![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
(রি-পোস্ট)
কবে শেষ দেখেছিলে মনে নেই
শুধু মনে আছে বিদায় ছিল না কোনো- সমাপ্তিও না
খুব সাধারণ
প্রাত্যহিকের মতোই ছেড়ে গেছে চরাচর- তোমাদের
তারপর ছেয়ে গেছে মহাকাশ
অসংখ্য মেঘের কান্না
ভেসে গেছে হাজার দুয়ারী ঘর
হৃদয়ে নৈঃশব্দ বন্যা
হয়তো এমনই হয়- কারও কারও
জীবনের দামে জীবন বিকিয়ে গিয়ে
স্রোতে ও খরস্রোতায় যখন সে দাঁড়ায়
নেই তার অভিবাদন নেই কোনো প্রত্যাশার গান
কদাচিৎ সংযোগে পুরোনো বিচ্ছিন্ন বন্ধুতাই সম্বল
কথা তার তুলে রাখা স্মৃতি-
স্মৃতিময় পাতা
কবে শেষ দেখেছিলে পায়ের পেছনে পা-
পাএ পাএ চলে যাওয়া
মনে পড়ে কার
মনের ভেতরে আছে
মনের আকার
০৩.১০.২০১৬; উত্তরা
৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০১
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ওমেরা।
২| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ২:২৬
জাহিদ অনিক বলেছেন:
বাহ !
৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ২:২৭
জাহিদ অনিক বলেছেন: - আচ্ছা কবি, আপনার কোন কবিতাটা আপনাকে তৃপ্ত করেছিল শেষ ?
৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৪
ঋতো আহমেদ বলেছেন: হঠাত এই প্রশ্ন কেন ভাই। তৃপ্ত বলতে নিচের কবিতাটি লিখে যে সুখ হয়েছিল তাকে বলা যেতে পারে মনে হয়-
# সম্পূর্ণ অবিশ্বাস্য তুমি
দিনের পর দিন সম্পূর্ণ অবিশ্বাস্য হয়ে উঠছ তুমি
বিস্ময়কর তোমাকে রোধ করা আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠছে এখন
কি করব- কোথায় যাব- কার শরণাপন্ন হব
কিচ্ছু কিনারা করতে পারছি না আমি
কেবলই মনে হচ্ছে আমাকে বিপন্ন ও বিপর্যস্ত দেখে তোমার যে পৈশাচিক আনন্দ
তার উৎস যেন আমারই কোনও ভুলে
যদি একবার সেই পরিচ্ছন্ন মুখের এমন বদলে যাওয়া রূপ
আঁচ করতে পারতাম-
যুগান্তরের পর যখন অধীর আগ্রহে
আঁকছিলাম আমাদের একই পরিণতির ছক
যদি একবার তখনই পরখ করে নিতাম-
আজ আর এমন করে আপাদমস্তক
নিজেকে নির্বোধ ভাবতে হতো না
ভালোবাসার বহিঃপ্রকাশ বলতে শুধু বুঝতে হতো না
আগুন/কামনার দিন ও রাত্রির শুরু
প্রণয় ভেঙে বর্ষিত হতো না বিদ্বেষ
শরীরে শরীর ঠুকে যেখানে জাগবার কথা উত্তাল সমুদ্রের ঢেউ
সেখানে আজ মরুপ্রান্তর
ধূ ধূ বালি আর বালিয়াড়ি- হাতছানি- মরিচিকা-
যেন বাসনার বিরহ জ্বালায় ঝলসানো প্রেম আমাদের
জীবন জ্বালানো ভুল ছিল
যেন শুভংকর ও নন্দিনী ভুল কালিদাস ভুল
ইয়েটস এলিয়ট রিলকে
সবই ভুল
কেবল টেড আর প্লাথ প্লাবনের মত সর্বগ্রাসী হয়ে আসে
সমস্ত পরোয়া/দোহাই উপেক্ষা করে
এই শতাব্দীর প্রথম জীবন্মৃত প্রেম হিসেবে
ফিরে আসে আমাদের দেহে
নিজস্ব ছায়াপথের বিষন্ন নরকে উগরে দেয় বিষ
বিষাদে ঢেকে দেয় প্রাণ- শহর- বিচরিত মায়া
দিনের পর দিন সত্যি সম্পূর্ণ আলাদা করে ভাবতে হচ্ছে তোমাকে
শেষ কবে দেখেছিলে মনে নেই
কেননা এখন শুধু তাকাও কেবল
দ্যাখো না যে ভীষণ মেঘ করলে আকাশে জলের ঘণঘটা
হৃদয়ে নৈঃশব্দই বয়ে আনে তোমার
যাকে তুমি পরিবর্তনের পাথেয় বলে চিহ্নিত করেছিলে একদিন
পৃথিবীতে অকুণ্ঠ আলিঙ্গনে উর্বর করেছিলে যার প্রান্তর
তার প্রাচুর্য্য আর আলোকিত করে না তোমায় আজ
কিন্তু কেন
পরিকল্পিত পরিনতির এমন বদলে যাওয়াই কি চেয়েছিলে তুমি
আমি কি এতই সহজ- তুচ্ছ
নাকি বিস্ময় অন্য কোথাও অন্য কোনও আলোকবর্ষের ভাঁজ খুলে
আবারও বেরিয়ে আসতে বলছো আমায়
নতুন পৃথিবীর পথে
৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬
জাহিদ অনিক বলেছেন:
ধূ ধূ বালি আর বালিয়াড়ি- হাতছানি- মরিচিকা-
যেন বাসনার বিরহ জ্বালায় ঝলসানো প্রেম আমাদের দারুণ হাহাকার কবি।
এমনিতেই প্রশ্নটা করেছিলাম। সবার নিজের কাছে তার কোনটা ভালো লেখা সেটা পড়তে খুব মন চাইছিলো।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯
করুণাধারা বলেছেন: ধন্যবাদ রিপোস্ট করায়। এ কবিতাটি বার বার পড়া যায়- যদিও একটি টাইপো আছে। পাএ পাএ<পায়ে পায়ে
৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
ঋতো আহমেদ বলেছেন: ঠিক বলেছেন। পায়ে পায়ে। কিন্তু আমি পাএ পাএ ই লিখেছি। আপন খেয়াল বলতে পারেন।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১০
আকতার আর হোসাইন বলেছেন:
হয়তো এমনই হয়- কারও কারও
জীবনের দামে জীবন বিকিয়ে গিয়ে
স্রোতে ও খরস্রোতায় যখন সে দাঁড়ায়
নেই তার অভিবাদন নেই কোনো
প্রত্যাশার গান
অসাধারণ হয়েছে।। আপনার ফেসবুক আইডি পেতে পারি??
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই। ফেসবুক আইডি আমার নাম দিয়েই আছে ।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৯
ওমেরা বলেছেন: সুন্দর
!!!