নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল মনের সরল কথা

রুবন্স

একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মতামত উপস্থাপনকারী একজন সাধারন প্রজা ।

রুবন্স › বিস্তারিত পোস্টঃ

সুইস ব্যাংকের আদলে ‘সুইস তথ্যাগার

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২১

গোপন অর্থ লিুকানোর জন্য বিশ্বব্যাপি পরিচিত একটি নাম হলো সুইচ ব্যাংক । আর এই সুইচ ব্যাংকের আদলে নির্মিত হয়েছে সুইস তথ্যাগার। এবার আপনার গোপন ও দরকারী তথ্যগুলোিএবার নিরাপদে মজুদ করে রাখতে পারবেন আল্পস পর্বতমালার ভূগর্ভস্থ বাঙ্কারে অবস্থিত তথ্যাগারটিতে।তথ্যভাণ্ডারটি নির্মিত হয়েছে সুইজারল্যান্ডের আটিংহাউজেন নামক একটি গ্রামে৷ আর এর অবস্থান অল্পস পর্বতচূড়ার প্রায় ১০০০ মিটার নীচে।



১৫ হাজার বর্গমিটার আয়তনের এই তথ্য ভাণ্ডারে প্রবেশ করতে একজনকে প্রথমে তার পরিচয়পত্র হস্তান্তর করতে হয়৷ তারপর যেতে হয় বায়োমেট্রিক স্ক্যানের ভেতর দিয়ে৷ এখানেই শেষ নয়৷ এরপরও রয়েছে হাইপার-সেনসিটিভ নিরাপত্তা পোর্টালের ভেতর দিয়ে গমন এবং ইস্পাতের ঐ দরজা ঠেলে ভেতরে প্রবেশ৷



পাহাড়ের ২০০ মিটার ভেতরে এবং পর্বতচূড়ার ১০০০ মিটার নীচে এটির অবস্থান৷ ২০১১ সাল থেকে এখানে তথ্য মজুদ রাখা হয়৷ সেখানকার মেশিনগুলো গ্রাহকদের অবিরাম তথ্য সংগ্রহ এবং জমা করে যাচ্ছে৷ তবে কত অর্থের বিনিময়ে এটা জানা যায়নি৷ বিদ্যুৎ চলে গেলে, ভূমিকম্প, সন্ত্রাসী হামলা কোনোভাবেই তথ্য হারিয়ে যাওয়ার ভয় নেই এখানেগোপন অর্থ লিুকানোর জন্য বিশ্বব্যাপি পরিচিত একটি নাম হলো সুইচ ব্যাংক । আর এই সুইচ ব্যাংকের আদলে নির্মিত হয়েছে সুইস তথ্যাগার। এবার আপনার গোপন ও দরকারী তথ্যগুলোিএবার নিরাপদে মজুদ করে রাখতে পারবেন আল্পস পর্বতমালার ভূগর্ভস্থ বাঙ্কারে অবস্থিত তথ্যাগারটিতে।তথ্যভাণ্ডারটি নির্মিত হয়েছে সুইজারল্যান্ডের আটিংহাউজেন নামক একটি গ্রামে৷ আর এর অবস্থান অল্পস পর্বতচূড়ার প্রায় ১০০০ মিটার নীচে।



১৫ হাজার বর্গমিটার আয়তনের এই তথ্য ভাণ্ডারে প্রবেশ করতে একজনকে প্রথমে তার পরিচয়পত্র হস্তান্তর করতে হয়৷ তারপর যেতে হয় বায়োমেট্রিক স্ক্যানের ভেতর দিয়ে৷ এখানেই শেষ নয়৷ এরপরও রয়েছে হাইপার-সেনসিটিভ নিরাপত্তা পোর্টালের ভেতর দিয়ে গমন এবং ইস্পাতের ঐ দরজা ঠেলে ভেতরে প্রবেশ৷



পাহাড়ের ২০০ মিটার ভেতরে এবং পর্বতচূড়ার ১০০০ মিটার নীচে এটির অবস্থান৷ ২০১১ সাল থেকে এখানে তথ্য মজুদ রাখা হয়৷ সেখানকার মেশিনগুলো গ্রাহকদের অবিরাম তথ্য সংগ্রহ এবং জমা করে যাচ্ছে৷ তবে কত অর্থের বিনিময়ে এটা জানা যায়নি৷ বিদ্যুৎ চলে গেলে, ভূমিকম্প, সন্ত্রাসী হামলা কোনোভাবেই তথ্য হারিয়ে যাওয়ার ভয় নেই এখানে৷



ইলিয়াস আহমেদ

- See more at: Click This Link

- See more at: Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৪

কামরুল ইসলাম রুবেল বলেছেন: কি লিংক দিলেন? এইডা কোন সোর্স হইলো?

এর অবস্থান অল্পস পর্বতচূড়ার প্রায় ১০০০ মিটার নীচে :#) :#) :#) :#) :#) :#)

হাহালুখুগে

২| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৩

রুবন্স বলেছেন: ভাই অনলাইনে নতুন একটু ভুল কইরা ফেলছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.