নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

এনসিপির রাজনৈতিক এজেন্ডা কি?

০৩ রা মে, ২০২৫ রাত ১২:০৫



গত ১৬ বছর বিএনপির আন্দোলনে সাধারণ মানুষ কেনো যেতো না? কেনো বিএনপির হরতাল কেউ মানতো না? কারণ বিএনপি জনবিচ্ছিন্ন ছিলো।

জনগণের দাবিতে বিএনপি মিছিল করতো না, হরতাল দিতো না। দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে তাদের মাথাব্যথা ছিলো না, শেয়ার বাজার কেলেংকারির প্রতিবাদ জানিয়ে তারা একদিন হরতাল ডাকেনি, এস আলম যে ব্যাংক সব গিলে ফেলছে এর প্রতিবাদে একদিন অবরোধ ডাকেনি।

তাদের মিছিল আর হরতাল হতো শুধু তত্ত্বাবধায়ক সরকার আর খালেদা জিয়ার মুক্তির দাবিতে। গত ১৬ বছর এই দুইটাই ছিলো তাদের একমাত্র রাজনৈতিক এজেন্ডা।

তারা সাধারণ মানুষের দাবী নিয়ে মাঠে নামেনাই, তাই সাধারণ মানুষও তাদের ডাকে মাঠে নামেনাই।

এই একই পথে হাটছে এনসিপি, এরাও দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কেনো? কারণ সাধারণের দাবীর প্রতি তাদের কোনো আগ্রহ নাই। তাদের একমাত্র এজেন্ডা আওয়ামিলীগ নিষিদ্ধকরণ।

জিনিসপত্রের দাম বাড়ছে, শেয়ার বাজার খালি হয়ে যাচ্ছে, লুটপাটের মহোৎসব চলছে, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। এত্তসব ইস্যু রেখে তারা এমন একটা ইস্যু নিয়ে পড়ে আছে যা নিয়ে দেশের সিংহভাগ জনগণের কোন মাথাব্যথা নাই।

জনগণ বুঝতে পারছে যে এনসিপি নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে লীগকে নিষিদ্ধ করতে চায়। কারণ এদেশে লীগ থাকলে এনসিপির অস্তিত্ব থাকবে না। তাই তাদের সার্ভাইভালের জন্য লীগকে নিষিদ্ধ করতে হবে। লীগ এনসিপির জন্য হুমকি স্বরূপ। কিন্তু লীগ সাধারণ জনগণের জন্য হুমকিস্বরূপ না।

লীগ নিষিদ্ধকরণ তাদের একমাত্র এজেন্ডা হয়ে যাওয়ায় জনগণ এই দলকেও বয়কট করবে, এদের ডাকে কেউ আসবে না, এখনো আসে না, ভাড়া করে আনতে হয়। কয়েকদিন পর ভাড়ায়ও কেউ আসবে না, এভাবে আস্তে আস্তে এনসিপি যমুনাতে ঢুকে যাবে।

কোনো রাজনৈতিক দলের একমাত্র এজেন্ডা যদি হয় আরেকটা দলের নিষিদ্ধকরণ তাহলে বুঝতে হবে সে দলের হাতে জনকল্যাণমুখী কোনো এজেন্ডা নাই বা তা বাস্তবায়নে তারা সক্ষম না, তাই তারা মাঠে ঠিকে থাকতে কোনোরকমে একটা এজেন্ডা আঁকড়ে ধরে আছে যেভাবে সাতার না জানা ডুবন্ত মানুষ খড়কুটো যা পায় আঁকড়ে ধরে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২৫ রাত ১২:০৮

কিরকুট বলেছেন: আগামীর ধোলাই থেকে বাচন। এরা জামাত শিবিরের ডি টিম

২| ০৩ রা মে, ২০২৫ রাত ১২:১১

যামিনী সুধা বলেছেন:



এরা আমেরিকার ক্যু'এর সময় ভাড়াড়ে জল্লাদ ছিলো; আমেরিকা এদেরকে বুঝে।

৩| ০৩ রা মে, ২০২৫ রাত ১২:২৬

সৈয়দ কুতুব বলেছেন: এনসিপি কারো সাথে জোটে যাবে।

৪| ০৩ রা মে, ২০২৫ সকাল ৮:৪৭

আমি নই বলেছেন: এত তারাতারি তাদের দল গঠন করাই উচিৎ হয় নাই। সকল বিচার এবং সংস্কার শেষ হয়ে যাওয়ার পর তাদের দল গঠন করা লাগত।

সাধারন মানুষ এখন তাদের বিম্পি, আম্লিগের কাতারে ফেলেই বিবেচনা করবে সুতরাং বিম্পি, আম্লিগের মত মানুষ তাদের ডাকেও আর বের হবেনা।

৫| ০৩ রা মে, ২০২৫ সকাল ৯:২৫

Sulaiman hossain বলেছেন: এত সহজ না রাজনীতি করা,বহু অভিজ্ঞতার দরকার আছে, এদের কোনো অভিজ্ঞতা নাই,ভালো হত কোনো বড় দলের সাথে জোট বাঁধলে

৬| ০৩ রা মে, ২০২৫ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: এনসিপি আসলে জামাতের শাখা।
এরা জামাতের কথা মতো কাজ করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.