![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মতামত উপস্থাপনকারী একজন সাধারন প্রজা ।
শেষ হয়ে এল একটি বছর৷ আর-দু'দিন পরেই নববর্ষ৷ ২০১৪৷ এখন তারই প্রহর-গণনা৷
গত ৩৬৩ দিনে ঘটনার ঘনঘটা কম নয়৷ দুর্যোগ, মৃত্যু ও অপরাধের পাশে রয়েছে নানা সুসংবাদও৷ আজ পাতা উল্টে দেখা তেমনই-কিছু সংবাদ৷ বিদেশের৷
জানুয়ারি
১৫ .. প্রয়াত জাপানি চিত্র পরিচালক নাগিসা ওশিমা৷
১৬-২০ .. আলজেরিয়ার ইন আমানাসের একটি প্রাকৃতিক গ্যাস কারখানায় কর্মীদের পণবন্দি করে রাখে আল কায়েদা৷ হত ৩৯৷
ফেব্রূয়ারি
১২ .. ভূগর্ভে তৃতীয় বার পারমাণবিক পরীক্ষা উত্তর কোরিয়ার৷
১৫ .. রাশিয়ার শেলিয়াবিনস্ক শহরে খসে পড়ল একটি উল্কাপিণ্ড৷ আহত ভ্ল,৪৯ভ্ল৷ ক্ষতিগ্রস্ত চ্ছ্র,৩০ঙ্মটি বাড়ি৷
২৪ .. ইয়ান মার্টেলের উপন্যাসনির্ভর ত্রিমাত্রিক ছবি অ্যাং লি পরিচালিত ‘লাইফ অফ পাই'-এর চারটি অস্কার৷ মুখ্য ভূমিকায় ভারতীয় অভিনেতারা৷
সেরা ছবি ‘আর্গো'৷৷
২৮ .. স্বেচছায় পদত্যাগ পোপ ষোড়শ বেনেডিক্টের৷
মার্চ
.. প্রয়াত ভেনেজুয়েলোর প্রেসিডেণ্ট উগো শাভেজ৷
১৫ .. চ৬৬-ততম পোপ নির্বাচিত হলেন আর্জেন্তিনার কার্ডিনাল হোর্হে মারিয়ো বারগোলিও৷ নতুন নাম ফ্রান্সিস৷
২১ .. প্রয়াত নাইজেরীয় ঔপন্যাসিক চিনুয়া আচেবে৷
এপ্রিল
.. প্রয়াত ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার৷
১৫ .. বোস্টন ম্যারাথন চলাকালীন জঙ্গি বিস্ফোরণ৷ হত তিন৷ আহত ১৬চ্ছ্র৷
২৪ .. বাংলাদেশের সাভার-এ ভেঙে পড়ল ‘রানাপ্লাজা' নামে বহুতল বাণিজ্যকেন্দ্র৷ মৃত কমপক্ষে ১১৩০৷ আহত ২৫ঙ্মঙ্ম৷ এর মধ্যে অধিকাংশই পোশাক কারখানার কর্মী৷
মে
২১ .. বিধবংসী টর্নেডোয় বিধবস্ত আমেরিকার ওকলাহামা৷ ২০ শিশু-সহ মৃত ৫২ জন৷
জু ন
.. পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷
.. মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগ প্রাক্তন মার্কিন গুপ্তচর এডওয়ার্ড স্নে্াডেনের৷ দেশ ছেড়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় পান স্নে্াডেন৷
জুলাই
.. মিশরে গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে প্রেসিডেণ্ট মহম্মদ মোরসি গদিচ্যুত৷ ফের রাজনৈতিক অস্হিরতা৷
২২ .. ব্রিটেনের রাজপুত্র উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের প্রথম পুত্রসন্তানের জন্ম৷ নবজাতকের নাম জর্জ আলেকজান্ডার লুই৷ নবজাতকের সংবাদ ফাঁস করার দায়ে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত নার্স সালদানহা৷ মানসিক চাপে আত্মঘাতী তিনি৷
