নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

মার্টিনেজের বাংলাদেশ সফর

০৬ ই জুলাই, ২০২৩ রাত ১:৫৭

মার্টিনেজের সাথে যারা দেখা করতে পারে নাই তাদের দেখা করতে না পারার জন্য যারা দেখা করতে পেরেছে তাদেরকে দায়ী করা বামপন্থীদের চিন্তাধারা, এই চিন্তাধারায় আমি একমত না।

আমি খাইতে পারতেছি না, এখন এই না খাইতে পারার পেছনে যারা খাইতে পারতেছে তারা কেনো দায়ী হবে?

এখন দায় তাইলে কার? দায় চাপানো আমার স্বভাববিরুদ্ধ, তারপরও কাউকে দায়ী করতে হলে করবো বাফুফেকে, তারা আয়োজকদের থেকে ফুটবলারদের জন্য একটা সময় চেয়ে নিতে পারতো


সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, মার্টিনেজ আসবে জেনে আগে থেকেই যারা তার সাথে দেখা করার বন্দবস্ত করে রেখেছিলো তারাই ফিটেস্ট। তারা নিজ যোগ্যতাবলেই দেখা করেছে, এখন এই যোগ্যতা হচ্ছে টাকা ক্ষমতা বা মামা চাচার জোর।


জামাল ভূঁইয়ার দেখা করতে যাওয়া এবং তাকে দেখা করতে দেওয়া হবে এই আশা রাখাটাও ঠিক আছে, এবং তাকে দেখা করতে না দেওয়াটা অন্যায় হয়েছে ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২৩ সকাল ৭:২৭

সোহানী বলেছেন: ৮১০ বার পঠিত কিন্তু কোন মন্তব্য নেই। তাই মন্তব্য করতে ঢুকলাম। ;)

জামাল সাহেব দেখা করলেই বা কি হতো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২| ০৬ ই জুলাই, ২০২৩ সকাল ৮:৫১

ধুলো মেঘ বলেছেন: আর মার্টিনেজ মালটাই বা কেমন? যে দেশে আসছে, সেই দেশের ফুটবল টিমের সাথে একটু মোলাকাত না করেই চলে গেল?

৩| ০৬ ই জুলাই, ২০২৩ সকাল ১১:০২

বিজন রয় বলেছেন: খেলার ভিতরে রাজনীতি আছে, থাকবে।

৪| ০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:০১

কিরকুট বলেছেন: আপনি বলতে পারবেন জামাল ভূইয়া এই পর্যন্ত কয়টা ম্যাচ খেলেছে ? তার ক্লাব ম্যাচে কয়টা গোল আছে ? গুগল না করে বলতে হবে। যদি পারেন আপনাকে নমস্কার আর যদি না পারেন এই পোষ্ট বৃথা ।

৫| ০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: মার্টিনেজ লোকোটা নীতিবান নয়।

নীতিবান হলে সে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের সাথে দেখা করতো। ঘুরে ঘুরে ২/১ স্টেডিয়াম দেখতো।

৬| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ১১:৫৯

আমি সাজিদ বলেছেন: কলকাতায় তো সে রোড শো করেছে। আমাদের দেশে হল না কেন এর পেছনে আমাদের আয়োজকদের দোষই বেশী। বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা নিয়ে চলে গেল সে। ব্যান্ড শো থেকে খেলার মাঠ সব জায়গায় আমাদের মাননীয় আইসিটি প্রতিমন্ত্রীকে কেন দেখা যায়, এটাও আমার জিজ্ঞাসা।

৭| ০৭ ই জুলাই, ২০২৩ রাত ১২:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ১১ ঘন্টার সফরে এসে পুরো সময়টাই বন্দীর মতো। অথচ জিদান যখন এসেছিলেন, মাঠে বাচ্চাদের সঙ্গে খেলেছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.