নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল মনের সরল কথা

রুবন্স

একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মতামত উপস্থাপনকারী একজন সাধারন প্রজা ।

রুবন্স › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা নিবে, ট্যাস্ক দিবে

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬

ভ্যাট আইনের মূল ফিলসফি হচ্ছে, যিনি সেবা নিচ্ছেন, তিনিই এ কর দেবেন। সুতরাং আমরা শিখলাম VAT = Valuable Adult Teaching (Tax). আর দেশ ও জাতী গঠনে আমাদের মতাদর্শ হইলো "Education is Nothing, VAT is Everything".

এতদিনে আমাদের দেশে শিক্ষিত নামক ছাত্রগোষ্ঠীটি উন্নতর হইতে হইতে অর্ধশিক্ষিত জাতী হিসাবে এক্কেবারে প্রথম শ্রেনীর উচ্চ মর্যাদার দিকে তার অগ্রযাত্রার শুভ সুচনা করিলো। TAX এর আওতায় আইসা গেছে আমাগো শিক্ষা ক্ষাত। শিক্ষা নিবা, ট্যাস্ক দিবা এই মতাদর্শে দীক্ষিত হইয়া এখন আমাদের একটি সমৃদ্ধশালী জাতী গঠনে সামনের পথ চলিতে হইবে। এই ক্ষাতে ইতিমধ্যে ৩ শতিংশ মাফ কইরা দেওয়া হইয়াছে। উল্লেখ থাকে যে এর পুর্বে এতোবড় মাফ জাতী কখনই দেখে নাই। এরপরও যদি কোন কালো হাতের কালো কালিতে এই অশুভ উদ্দোগে বাধাঁ প্রদান করার চেষ্টা চালানো হয় তাহইলে এই সেবা ক্ষাতটিকে একদম খাঁদে ফেলিয়া দিতে হইবে। এটি শিক্ষিত সমাজ গঠনের উদৌগে বাধা দানকারীদের জন্য পুর্ব সতর্কতা মুলক বার্তা। তাই সাধু সসাবধান।

বি:দ্র: আমার কাছে ভাই শিক্ষার মতো মৌলিক বিষয়টি VAT এর আওতায় আনাটা কখনোই সমর্থন যোগ্য নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.