![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের জন্য সত্যকে অনুভব করার চেষ্টা করি।
আমার ডেস্কটপ কম্পিউটারের মনিটরে লাইন আসছে না। মনিটর অন্য কম্পিউটারে কাজ করছে, কিন্তু আমারটাতে কাজ করছে না। উল্লেখ্য নতুন করে উইন্ডোজ-৭ সেটআপ দিয়ার পর ড্রাইভ ইনস্টল দেয়ার পর রিস্টার্ট নেয়। তারপর থেকে কাজ করছে না। যদি কেউ পারেন সমস্যা চিহ্নিত ও তার সমাধান দিলে চির কৃতজ্ঞ থাকব।
২| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০০
নক্শী কাঁথার মাঠ বলেছেন: সম্ভবত ভুল রেজ্যুলেশন সেট হয়েছে। কম্পিউটারের পাওয়ার বাটন চাপার পর থেকে F8 কি বার বার চাপতে থাকুন। এবার সেফ মোড এর অপশন আসলে ওখানে দেখুন Last known good configuration আছে কিনা। থাকলে ওটা সিলেক্ট করে এন্টার করুন। এতেও কাজ না হলে সেফ মোড সিলেক্ট করে এন্টার করুন, তারপর ডেস্কটপ আসলে ড্রাইভারটা আনইন্সটল করে দিন।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:১৪
মামুন ইসলাম বলেছেন: আপনার মনিটরটির রেজোলেসন বাড়িয়ে দেখুন আর নয়ত বা আপনার পিসিতে আলেডা গ্রাফ্ক্সি কার্ড লাগীয়ে দেখতে পারেন ।