নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

সকল পোস্টঃ

কবিতা

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৬


রহস্যময়ী
--------- মো; রুহুল আমীন ।
সুবিশাল গগন মৌনতায়
নিমগ্ন তুমি, অধরা অপ্সরা এক
আঁধারের আচ্ছাদনে,...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতা

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪


আত্মদ্রোহী
------------ মো;রুহুল আমীন ।
বিশুদ্ধ যা কিছু
তার সবই দুর্লভ,
খোঁজে খোঁজে ক্লান্ত যখন
শ্রান্ত অতিশয়, আলো সেজে
মরিচিকা দাঁড়ায় সমুখে,
ইশারায় ডাকে কাছে,
ছুটে যাই তার পিছু পিছু,
দুরাশার সমভিব্যাহারে অসাবধানে
পা...

মন্তব্য৩ টি রেটিং+০

কবিতা

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৮

শুভ নববর্ষ
------------ মোঃ রুহুল আমীন ।

শুভ নববর্ষ আজ ।
আজ পহেলা বৈশাখ ।
দিবসের এই শুভক্ষণে,
বর্ণিল তার বরণ আয়োজনে
দেহমন বিভাসিত ।
আজ রক্তরবির পুণ্যালোকে
অন্তরের যত অন্ধকার
হোক দূরীভূত,
যেন মোরা থাকি বিমৎসর
প্রতিবাসর আজিকার মত;
এ জীবন...

মন্তব্য১ টি রেটিং+০

কবিতা

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০০

যাব না আমি
-------------- মও; রুহুল আমীন
তুমি যাবে যাও।
মঙ্গল শোভাযাত্রায়
যাব না আমি। বর্ণিল
মুখোশে সেখানে
মানুষের চেহারা আড়াল,
সবাই নিমজ্জিত বিবর্ণ চেতনায়,
বড় কঠিন আজ
মানুষ আর অমানুষের
বিভেদ নির্ণয়,
দানবের পদাঘাতে ভু-তল প্রকম্পিত,
ঘামের দুর্গন্ধে অঙ্গের...

মন্তব্য২ টি রেটিং+০

কবিতা

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৫

চৈত্র দুপুর
---------- মো; রুহুল আমীন
মৌ মৌ গন্ধে দিনমান
সমাকুল বসন্ত...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতা

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৮

দেবপ্রিয়া
--------- মোঃ রুহুল আমীন

বসন্তে চৈতালি আসারে
বিধৌত নবপল্লবে
তোমার রূপের চমক বিভাসিত,
মলয়ার মৃদু আন্দোলনে
নৃত্যের মনোজ্ঞ ছন্দকলা পরিস্ফুট,
না-বলা কথার সাতকাহন
পাতার মর্মরে
রাতের প্রহরে প্রহরে,
ঊষসীতে অপলক তোমার দুচোখে
প্রোজ্জ্বল উঠন্ত সুর্যের দীপ্তি ঝলক,
কুঞ্জে কুঞ্জে বিহঙ্গ কূজনে
সমীর্‌ণ...

মন্তব্য২ টি রেটিং+০

কবিতা

১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২২

বাঁচা-মরা
----------- মোঃ রুহুল আমীন ।
মৃত্যুকে এড়িয়ে বাঁচতে ব্যস্ত কেহ,
আবার কেহ বাঁচতে চায় মরে ।
এমন যে কেন হয়,
তাও নয় অজানা কারো ।
তবুও সবাই যার যার পথে
ভাবনায় বিচরণে
করে যায় অভিন্ন আচরণ-
যা কিছু...

মন্তব্য১ টি রেটিং+০

কবিতা

১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৩


মৃত্যুর পরোয়ানা
---------------- মো রুহুল আমীন
ভুমিষ্ঠ হবার আগেই
পেয়ে গেছি মৃত্যুর পরোয়ানা
পরোয়া করিনি
জন্মের পর
প্রথম চিৎকারেই
তার করেছি প্রতিবাদ
হাসিকান্নায় মা আমায়
আবৃত করেছে
জড়িয়ে ধরেছে বুকে
বুঝে গেছি, জীবন এক
নির্বিবাদ চুড়ান্ত আপোষনামা
মৃত্যুর সাথে।
---*---

মন্তব্য০ টি রেটিং+০

কবিতা

১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪০


যায় বয়ে যায়
-------------- মো; রুহুল আমীন
যায় বয়ে যায়
সময় বয়ে যায়
দিন যায় রাত যায়
নি:শব্দে আলো জড়ায় অন্ধকারে
অন্ধকার হারায় আলোতে
এ চলার অন্ত নেই
শুরুটাও জানেনা কেউ
নির্বিবাদে চলে সবই
শুধু চলে না মানুষ
জড়ায়...