আগস্ট
.. উরুগুয়েতে ঘোষিত নাগরিকদের জন্য মারিজুয়ানার ব্যবহার বৈধ৷ চিকিত্সার জন্যই মারিজুয়ানা ব্যবহারে অনুমতি৷
২১ .. সিরিয়ার রাজধানী দামাস্কাসের ঘোউটায় বিষগ্যাস প্রয়োগে মৃত কমপক্ষে ১৭২৯৷ অধিকাংশই শিশু৷ আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার প্রেসিডেণ্ট আসাদের৷ আন্তর্জাতিক প্রতিনিধিদলকে অনুমতি রাসায়নিক অস্ত্র কারখানায় পরিদর্শনের৷ রাষ্ট্রসঙেঘর রিপোর্টে প্রকাশ, সিরিয়ার গৃহযুদ্ধে প্রাণহানি এক লক্ষ কুড়ি হাজারের৷
৩০ .. প্রয়াত নোবেলজয়ী আইরিশ কবি শেমস হিনি৷ ১৯৯৫ সালে নোবেল পুরস্কার পান হিনি৷
.. উরুগুয়েতে ঘোষিত নাগরিকদের জন্য মারিজুয়ানার ব্যবহার বৈধ৷ চিকিত্সার জন্যই মারিজুয়ানা ব্যবহারে অনুমতি৷
২১ .. সিরিয়ার রাজধানী দামাস্কাসের ঘোউটায় বিষগ্যাস প্রয়োগে মৃত কমপক্ষে ১৭২৯৷ অধিকাংশই শিশু৷ আন্তর্জাতিক চাপের
কাছে নতিস্বীকার প্রেসিডেণ্ট আসাদের৷ আন্তর্জাতিক প্রতিনিধিদলকে অনুমতি রাসায়নিক অস্ত্র কারখানায় পরিদর্শনের৷ রাষ্ট্রসঙেঘর রিপোর্টে প্রকাশ, সিরিয়ার গৃহযুদ্ধ প্রাণহানি এক লক্ষ কুড়ি হাজারের৷
৩০ .. প্রয়াত নোবেলজয়ী আইরিশ কবি শেমস হিনি৷ ১৯৯৫ সালে নোবেল পুরস্কার পান হিনি৷
অক্টোব র
.. আমেরিকার ‘ওবামা কেয়ার' স্বাস্হ্য-বিমা বিল পিছোনোর দাবিতে আর্থিক বাজেট পেশ না হওয়ায় অচলাবস্হা মার্কিন অর্থনীতিতে৷ প্রতিরক্ষা ছাড়া বকি সমস্ত ক্ষেত্রে পনেরো দিন ধরে ব্যয় বরাদ্দ স্তব্ধ৷
.. প্রয়াত ভিয়েতনাম যুরে অন্যতম পুরোধা জেনারেল গিয়াপ৷ তিনি স্বাধীনতা যুদ্ধে হো চি মিনের অন্যতম প্রধান সহযোগী৷
.. ঈশ্বর কণা গবেষণার দুই পথিকৃত্ এঙ্গলার্ট ও হিগসকে পদার্থবিদ্যায় নোবেল৷
.. কম্পিউটারে জটিল রাসায়নিক বিক্রিয়ার প্রতিরূপের সন্ধানে রসায়নে নোবেল তিন বিজ্ঞানী কারপ্লাস, লেভিট ও ওয়ারশেলকে৷
.. সাহিত্যে নোবেল পুরস্কার কানাডার অ্যালিস মানরোকে৷ ছোটগল্প রচনায় পারদর্শী মানরো কানাডার প্রথম সাহিত্যিক হিসাবে নোবেল জয়৷
১১ .. নোবেল শান্তি পুরষ্কার রাসায়নিক অস্ত্রবিরোধী সংস্হা ‘অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপনস'কে (ওপিসিডব্লিউ)৷ মনোনয়নে নাম মালালা ইউসুফজাইয়েরও৷
