নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও ন্যায়ের পথে অবিচল আস্থায় পথ চলা

রুবেল ১৯৮৪

প্রমাণ্যচিত্র নির্মাতা

রুবেল ১৯৮৪ › বিস্তারিত পোস্টঃ

বিচার চাই

২৩ শে মার্চ, ২০২২ সকাল ৯:৪৪

বাংলা গানের কথা
শিরোনামঃ বিচার চাই
কন্ঠঃ ফকির লাল মিয়া
কথাঃ ফকির লাল মিয়া
--------------------------------------------------------------------
সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই,
ভালা মানুষের ভাত নাই, আদালতে আইন নাই,
কোটকাছারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?

স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই,
দেশ প্রেমিকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই,
এই দেশেতে ঠাই নাই, এই দেশেতে মানুষ থাকলে
মুজিব হত্যার বিচার চাই।

একাত্তরের দালালরা হুঁশিয়ার সাবধান
অস্ত্র থাকে কাপুরুষের, লাল বাহিনির র‍্যাপ গান
ধর্মের নামে ধান্দাবাজি এই শালারা বেঈমান
মূর্খ মানব মন্ত্রী হইছে, লাত্থি মাইরা চেয়ার ভাঙ
রাজনীতিতে রাজা হইস রক্ত হাতে মুসলমান
ফকির লাল সালিশ ডাকছে, আল বদরগো ডাইকা আন
স্বাধীন দেশে বুমা মারে মারবার আগে আরেকবার
গুথাম সাতের খুলা আগায় লালের বুকে বুমা মার
দেলু দালাল দাড়ি রাখলে মানুষ কিন্তু বদলে না
মুসলমানের বাচ্চা আমরা, আল্লাহ রাসুল শিখাইস না
ভাইরা আমার রক্ত দিছি এই কথাটা ভুলিস না
সরকার খেলে কানামাছি, চোখে দালাল দেখে না
কিয়ামতের ময়দানেও লালে তগো ছারব না
বাংলা র‍্যাপের বন্দুক হাতে খুদার কসম বাঁচবি না
ভুলতো করে সবাই কিন্তু কিছু ভুলের মাফ নাই
ভাইরা আমার জীবন দিছে এই বদরগো বিচার চাই

সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই,
ভালা মানুষের ভাত নাই, আদালতে আইন নাই,
কোটকাছারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?

স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই,
দেশ প্রেমিকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই,
এই দেশেতে ঠাই নাই, এই দেশেতে মানুষ থাকলে
মুজিব হত্যার বিচার চাই।

শহিদ জিয়া স্মৃতি স্বরুপ কিছু কথা লিখতে চাই
হঠাৎ কইরা কিযে হইল কাগজ আছে কলম নাই
পচাত্তুরের মীরজাফর বাঙ্গালীরা ভুলে নাই
কলম হাতে ঠিকি লালের, বাইচা গেছ লেখে নাই
হুমকি দিয়া কি লাভ মিয়া, ফকিরের আর কিসের ভয়
রক্ত হাতে চশমা চোখে খুনি কেমনে শহিদ হয়?
চামচিকারে বাংলাদেশে কে বানাইল মাতব্বর
লাল সবুজে শরীল ঢাকা সব শালারা মীরজাফর
জয় জয় পাকিস্তান জয় জয় মুসলমান
দালালরা সব ঐক্যজোটে দেশ বানাইছে গোরস্তান
ষড়যন্ত্রের স্বীকার কিন্তু বঙ্গবন্ধু মরে নাই
মার্চ মাসের ভাষণ আমি ঘুমে থাইকা শুনতে পাই
থানা পুলিশ ডাইকা আনো খুনখারাবি করতে চাই
বঙ্গবন্ধু বাইচা আছে, বাঙ্গালীরা বাইচা নাই
শেখ হাসিনার দলে আমি ভর্তি হইতে আসি নাই
আমি একজন বাংলাদেশি মুজিব হত্যার বিচার চাই।

সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই,
ভালা মানুষের ভাত নাই, আদালতে আইন নাই,
কোটকাছারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?

স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই,
দেশ প্রেমিকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই,
এই দেশেতে ঠাই নাই, এই দেশেতে মানুষ থাকলে
মুজিব হত্যার বিচার চাই।

কলম হাতে ফকির লালের আজকে যদি মৃত্যু হয়
আমার খাতায় জীবন যুদ্ধের এটাই সবচেয়ে বড় জয়
কথার দিছো দুকান খুইলা আমার কওয়ার আছে কি
ইচ্ছা মত দেশ চালাইলে গনতন্ত্রের দরকার কি
মাইরা ধইরা আছে যা সব খা, তাতে আমার কি
চাউলের কেজি তিরিশ টাকা দিন মজুরে খাইব কি
কৃষক শ্রমিক উপোষ থাকলে স্বাধীনতার মুল্য কি
তোমার ভাই আমার ভাই ফাইজলামির আর সীমা নাই
সব ভাইরেরই দেখা আছে কুনু ভাইরে বিশ্বাস নাই
বন্দুক নিয়া ঘুরলে কি লাভ গুল্লি যদি ফুটে না
পুলিশ থাইকা দেশে কি লাভ দাকাত যদি ধরে না
লালের যত মাথাব্যথা আর কি দেশে মানুষ নাই?
সালাম রফিক রক্ত দিছে রাষ্ট্র ভাষা বাংলা চাই
ওদের স্বপ্ন সফল হওয়ায় আমার কুনু কষ্ট নাই
মতিউরের জাহাজ ভাঙছে স্বপ্ন কিন্তু ভাঙে নাই
আজকে দেশে মানুষ আছে একটা খালি প্রেমিক নাই

সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই,
ভালা মানুষের ভাত নাই, আদালতে আইন নাই,
কোটকাছারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?

স্বাধীনতার দাম নাই, মুক্তিযোদ্ধার মান নাই,
দেশ প্রেমিকে চাইয়া দেখে এই দেশেতে উপায় নাই,
এই দেশেতে ঠাই নাই, এই দেশেতে মানুষ থাকলে
মুজিব হত্যার বিচার চাই।

সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই,
ভালা মানুষের ভাত নাই, আদালতে আইন নাই,
কোটকাছারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই
এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে
মানুষের কি চোখ নাই?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কথাগুলো দুর্দান্ত।

২| ২৩ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: বিচার চাইছেন, বিচার পাবেন। কেয়ামতের পর রোজ হাশরের ময়দানে বিচার পাবেন। তবে দুনিয়াতে কোনো বিচার পাবেন না। তাদের বিচার চাইলে তাঁরা বরং আপনার বিচার করে দিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.