![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখকের পূর্ব অনুমতি ব্যতীত কোন পোষ্ট বা পোষ্টের অংশ কপি করা অবৈধ বলে গণ্য হবে।
০৯ নভেম্বর'২০১১ইং সকাল বেলা। সবে মাত্র যাত্রা শুরু করলাম। ঘড়িতে সময় তখন সকাল ৮টা ৪৫ মিনিট। ঈদের ছুটি থাকায় রাস্তা-ঘাট ছিল ফাঁকা। তাই পথে কোন জট পড়লো না। গাড়ি ছুটে চলেছে প্রাকৃতি নৈসর্গে ভরা মহামায়ার দিকে, সামনের দিকে চলছেই আর চলছে। এরইমধ্যে আড্ডা শুরু হয়ে গেল একে অপরের সাথে। সাথে চললো প্রিয় সানি ভাইয়ের মজার মজার সব জোক্স। সানি ভাই আমাদের মাঝে সবচেয়ে সিনিয়র, কিন্তু সবার সাথে উনার সুন্দর সম্পর্ক। যদিও আমাদের মাঝের সব সিনিয়র-জুনিয়রদের সাথে সবারই খুবই ভালো ও সুন্দর সম্পর্ক রয়েছে।
যাওয়ার পথে ভাটিয়ারীতে কিছু হালকা নাস্তা নেয়ার জন্য থামলাম। আমাদের সাথে যখন বন্ধু রানা ও ছোট ভাই আলম ছিল তখন এই নাস্তা কেনার কাজটি তারাই সম্পন্ন করলো। ছোট ভাই আলম একজন আন্তরিক মন-মানসিকতার ছেলে। যে কোন কাজ আন্তরিকতার সাথে সম্পন্ন করে সে। ভাটিয়ারীতে ১৫ মিনিটের মত বিরতি করে আবারো যাত্রা শুরু করলাম মহামায়ার দিকে।
মহামায়া লেক
যে মহামায়ার উদ্দেশ্য আমাদের গাড়ি ছুটে চলেছে সে মহামায়া সম্পর্কে ব্লগার ও পাঠকদের কিছু বর্ণনা দিই। এটি মূলত একটা সেচ প্রকল্প এবং কাপ্তাই লেকের পরে বাংলাদেশের ২য় বৃহত্তম লেক। প্রকল্পটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধাণে পরিচালনাধীন। এটি চট্টগ্রাম জেলার প্রবেশদ্বার মিরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারের প্রায় দেড় কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে অবস্থিত। প্রকল্পের পুরো নাম- মহামায়া ছড়া সেচ সম্প্রসারণ প্রকল্প। ২০০৬-০৭ অর্থবছর থেকে শুরু করে ২০০৯-১০ অর্থবছরে প্রকল্পটি বাস্তবায়িত হয়। এতে ব্যয় হয় প্রায় ২৬ কোটি ২৩ লক্ষ টাকা।
আকাশ পানে তাকিয়ে রয় বৃক্ষ
এই প্রকল্পের মধ্যে রয়েছে লেক, পাহাড়, ঝর্ণা ও রাবার ড্যাম। লেকের আয়তন ১১ বর্গ কিলোমিটার। লেকে চাইলে আপনি সাতার কাটতে পারেন এবং ইঞ্জিন চালিত নৌকায় চড়তে পারেন। সাতার কাটার সময় তীরের আসে-পাশে থাকা ভালো। কারণ লেকের পানি সাধারণত ভারী হয়ে থাকে, যার ফলে যে কেউ সামান্য সাতার কাটার পর দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই প্রকল্পের এলাকায় যে পাহাড়ি ঝর্ণা রয়েছে সেটিতে আপনাকে ইঞ্জিন চালিত নৌকার সাহায্যেই যেতে হবে। ভাড়া গুনতে হবে জনপ্রতি ৪০ টাকা (যাওয়া-আসা)। সংখ্যায় যদি বেশি থাকেন তাহলে একেবারে যাওয়া-আসার জন্য রিজার্ভ ভাড়া করা ভালো। এক্ষেত্রে ভাড়া গুনতে হবে প্রায় ৪০০-৪৫০ টাকা। সময় বেশি লাগেনা, যাওয়া-আসায় ২৫-৩০ মিনিটের মত লাগে। এককথায় বলতে গেলে যারা লেক, পাহাড়, ঝর্ণা এই তিনটি একসাথে ভালবাসেন তাদের জন্য একটা আদর্শ জায়গা এই মহামায়া প্রকল্প। অর্থাৎ মহামায়া একটি সেচ প্রকল্প হলেও এতদ অঞ্চলের আকর্ষণীয় পর্টযন স্পট হিসেবে ইতিমধ্যে গড়ে উঠেছে এটি।
ঝর্নার দিকে এগিয়ে চলছে আমাদের ভাড়া করা ইঞ্জিন চালিত নৌকা
ঝর্ণার ঠান্ডা পানি গড়িয়ে পড়ছে তার গন্তব্যের দিকে
