নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১


বিশ্বাসে বিভ্রাট
-------------- মোঃ রুহুল আমীন ।
শুধু নবী রসুল নয়,
মরেও অমর আজও
কুখ্যাত নাস্তিক ফেরাউন নমরুদ ।
ঈস্বরে বিশ্বাস নেই বলেই
ফেরাউনরাই
যুগে যুগে মুক্তমনা,
শ্রেষ্ঠ মানব ।
ওদের নিয়ে
তাই কারও প্রশ্ন নেই কোন ,
নেই কোন বিতর্ক বিবাদ ।
তর্ক বিতর্ক বিবাদ শুধু
নবী-রসুল আর তাদের
অনুসারীদের ঘিরে
যাদের অন্তর
নিরন্তর নিবিষ্ট স্রষ্টায়,
নিমগন ধ্যানে উপাসনায়,
বিমুগ্ধ স্রষ্টার সৃষ্টি-বৈচিত্রে
মহিমায়, রহস্যময়তায় ।
ওঁরা তাই ধর্মান্ধ সাম্প্রদায়িক,
নয় মুক্তমনা ।
নব্য কত ফেরাউন নমরুদ,
তাদের দোসর অনুসারী
আজও ছড়িয়ে ছিটিয়ে
পৃথিবীর এখানে সেখানে ।
ভাল মানুষের ছদ্ধাবরণে
ওরা আজ মুক্তমনা-উন্মুক্ত উদার,
সমাদৃত সমাজের একাংশের কাছে ।
____*____

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২১

সোজোন বাদিয়া বলেছেন: আপনি কিন্তু ওদের শুধু ফেরাউন বলে গালিই দিয়েছেন, আর কিছুই দেখান নি। আর অন্যদিকে ধর্মের নামে চারিদিকে যেসব অধর্ম করা হচ্ছে সেগুলো ঢালাও অস্বীকার করে গেলেন। এভাবে কি সমস্যার কোনো সমাধান হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.