![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
আমার প্রতিবেশী কদু মিয়া ফেসবুকে আমারে গালি দিলে আমার তেমন ক্ষতি হবে না, লাভও হবে না। কিন্তু এলন মাস্ক আমারে গালি দিয়া টুইট করলে আমার লাভ আর লাভ।
কদু মিয়া আমারে গালি দিলে আমি না দেখার ভান করবো, রিপ্লাই দেবোই না, কত কদু মিয়া আমারে উদ্যেশ্য কইরা লেখে কিন্তু আমি এদেরকে গোনায়ই ধরি না, কিন্তু এলন মাস্করে রিটুইটে 'টেসলা গাড়ির ব্যাটারি ভালা না' ' জন্মনিয়ন্ত্রণ কর ব্যাটা' বা 'Amber Heard খুব ভালো মেয়ে' লিখবো, চ বর্গীয় গালিও দিতে পারি।
কদু মিয়ারে শত্রু বানাইয়া লাভ নাই, এলন মাস্করে বানাইয়া লাভ আছে। আবার আমি যদি আম্রিকায় বড় ব্যবসায়ী হইতাম তাইলে এলন মাস্করে শত্রু বানাইতাম না, তখন লস হইতো।
২। এক সমন্বয়ক জিয়াউর রহমানের নামে কি জানি কইছে, এখন বিএনপির কি করা উচিৎ? বিএনপির কি উচিৎ তারে কাউন্টার দেওয়া? না-কি ইগনোর করা? আমার মতে ইগনোর করা।
সমন্বয়কটা হইছে কদু মিয়া, বিএনপি এরে রিপ্লাই দিলে বিএনপি কদু মিয়ার লেভেলে নাইমা যাইবো। বিএনপির উচিৎ এলন মাস্কের লেভেলে থাকা। কদু মিয়া কিছুদিন বকবক কইরা ক্লান্ত হইয়া যাইবো।
আমি তো বিএনপির কত সমালোচনা করছি, বিএনপি কি আমারে রিপ্লাই দিছে? না। কেনো দেয়নাই? কারণ তারা আমার লেখা দেখেনাই এবং আমি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেউ না। যদি রিপ্লাই দিতো তাইলে গুরুত্বপূর্ণ হইয়া উঠতাম। সমন্বয়কটারে রিপ্লাই দিয়া গুরুত্বপূর্ণ বানানো যাবে না। এটা একটা ট্রাপ, ট্রাপে পা দেওয়া যাবে না।
তসলিমা নাসরিনের মতো কদু মিয়ারে মোল্লারা রিপ্লাই দিয়া সেলেব্রিটি বানায় দিছে, তার মাথার দাম নির্ধারণ কইরা মোছাম্মত জরিনা থেকে তারে মিস জেরিন বানায় দিছে।
৩।
'beef' মানে শুধু গরুর মাংস না, স্লাং ভাষায় বিফ মানে প্রতিদ্বন্দ্বিতা, প্রবলেম বা আর্গুমেন্টও বুঝায়। সহজ করে বললে দুই ব্যক্তির মধ্যে কথা চালাচালি বা একজনের আরেকজনের নিন্দা করাকে বিফ বলে।
সেলেব্রিটিদের মধ্যে হরহামেশা বিফ চলে, টুপাক বনাম বিগি থেকে শুরু করে বর্তমানের ড্রেইক বনাম কেন্ড্রিক লামাররদের বিফ তো ব্যপক জমজমাট।
নিকি মিনাজ 'yes i do the cooking, yes i do the cleanig' গাইছিলো, কার্ডি বি কাউন্টার গাইছে 'i don’t cook, i don't clean, but let me tell you how i got the ring'। তাদের বিফও জমজমাট।
বিফ খারাপ না, ভালো মার্কেটিং স্ট্রাটেজি। তো সেলেব্রিটিরা সাধারণত তাদের নিজেদের লেভেলের কারো সাথে বিফে যায়, লেভেলের বিস্তর ফারাক আছে এরকম কারো সাথে তারা বিফে যায় না।
বিএনপির উচিৎ লেভেল বুঝে বিফে যাওয়া।
২| ২২ শে মার্চ, ২০২৫ রাত ৮:২২
কামাল১৮ বলেছেন: জিয়াউর রহমানের রাজনীতিতে যাদু মিয়ার অবদান অনেক।
৩| ২২ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫৫
জ্যাক স্মিথ বলেছেন: সবার কথায় পাত্তা দিতে নেই, আর পাত্তা না দেয়া'ই হচ্ছে সবচেয়ে বড় প্রতিশোধ।
৪| ২৬ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:০৮
সৈয়দ কুতুব বলেছেন: ভালো বলেছেন।