মন্তব্য২ টি রেটিং+০

কবিতা

১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৫


বসন্ত যায়
---------- মো; র‍্যহুল আমীন
অবশেষে
বসন্তও যায় যায়।
প্রেমান্ত অনল ওমে
রেখে যায় ঐশ্বর্য্য অঢেল,
জীবন জাগে বিপুল বিন্যাসে,
সবুজাশ্রযী পত্রপল্লবে বর্ণিল পুস্পসম্ভারে
যৌবন আপ্লুত, জাগ্রত চেতনায়
চারিদিকে প্রেমের উঁকিঝুঁকি
ফুলান্ত শয্যায় স্বর্গীয় সঙ্গ সঙ্গম,
সৃষ্টির...

মন্তব্য১ টি রেটিং+১

কবিতা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

একটু নিরাপদ আশ্রয়
--------------------- মোঃ রুহুল আমীন ।
হবে কি
একটু ঠাঁই কারও বুকে ?
একটু নিরাপদ আশ্রয় ?
দিবে কি কেউ একটু
শান্তির বরাভয় ?
দ্বেষ-বিদ্বেষে আজ
চারিদিকে হরদম দম বন্ধ-করা
বিষাক্ত বাতাস,
যেন এদেশ বিদেশ বিভুঁই,
অনাবাসযোগ্য...

মন্তব্য১ টি রেটিং+০

্কবিতা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৩

ভাস্কর্য্য তোমার
--------------- মোঃ রুহুল আমীন
ঘুমিয়ে গেলে?
দেখবে না, ঘুমজাগা এই ক্লান্ত আমারে
কেমন দেখায়? কি-ই বা করি আমি
রাত জেগে জেগে? তোমার ভাস্কর্য্য
গড়ি?...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতা

০২ রা মে, ২০১৬ বিকাল ৫:৪৬


জঘণ্য যে মানুষ
--------------- মোঃ রুহুল আমীন ।
অন্তর বিবর্ণ ঘৃণায়,
বিতৃষ্ণায় ক্রোধান্বিত জর-জ্‌র,
পাথর হয়ে গেলেই ভাল হতো,
ভাল হতো
অনুভূতির পারদ যদি
নেমে যেতো শূণ্যের কোঠা্‌য়,
মৃত্যু এসে যদি করে যেতো
জীবন...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতা

০১ লা মে, ২০১৬ সকাল ১০:২২


যারা শ্রমিক
----------- মোঃ রুহুল আমীন ।

যারা শ্রমিক
ঘাম ঝরায় মাঠে ময়দানে
ফসল ফলায়,
সেই শস্যের দানা
না যায় তাদের ঘরে
অনাহারে মরে কেউ
কেউ অর্ধাহারে
যারা শ্রমিক
জীবনের ঝুঁকি নিয়ে
গড়ে ইমারত উঁচু উঁচু
নুন্যতম মজুরীতে
রোদ-বৃষ্টি-ঝড়ে
তাদের নেই...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতা

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫

ইচ্ছেগুলো
---------- মোঃ রুহুল আমীন ।
ইচ্ছেগুলো উন্মুক্ত স্বাধীন,
নিঃসীম নীলাম্বরে
উড়ন্ত বিহঙ্গমা,
দিগন্ত পেরিয়ে
উড়ে যায় অবিরাম,
পাখার ঝাপটায়
এঁকে যায় বাসনা মনের
বর্ণিল শব্দে ছন্দে কবিতা্‌য়,
স্মৃতিরে সম্বৃদ্ধ করে,
ধরে...

মন্তব্য২ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.