নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশী বংশদ্ভুত বিদেশী রাজনৈতিকদের নিয়ে কেন এতো লাফালাফি?

২৫ শে মে, ২০১৮ রাত ১১:১৩

মানুষ যখন হীনমন্যতায় ভোগে, যখন কোন ব্যাক্তিগত অর্জন থাকেনা এবং নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বসে তখন অপরের সাফল্য প্রচার করে আত্বতৃপ্তি লাভ করতে চায়, যেমনে ফেসবুক খুললেই দেখি আমার জেলার মেয়ে ইউনিয়নের ছেলে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে হেন তেন।

যে লন্ডন আমেরিকা বা কানাডায় কাউন্সিলর, মেয়র বা এমপি হয়েছে এটা তার ব্যক্তিগত সাফল্য, এর জন্য অবশ্যই তার প্রশংসা করা উচিত। কিন্তু এ নিয়ে আমাদের রীতিমত উৎসব করার তো কোন কারণ দেখিনা, সবচেয়ে যে বিষয়টা খারাপ লাগে তা হচ্ছে এখানে আঞ্চলিকতার প্রাধান্য দেওয়া,অমুক জেলার মেয়ে/ছেলে,বাংলাদেশী অরিজিন বলাটাই কি যথেষ্ট নয়?

যে এমপি হয়েছে বা কাউন্সিলর হয়েছে এটা তার ব্যক্তিগত সাফল্য, এখানে আপনার গ্রামের,ইউনিয়নের,বা জেলার কোন সাফল্য নাই, কারন তার সাফল্যের পেছনে আপনার গ্রামের বা ইউনিয়নের বা জেলার কোন ভূমিকা নাই, কারন সে আপনার দেশের নাগরিক নয়। তার অরিজিন এ দেশ, এ ছাড়া সে এদেশের আর কিছু বহন করেনা।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার লেখা প্রফেসর নামক একটা গল্প আছে। আমি ভেবেছিলাম প্রফেসর সাহেব নামে একটি নিক খুলবো B-) পরে খুলিনি।
গল্পটি জনপ্রিয়তা পেয়েছিলো, পড়ে দেখতে পারেন।
view this link

২৬ শে মে, ২০১৮ রাত ৮:৫৩

প্রফেসর সাহেব বলেছেন: আমি যে ৪ বছর আগে খুলে বসে আছি

২| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার বক্তব্যের সাথে একমত

২৬ শে মে, ২০১৮ রাত ৮:৫৯

প্রফেসর সাহেব বলেছেন: সহমত পোষনের জন্য ধন্যবাদ

৩| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:৫০

ইব্‌রাহীম আই কে বলেছেন: মানুষ যখন হীনমন্যতায় ভুগে তখন অপরের সাফল্য প্রচার করে আত্মতৃপ্তি লাভ করতে চায়।

আমাকে যদি নিজের মতামত প্রকাশ করার স্বাধীনতা দেওয়া হয় তবে আমি বলবঃমানুষ যখন হীনমন্যতায় ভুগে, নিজের দ্বারা যে কিছুই হবেনা যখন এ ব্যাপারটায় সে নিশ্চিত হয়ে যায় তখন তার মধ্যে অপরের পা চাটা স্বভাবের বৈশিষ্ট্যের প্রতিফলন লক্ষ্য করা যায়। একটু ভদ্র ভাবে বললে বলতে হবে অপরের দাস হয়ে নিজের মনের খোরাক পূর্ণ করে। ব্যাপারটা বলতে গেলে এমনঃ মনিবের ছেলে-মেয়ে বা কোন আত্মীয়স্বজন নেই। মনিব মারা গেলে সম্পত্তি তার(দাসের)।

প্রফেসর সাহেব, ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২৬ শে মে, ২০১৮ রাত ৯:০১

প্রফেসর সাহেব বলেছেন: বক্তব্যের সাথে একমত, অবশ্যই ঘুরে আসবো

৪| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:৪৭

অর্থনীতিবিদ বলেছেন: আপনার কথার মধ্যে যুক্তি আছে।

২৬ শে মে, ২০১৮ রাত ৯:০১

প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ

৫| ২৬ শে মে, ২০১৮ রাত ২:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গিয়াস উদ্দিন লিটনের ব্লগে যখন প্রবাসে গুণী বাংলাদেশীদের নিয়ে লিখতেন তখন আমি মন্তব্য করেছিলাম - যারা ওখানে জন্ম বা বেড়ে ওঠে ওখানের পরিবেশে থেকে সাফল্য পায় তাদের নিয়ে আমাদের গর্বিত হওয়ার কিছু নেই...

