নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কালিদাসের তিনটি কবিতা

০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৪


কালিদাস

হরিণের পলায়ন

যখন একটি দ্রুতগতির রথ তাকে অনুসরণ করে,
শৃঙ্খলার সাথে ঘাড় ঘুরিয়ে
পেছনে তাকায় সে আবার। আর—
ছুটে আসা তীরের আতঙ্কে,
তার কুঁজ ঢুকে যায় বুকের ভেতর:
উর্ধ্বশ্বাসে পালাতে গিয়ে, পথের উপর
রেখে যায় অর্ধ-দলিত ঘাসের চিহ্ন।
দ্যাখো, কীভাবে-যে উড়ে যায় বাতাসের ভেতর
মাটিকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে!


এমন নিষ্পাপ সরে-যাওয়া

যে মুহূর্তে আমার আঙুলগুলো তার কোমরের বিছা স্পর্শ করলো,
শিহরিত মেয়েটি আমার বিচরণশীল হাতের মধ্যে স্থির থাকলো;
আর, পরমুহূর্তে যখন আমার বুকের মধ্যে জাপটে ধরলাম,
দু’হাতে স্তন দু’টি আগলে বাধা দিলো সে; তারপর—
যখন আমি তার টানা-টানা-চোখের ওই চেহারার দিকে তাকিয়ে থাকলাম,
লজ্জা পেয়ে, চকিতে মুখ ঘুরিয়ে নিলো অন্য দিকে। আসলে—
এমন নিষ্পাপ সরে-যাওয়ায় সে গ্রহন করে নেয় আমার হৃদয়ের সমস্ত কামনা।


আশীর্বাদপুষ্ট ঘুম

আমাকে দয়া করো, হে আশীর্বাদপুষ্ট ঘুম।
প্রিয়তমা আমার, মিনতি করছি, আর একটিবার মাত্র
দেখা দাও আমাকে, মুহূর্তের জন্য কেবল।

যখন সে দেখা দেবে, তাকে বাহুডোরে বেঁধে ফেলবো আমি
যেন পালাতে না-পারে।
আর যদি পালায়ও, আমিও পালাবো তার সাথে।


জঘনকপলা

বউ

বৃষ্টি মুখর রাতে ফাঁকা রাস্তা বেয়ে ঝড়ো
বাতাস ছাড়া আর কিছুই আসে না এক গুরু-নিতম্বিনী
নারীর জন্য, যখন তার স্বামী রয়েছেন দূরে।



কর্ণোৎপলা

বাতি

যখন তার ব্লাউজ খুললাম,
আড়াআড়ি হাত রেখে মুহূর্তেই সে তার স্তন ঢেকে ফেললো।
আর যখন তার পাছা থেকে হ্যাঁচকা টানে ছায়া খুলে ফেললাম,
শক্ত করে চেপে বন্ধ রাখলো দুই উরু।
আমার দু’চোখ তখন আটকে ছিল তার গোপন জায়গাগুলোয়
আর সে বিব্রত হয়ে লজ্জায় যেন মরে যাচ্ছিল।
তারপর, আচমকা তার কানের পদ্ম ছুড়ে দিয়ে
নিভিয়ে দিলো ওই কম্পমান আলোর শিখা।

অনুবাদে: ঋতো আহমেদ
০১.০৪.২০২০
ছবি: ইন্টারনেট

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:৩২

আসোয়াদ লোদি বলেছেন: কালিদাস কবিতায় আদিরসাত্মক ভাব সৃষ্টিতে পারঙ্গম।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:৪০

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ লোদি ভাই। মন্তব্যে কৃতজ্ঞতা।

২| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৮:৫০

পদাতিক চৌধুরি বলেছেন:

চমৎকার । এছাড়া আর কি বলে কমেন্ট করবো ভেবে পাচ্ছি না।

ভালো থাকুন সুস্থ থাকুন।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:৪৩

ঋতো আহমেদ বলেছেন: এখনও সুস্থ আছি দাদা। ৫ এপ্রিল অফিস খুলবে। তখন কী করবো ভাবছি।

৩| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: বাহ!!!
খুব সুন্দর।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:৪৪

ঋতো আহমেদ বলেছেন: কোনটা!

৪| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

সাইন বোর্ড বলেছেন: এক কথায় পড়ে মুগ্ধ হলাম, কিন্তু সেকালের কবিতায়ও এত সহজ সরল বর্ণনা দেখে কিছুটা অবাক হচ্ছি, যেখানে গুরুগম্বীর শব্দের কোন বাহুল্যতা নেই ।

০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:৪৭

ঋতো আহমেদ বলেছেন: গুরুগম্ভীর শব্দ আমার পছন্দ নয় তেমন। যতোটা সম্ভব সহজ ভাষা আর শব্দ ব্যবহার করতে চেয়েছি। মন্তব্যে কৃতজ্ঞতা। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

৫| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৬

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই

৬| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১:৩২

নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর লিখনশৈলি ।

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৭

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ আলি ভাই। মন্তব্যে কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.