নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

শুধু মনে রেখো
---------------- মো; রুহুল আমীন ।
নাই বা কহিলে কথা,
নাই বা রাখিলে চোখ চোখে,
নাই বা বসিলে পাশে,
হাতে হাত না রাখি্লে,
শুধু রাখিও স্মরণে, মনে ।
তাতেই অনেক।
চাওয়ার চেয়ে অনেক বেশী,
আরও ঢের বেশী
কিছু না-পাওয়ার চেয়ে ।
সব মেঘ বৃষ্টি না দেয়,
না ঝরায় অঝোর বর্ষণ ।
তবুও জাগায় আশা,
উঁকি দেয় মন ক্ষণে ক্ষণে
আকাশের পানে ।
ভাবে, বুঝি এলো বৃষ্টি ঐ
বাতাস উদাস করা ,
গা ভিজানো,
মন ভিজানো,
দু'চোখ ঝাপসা করা ।
দূরে আছ,
থাক দূরে আছ যেমন ।
তবু থাক,
যেও নাকো,
যেও নাকো ভুলে ।
নাহি চাহি এর চেয়ে
বেশী কিছু ।
----*----

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

মোস্তাক খসরু বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.