২৬ শে মে, ২০১৮ রাত ৯:০১

প্রফেসর সাহেব বলেছেন: একমত

৬| ২৬ শে মে, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: সহমত।

২৬ শে মে, ২০১৮ রাত ৯:০২

প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ

৭| ২৬ শে মে, ২০১৮ সকাল ১০:৪৭

একদম_ঠোঁটকাটা বলেছেন: তাহারা যদি উন্নত দেশগুলিতে লবি করে, বাংলাদেশের জন্য কোন প্রোজেক্ট, অর্থসাহায্য নিয়ে আস্তে পারে তাহলে তাদের স্বাগত জানানো উচিৎ ।

http://www.somewhereinblog.net/blog/endomthotkata/30241622

২৬ শে মে, ২০১৮ রাত ৯:০২

প্রফেসর সাহেব বলেছেন: একমত

৮| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৪৯

সাইন বোর্ড বলেছেন: এটা হওয়ার কারন হতে পারে, এ দেশে যেটা হওয়ার সম্ভাবনা কম ছিল সেটা ওখানে হতে পেরেছেন ।

২৬ শে মে, ২০১৮ রাত ৯:০৩

প্রফেসর সাহেব বলেছেন: হতে পারে, মন্তব্যের জন্য ধন্যবাদ

৯| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৫১

বিজন রয় বলেছেন: হাবা-গোবারা একটু আন্দাজে চিৎকার করে আর কি!

২৬ শে মে, ২০১৮ রাত ৯:০৩

প্রফেসর সাহেব বলেছেন: হ্যা।ধন্যবাদ

১০| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিলিভ ইট অর নট আমাদের স্থানীয় এম পি এক সময় রিকশা চালাতেন।
কিছু রিকশাওয়ালা বিষয়টা নিয়ে গর্ববোধ করেন, আবার কিছু অংশ এ নিয়ে হাসাহাসি করে। এখানে কোন পক্ষকে আপনি হীনমন্যতা দোষে দুষ্ট করবেন?
সব রিকশাওয়ালা কি চাইলে এমপি হতে পারবে?
কিংবা বাংলাদেশের সব মানুষ কি হতে পারবে, নাসার বিজ্ঞানী ড.আতিক উজ জামান, মিজ আয়ারল্যান্ড প্রিয়তি,প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা ড. এন নীনা আহমাদ, জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল আমিরা হক ,কাতার আমিরের উপদেষ্টা ডক্টর হাবিবুর রহমান, কিংবা কৃত্রিম কিডনি আবিষ্কারক বিজ্ঞানী ড. শুভ রায় ? হতে যদি নাই পারে অন্তত ইনারা আমাদের দেশের মানুষ কিংবা অরিজিন এই নিয়ে গর্ব করাটা কি হীনমন্যতার পর্যায়ে পড়ে?

২৬ শে মে, ২০১৮ রাত ৯:০৫

প্রফেসর সাহেব বলেছেন: উনারা যা হয়েছেন সেটার জন্য উনারা প্রশংসার দাবিদার,এবং ব্যাপারটাকে এই প্রশংসা পর্যন্তই রেখে দেওয়া উচিত।

১১| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:০৫

ঢাবিয়ান বলেছেন: মানুষ হীন্যমনতায় ভুগছে না। ভুগছেন আপনি। শুধু হীন্যমনতা নয় একেবারে হিংসা জ্বলে পুড়ে মরছেন। :-0

২৬ শে মে, ২০১৮ রাত ৯:০৬

প্রফেসর সাহেব বলেছেন: ভালো বলেছেন,মন্তব্যের জন্য ধন্যবাদ

১২| ২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৫২

হাঙ্গামা বলেছেন: কথা সত্য।
যাদের নিয়ে এই লাফ ঝাপ দেয়া হয় তাদের ঐ যায়গার পৌছানোর পেছনে আমার বা আমাদের দেশের যেমন ভুমিকা নাই তেমনি বাংলাদেশের কোন বিষয়ে ও তাদের কোন ভুমিকা নাই। শুধু বাংলাদেশী বংশদ্ভুত এইটা নিয়াই আমরা কেউ কেউ আত্মশ্লাঘা লাভ করতে চাই। এতে তার বা দেশের কারোই কিছু যায় আসে না। তাহলে কেন এই লম্ফঝম্ফ?

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

প্রফেসর সাহেব বলেছেন: আমারো একই প্রশ্ন, মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.