অর্থ আছে।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা। মূল‍্যস্ফীতি কবিতার রস‌ও হরণ করেছে। কী করবো বলুন।

৫| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন:




ভাল লাগলো লেখা । নির্মম পরিস্থিতি ।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

ঋতো আহমেদ বলেছেন: পড়েছেন জেনে ভালো লাগলো। হুম, আশ্চর্য মূল‍্যস্ফীতির হুল্লোড় লেগেছে এই দেশে।

৬| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫১

উম্মে সায়মা বলেছেন: কেউ উত্তর দেবেনা, দিতে পারবেনা ঋতো ভাই #:-S

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮

ঋতো আহমেদ বলেছেন: হুম, ঠিক বলেছেন। আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো আর নীরবে সয়ে যাবো যতক্ষণ না দেয়ালে পিঠ ঠেকে যায়।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৭

ভ্রমরের ডানা বলেছেন:


একদিন বাংলায় আপনার বিবেক অনেকের কাছেই অনুসরনীয় হবে!

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

ঋতো আহমেদ বলেছেন: একটু বেশি হয়ে গেল ভাই। তবে বুঝতে পারছি অনেক ভালো লেগেছে আপনার। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.