যা হোক, এবার আসি আমাদের ভ্রমন কাহিনীতে। চট্টগ্রাম শহর থেকে প্রায় ২ ঘন্টা লাগে এই মহামায়াতে পৌঁছতে। ঘড়িতে সময় যখন প্রায় ১১টা তখন আমরা পৌঁছলাম মহামায়ায়। এর আগে যদিও এই জায়গাতে আমার ২ বার আসা হয়। সেখানে পৌঁছে যাওয়ার পথে কিনে নেয়া হালকা নাস্তা সেড়ে নিলাম সবাই। তারপর শুরু হলো ছবি তোলার পর্ব। যে যার মত পারলাম ছবি তুললাম। প্রকল্পের মধ্যে থাকা পাহাড়ে চষে বেড়ালাম। পাহাড়ে ঘুরাঘুরি শেষ করে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে রওনা দিলাম পাহাড়ী ঝর্ণা দর্শনে। ১৩ মিনিটেই পৌঁছে গিয়েছিলাম ঝর্ণার স্থানে। গত ২ বারের চেয়ে এবারের ঝর্ণার স্থানটি বেশ ঝুকিপূর্ণ মনে হলো। তাই আমরা কয়েকজন ঝর্ণার মূল স্থানে গেলাম না। যদিও আমাদের বেশ কয়েকজন তাদের অদম্য ইচ্ছা শক্তির কারণে ঝর্ণার মূল জায়গা এমনকি উৎপত্তিস্থল খুঁজতে গিয়ে আমাদের মাঝ থেকে হারিয়ে যায়। যদিও পরবর্তীতে তারা আমাদের মাঝে ফিরে এসেছিল। ঝর্ণা দর্শন শেষে আমরা ফিরে এলাম লেকের তীরে। লেকের তীরে পৌঁছার পর দুপুরের খাবারের জন্য আমরা গেলাম মিরসরাইয়ের বারৈয়ারহাটে।
মুহুরী প্রকল্পের বাঁধ
বারৈয়ারহাট থেকে দুপুরের খাবার খেয়ে রওনা হলাম মিরসরাইয়ের আরেক পর্যটন স্পট মুহুরী প্রকল্পের উদ্দেশ্যে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ বাজার থেকে ১২ কিলোমিটার পশ্চিমে মুহুরী সেচ প্রকল্প। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার কিয়দাংশ এবং ফেনী জেলার ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার কিয়দাংশের সর্বমোট ৪০,০৮০ হেক্টর (গ্রস) জায়গা জুড়ে এই প্রকল্পের অবস্থান। ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে শুরু হয়ে ১৯৮৫-৮৬ অর্থবছরে এই প্রকল্পের কাজ শেষ হয়। এতে ব্যয় হয় প্রায় ১৫৬ কোটি ৮৬ লক্ষ টাকা। এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক ৭৫,০০০ মেট্রিক টন ফসল উৎপাদন হয়। এই মুহুরী প্রকল্প এখন বাংলাদেশের সবচেয়ে বড় মৎস্য জোন হিসেবে পরিচিত। এককথায় বলা যায় বাংলাদেশে মৎস্য চাষে বিপ্লব ঘটিয়েছে এই প্রকল্প। দেশের অনেক নামিদামি প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে এখানে মৎস্য প্রকল্প গড়ে তুলেছে; বসুন্ধরা গ্রুপ, মেরিডিয়ান গ্রুপ, ক্লিফটন গ্রুপ, আবুল খায়ের কোম্পানি, রিঙ্কু ফিশ প্রজেক্ট সহ প্রায় দুই হাজার মৎস্য প্রকল্প রয়েছে এখানে। বছরে মত্স্য চাষ থেকে আয় হয় প্রায় ৪০০ কোটি টাকা।
মুহুরী প্রকল্পে নির্মিত দেশের প্রথম উইন্ড মিল
বাঁধের অপর পাশে ভরা নদী
খুবই সুন্দর একটা জায়গা এই মুহুরী প্রকল্প। যারা চট্টগ্রামের নেভালে গিয়েছেন মুহুরী প্রকল্পের প্রবেশদ্বার অনেকটা চট্টগ্রামের নেভালের মত দেখতে। এখানে এলে আপনি দেখতে পাবেন উইন্ড মিল, যা দেশে প্রথম নির্মিত। এই প্রকল্পের আওতাধীন যে বাঁধটি রয়েছে তা ফেনী নদীর উপর দিয়ে নির্মিত হয়েছে। বাঁধের একপাশে দেখতে পাবেন ভরা নদী আর অন্য পাশে দেখতে পাবেন প্রায় পানি শুন্য নদী। নদী যাদের কাছে টানে তাদের জন্য অন্যতম একটা প্রিয় জায়গা হতে পারে এটি। নৌকা করে নদীতে ঘুরে বেড়াতে পারেন চাইলে। শীতকাল চলে আসছে ধীরে ধীরে। আর এই শীত মৌসুমে মুহুরী প্রকল্পের অন্যতম আকর্ষণ সাইবেরিয়ার অতিথি পাখি। যদিও গুটি কয়েক সাইবেরিয় অতিথি পাখি আমাদের চোখে পড়েছে কারণ শীত মৌসুম এখনো পরিপূর্ণভাবে আসেনি এই অঞ্চলে।