১৪ .. শেয়ার বাজারে ফাটকাবাজি ও সম্পত্তি কেনাবেচার তত্ত্ব নিয়ে গবেষণায় অর্থনীতিতে নোবেল ফামা, হানসেন ও শিলার৷
নভেম্ব র
৩ .. প্রয়াত পাকিস্তানের লোকসঙ্গীতশিল্পী ‘সিতারা-ই-ইমতিয়াজ' রেশমা৷ ভারতেও তিনি ছিলেন জনপ্রিয়৷ বলিউডে তাঁর গাওয়া ‘দমা দম মস্ত কালন্দার', ‘মেরি লাল' ‘লম্বি জুদাই' গানদু'টি আজও লোকপ্রিয়৷
.. ঘূর্ণিঝড় ‘ইয়োলান্ডা'র দাপটে ফিলিপিন্স ও ভিয়েতনামে মৃত ৬,১২৫৷
১২ .. ব্রিটিশ শিল্পী ফ্রান্সিস বেকনের আঁকা লুসিয়ান ফ্রয়েডের তিনটি পোর্ট্রেট ‘থ্রি স্টাডিজ অফ লুসিয়ান ফ্রয়েড' নিলামে সর্বাধিক মূল্যের শিল্পকর্ম হিসাবে বিক্রি৷
১৫ .. ফিলিপিন্সে ঘূর্ণিঝড় ‘হাইয়ান'য়ের দাপটে মৃত অন্তত সাড়ে তিন হাজার৷
২৪ .. প্রয়াত নোবেলজয়ী ঔপন্যাসিক ডরিস লেসিং৷ জন্ম দক্ষিণ আফ্রিকায়৷ পরে ব্রিটিশ নাগরিক৷ বিখ্যাত রচনা ‘গ্রাস ইজ সিংগিং'৷
২৪ .. জেনিভায় পি ফাইভ প্লাস ওয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ঐতিহাসিক চুক্তি ইরানের৷ পরমাণু কেন্দ্রগুলিতে আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি৷ বদলে ইরানের উপর জারি হওয়া তেল রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত৷
ডিসেম্বর
.. তাইল্যাণ্ডের পার্লামেণ্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রা৷ চফেব্রূয়ারি তাইল্যান্ডে নির্বাচনের ডাক৷
১২ .. বাংলাদেশে ১৯৭১ সালের যুাপরাধী কুখ্যাত ‘মীরপুরের কষাই' জামাত নেতা কাদের মোল্লার (৬৫) ফাঁসি৷
১২ .. পরিচারিকার ভিসায় বেতন সংক্রান্ত ভুল তথ্য প্রদানের অভিযোগে গ্রেফতার নিউইয়র্কে ভারতের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়ে৷ কূটনৈতিক দেহ তল্লাশি৷ পাল্টা ব্যবস্হা নয়াদিল্লির৷
১৪ .. চাঁদের মাটি ছুঁল চিনের রোবট-চালিত চন্দ্রযান ‘চ্যাং থ্রি'৷
১৬ .. দক্ষিণ সুদানে রাজনৈতিক অস্হিরতা৷
২৩ .. প্রয়াত কালাশনিকভ রাইফেলের আবিষ্কর্তা মিখাইল কালাশনিকভ৷
২৫ .. বৃষ্টি ও ঝড়ে ইউরোপে ম্লান বড়দিন৷ ব্রিটেন-ফ্রান্সে বন্যার ভ্রূকুটি৷ হিথরো ও গ্যাটউইক বিমানবন্দরে বিমান দেরিতে৷ বাতিলও অনেক উড়ান৷
২৮ .. ফের প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ইওরোপে৷
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১
রুবন্স বলেছেন: স্বাগতম
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ তথ্য বহুল
শুভকামনা