নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

মানুষ কি চায়?

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৮



লাকার ডিজায়ার থিওরি নিয়া সলিমুল্লাহ স্যার একটা স্টেটাস দিয়েছিলেন, সেখানে কমেন্ট করছিলাম, সেই কমেন্টটাই আপনাদের জন্য শেয়ার দিলাম।

বাচ্চা কাদলে মা মুখে স্তন দেয়, মা ভাবে সে খেতে চাচ্ছে, বাচ্চা পিঠে চুলকালেও কাদতে পারে, কিন্তু মা বাচ্চার চাওয়া জানে না। এখানে মা চাচ্ছে বাচ্চাকে দুধ খাওয়াতে তাই বাচ্চা দুধ খাচ্ছে, মায়ের চাওয়াই এখন বাচ্চার চাওয়া হয়ে গেছে। বাচ্চা ভাবতেছে আমার পিঠ চুলকায়, মা পিঠ চুলকাইয়া না দিয়া আর আমারে দুধ খাওয়ায় কেন? মা চায় টা কি? আর মা ভাবতেছে দুধ খাওয়াইলাম ন্যাপিও ভেজা না তারপরেও হারামজাদা কান্দে ক্যান, হারামজাদাটা চায় কি আসলে?

পর/অপর বা লাকার ভাষার Other আসলে কি চায় আমরা জানিনা, মানুষের চাওয়াটা হইতেছে (আপনার ভাষায়) তার মা বা বাবার (other বা Other এর) চাওয়াটা কি সেটা খুজার কনসটেন্স প্রসেস। ঘুইরা ফিইরা ফ্যান্টাসি ।

মানুষ চায় ফ্যান্টাসি, আনরিয়েলিস্টিক ফ্যান্টাসি , যেই মূহুর্তে আমরা যা চাই তা পেয়ে যাই সেই মূহুর্তেই আর সেটা চাই না, সেটার প্রতি আগ্রহ থাকে না। Desire must have it's "object" perpetually absent, নইলে মজা নাই।

আমরা আসলে মিলিয়নিয়ার হতে চাই না, মিলিয়নিয়ার হতে চাওয়ার যে অনুভূতি বা ফ্যান্টাসি আছে সেটা চাই, যদি মিলিওনিয়ারই হতে চাইতাম তাহলে মিলিয়নিয়ার হওয়ার পর বিলিয়নিয়ার হতে চাই কেনো? এখন বলবেন আমরা আসলে বিলিয়নিয়ার হতে চাই, তাইলে বিলিয়নিয়ার হওয়ার পর ট্রিলিয়নিয়ার হতে চাই কেনো? আসলে আমরা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার কোনোটাই হতে চাই না।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩২

সোনাগাজী বলেছেন:



আপনার শিক্ষাদীক্ষা আছে, থাকেন বাংলাদেশে, ফরাসী ভাষায় কথা বলেন না; আপনি কি দেখছেন, কি বুঝতেছেন, উহা লেখেন; সলিমুল্লাহ স্যার উনার মতো দেখুক, লিখুক।

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫০

প্রফেসর সাহেব বলেছেন: আমি বাংলাদেশে থাকি বা ফরাসিভাষায় কথা বলি না সেটা আপনাকে কে বলছে?

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৩

সোনাগাজী বলেছেন:



আপনার লেখা বলেছে।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩৬

কামাল১৮ বলেছেন: মানুষ বাঁচতে চায়।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০০

নতুন বলেছেন: কথা ঠিক বলেছেন।

এজন মানুষের ব্যক্তিগত দরকার খুব বেশি না।

কিন্তু ঐ ফ্যান্টাসী পুরনের জন্যেই মানুষ সারা জীবন দৌড়ে বেড়ায়।

যেমন আমার মাথায় কয়েকটা প্রজেক্ট সব সময়ই ঘোরে.... নতুন কিছু নিয়ে ভাবার না থাকলেই আমি অস্থির হয়ে যাই।

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৫

প্রফেসর সাহেব বলেছেন: এই ফ্যান্টাসি থাকাটা দরকার, যখন ফ্যান্টাসি থাকে না তখন মানুষ গলায় দড়ি দেয়।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: সলিমুল্লাহ খানের সমস্যা আছে।

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৪

প্রফেসর সাহেব বলেছেন: কি সমস্যা বলেন।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: যে জিনিস সহজে পাওয়া যায় সেটা আর ভালো লাগে না। নতুন কিছুর প্রয়োজন অনুভব করি আমরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.