নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল মনের সরল কথা

রুবন্স

একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মতামত উপস্থাপনকারী একজন সাধারন প্রজা ।

রুবন্স › বিস্তারিত পোস্টঃ

কেন আমি ইন্ডিয়ান ক্রিকেট সাপোর্ট করবো?

১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

কিছু দিন যাবৎ বাংলাদেশ বনাম ইন্ডিয়া কোর্য়াটার ফাইনাল ম্যাচ নিয়ে অনেক জল্পনা কল্পনা আর আলোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়া আর মানুষের মাঝে। ইন্ডিয়ান মিডিয়া তো রীতিমত ক্রিকেট ফান করতে করতে বাংলাদেশের স্বাধীনতাকেও তাচ্ছিল্ল করতে ছাড়েনি। এক প্রচারনায় ইন্ডিয়া দেখিয়েছে In 1971 India created Bangladesh.. অবশ্য এটা নতুন কিছু না। ইন্ডিয়া অন্য দেশকে তুচ্ছ তাচ্ছিল্য করতে এতটুকুও কুন্ঠা বোধ করে না। মওকা মওকা নামের এডভারটাইসে তো আমরা সেটা দেখতে পাচ্ছিই। এক দিনের ক্রিকেট খেলার মাঠে প্রতিযোগীতায় যেদিন যে ভাল খেলবে দিনটি সেদিন তার। সেই হিসেব কষলে নতুন তরুর বাংলাদেশ দলের সামর্থ বোধ করি কোন অংশেই কম না। ইন্ডিয়া যখন প্রথম বিশ্বকাপ খেলে সেখানে তো রীতিমতো অপমান আর বিব্রতকর ঘটনা ঘঠিয়েছিল নিজের দেশের ক্রিকেটের জন্য। সেটা আমরা সবাই জানি। তাদের ২য় বিশ্বকাপেও একই রকম নাস্তা নাবুদ অবস্থা হয়েছিল। ইন্ডিয়ান ক্রিকেট বোদ্ধারা বাংলাদেশকে কোর্য়াটার ফাইনালে পেয়ে একরকম নিশ্চিত যে তারা সেমি ফাইনালে যাচ্ছে। নবজাত সিং শিধু তো যা ইচ্ছা তাই মন্তব্য করেছে বাংলাদেশের ক্রিকেটেরর মান নিয়ে। যদিও বিখ্যাত কিছু কিছু মানুষ আমাদের ক্রিকেটের অনেক প্রশংসা করেছে। আমাদের পারর্ফমেন্সও ভালো এই বিশ্বকাপে। ইন্ডিয়া এমন একটা দেশ যারা গলায় মালা পরিয়েই পরক্ষনে খারাপ পারর্ফমেন্সের জন্য জুতা মারতেও বিন্দুমাত্র দীধা করে না। আমরা স্বীকার করি ইন্ডিয়া ক্রিকেট দলটা অভিজ্ঞাতা আর পরফর্মেন্সের দিক থেকে বাংলাদেশের থেকে অনেক পরিপূর্ন একটা দল। তবে ক্রিকেট হলো If its your day then you can creat anything বিশেষ করে একদিনের আন্তর্জাতিক ম্যাচে। আর নক আউটেতো সে ক্ষতিটা আর পুষিয়ে নেবার উপায় নাই। ইতিহাসে এই ইন্ডিয়ান বুলেটকে নাস্তানাবুদ করার রেকর্ড আছে আমাদের তাও একের অধিকবার। তাই বিশেষ করে বাংলাদেশী ক্রিকেট সমর্থকদের বলতে চাই কেন আমরা ইন্ডিয়ার মতো এমন বিভিন্ন চরিত্রের রুপক মানষিকতার একটা দলকে আমরা আন্তর্জাতিক অঙ্গনে সাপোর্ট করবো ? যারা কিনা কাউকে শ্রদ্ধা বা যোগ্য সম্মান দিতে জানে না। আমি ইন্ডিয়ান ক্রিকেট ভাল স্বীকার করি সেই সাথে তাদের পরাজয় আনন্দ উপভোগ করি সেটা যেকোন দেশের সাথেই হোক না কেন? আর আমাদের বাংলাদেশ দল অনেক কিছু দিয়েছে আমাদের ক্রিকেটককে। তাই তাদের হারানোর কিছু নেই তবে ধীরে ধীরে স্বপ্ন বড় করতে ইচ্ছা আর চেষ্টা করা ছাড়া। হারানোর ভয় ইন্ডিয়ার আছে তাই তারা এতো সমালোচনায় মশগুল। বাংলাদেশ ক্রিকেটের জয় আর সাফল্য কামনা করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.