নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল মনের সরল কথা

রুবন্স

একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মতামত উপস্থাপনকারী একজন সাধারন প্রজা ।

রুবন্স › বিস্তারিত পোস্টঃ

আমি মুসলিম ঘরের একজন মুসলমান সন্তান

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৬

বিংশ শত্বদীতে এসে মুসলমানদের এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সবাই মনে করে মুসলিম মানেই আত্বঘাতী জিহাদী মানুষ। কিন্তু বাস্তবতা হলো আমাদের ধর্ম আমাদের এধরনের শিক্ষা দেয় না। হিংসা-বিদ্বেষ, সহিংসতা, আন্তহনন এসব আমাদের মুলমানদের ধর্মের বানী নয়। কিছু ভ্রান্ত গোড়ামী নিয়ে অগ্যতা নিয়ে যারা ধর্মীয় লেবাস পড়ে আছে এসব তাদের মন্ত্র। আর এদের কারনেই আজ আমাদের ইসলাম ধর্ম যা আসলে শান্তি ও বিশ্বাসের ধর্ম তা অপমানীত অপদস্থ ও ভ্রান্তভাবে প্রতিয়মান হচ্ছে। জিহাদ শব্দটার ব্যাবহার বা প্রয়োগ প্রকৃয়া আমাদের ধর্মপ্রান মুসলমানদের জন্য ক্ষতির কারন হয়ে দাড়াচ্ছে। জিহাদ যে মানুষ কুপিয়ে হত্যা করা বা নিরীহ জনগনের উপর বোমা মারা সেটা আমরা সহজ-সরল ধর্মপ্রান মুসলমান কখনোই বিশ্বাস করি না। আমাদের মহানবী একজন আদর্শ সুন্দর পথের দিশারী ছিলেন। ধর্ম প্রচার বা প্রসার করা আমাদের কর্তব্য হতে পারে তাই বলে হত্যা, নির্যাতনের পথ বেছে নিয়ে জিহাদ করতে হবে ধর্মপ্রান মুসলমানগন বিশ্বাস করি না। অন্যায়কে প্রতিহত করতে ঘৃনা বা মৌখিক প্রতিবাদ করাও জিহাদ। তাই হত্যা বা আত্তঘাতি সহিংসতা কোন জিহাদ হতে পারে না। এটা ধর্মপ্রান মুসলমানদের জন্য তথা ইসলাম ধর্মকে অপমানীত করছে। তাই যারা মুসলিম নামধারী লেবাস পরে আমাদের সুন্দর শান্তির ইসলাম ধর্মকে অপমানীত করছে তাদের আমরা সকল খাটি বিশ্বাসী মুসলমানরা ঘৃনা করি। তারা মুসলিম না। আমি মুসলিম। আমার ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্ম।
আল্লাহ্ আমাদের সহায়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.