নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল মনের সরল কথা

রুবন্স

একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মতামত উপস্থাপনকারী একজন সাধারন প্রজা ।

রুবন্স › বিস্তারিত পোস্টঃ

মূল্যহীন মানুষ, বুদ্ধিহীন সরকার আর পরিকল্পনাহীন ব্যাবস্থাপনা

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৭

মর্মান্তিক, দুঃখজনক আর ভয়নকর। এমন দৃশ্য আমরা দেখতে চাই না।



এ যেন সেই ১৪–১৫ এপ্রিল ১৯১২ টাইটানিকের ডুবন দেখলাম ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত টাইটানিক চলচিত্রে। কিন্তু যখন মনে হয়, না! এটা কোন মুভি বা পুরোনো কোন ইতিহাস না এটা ৪আগস্ট ২০১৪ অার আমি পদ্মায় ২৫০ জন ডুবেযাওয়া ভাইবোনদের মৃত্যু দেখছি তখন এই কঠিন হৃদয়ও নাড়া দিয়ে চোখের পানি ফেলতে বাদ্ধ্য করে।



আমরা এতটাই নগন্য মানুষ যারা কোরবানীর পশুর মত একসাথে নিজের অনিচ্ছায় কোরবানী হই। মানুেষর মূল্য কি দিন দিন কমতেই থাকবে? ঠিক যেন মূদ্রাস্ফিতির মত মানুষস্ফিতি। মূদ্রার মূল্যমান যেভাবে কমে তার থেকে ভয়নকর ভাবে দ্রুতবেগে আমাদের জীবনের মূল্য দিন দিন কমে যাচ্ছে। সারাজীবন কি অনিশ্চয়তার মাঝে অামরা অামাদের জীবন কাটাবো ? সন্তাদের কি নিরপদ ভাবে দেশের জন্য তৈরী করে যাবার সময় পাবো?



মূল্যহীন মানুষ, বুদ্ধিহীন সরকার আর পরিকল্পনাহীন ব্যাবস্থাপনা অামাদের কাম্যনয়। আমরা সুন্দর আর নিরাপদ জীবন প্রত্যাশা করি।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.