সবাই মিলে অনেক আনন্দ করলাম মুহুরী প্রকল্প সহ পুরো ভ্রমণে। আমাদের গ্রুপের বেশ কয়েকজনের পড়াশোনা প্রায় শেষ পর্যায়ে। সামনের কোন ভ্রমণে তাদের কাউকে পাওয়া যাবে না হয়ত। এছাড়া আমাদের গ্রুপটির সবাই অর্থাৎ সব সিনিয়র-জুনিয়র একে অপরের প্রতি যথেষ্ট আন্তরিক। তাই এই ভ্রমণটি স্বরণীয় হয়ে থাকবে অন্তত আমার কাছে। সন্ধ্যা যখন নেমে আসছিল তখন রওনা হলাম বাসার উদ্দেশ্যে। চট্টগ্রামে পৌঁছে বন্ধু রানার বাসায় সবাই কিছু সময় অতিবাহিত করার পর প্রত্যেকে নিজ নিজ বাসায় চলে আসলাম। এভাবে সমাপ্তি ঘটলো সুন্দর একটা ভ্রমণের।
এক পিস রেখে দিলাম "সমতলে"।
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২০
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ বালক।
২| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৭
সহ্চর বলেছেন:
ব্যাপকস ভালু পাইলাম পোস্ট।
ছবি সেই সাথে বর্ণনা। অসাধারন।
প্লাস লন।
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২১
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ভ্রাতা।
৩| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৯
ফানার বলেছেন: ধন্যবাদ আপনার ভালো লাগা আমাদের সাথে শেয়ার করার জন্য ।
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২৩
চাটিকিয়াং রুমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ পাঠ করার জন্য।
৪| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১০
বড় বিলাই বলেছেন: ভাল লাগল।
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২৩
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ আপু।
৫| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৩
bijoy বলেছেন: মুহুরী প্রকল্প সত্যি খুবই সুন্দর জায়গা, ৪-৫ বার যাওয়ার সুযোগ হয়েছে আমার।
প্রবাসে থেকে দেশের প্রাকৃতিক সৌন্দর্য গুলো খুব মিস করি।
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২৭
চাটিকিয়াং রুমান বলেছেন: আসলেই খুব সুন্দর জায়গা মুহুরী প্রকল্প। আমি এই প্রথমবার গেলাম মুহুরী প্রকল্পে। আবারো যাব সামনে।
শুভ কামনা রইলো আপনার প্রতি। অনেক অনেক ভালো থাকুন।
৬| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৪
শিশিরের বিন্দু বলেছেন: চমৎকার ভ্রমন পোস্ট রুমান। প্লাস।
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২৭
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ বিন্দু পড়ার জন্য।
৭| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৪
শ।মসীর বলেছেন: ভাল লাগা...।
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৭
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ শামসীর ভাই।
৮| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:২১
ঘুমন্ত আমি বলেছেন: ছবি গুলো প্রতেকটাই সুন্দর
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৮
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৯| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:২৩
ফয়সাল তূর্য বলেছেন: সুন্দর জায়গা তো!
বান্দরবান যাইতে না পাইরে এখানে গেলেন? খারাপ হয় নাই কিন্তু!
পোস্টে +++
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৯
চাটিকিয়াং রুমান বলেছেন: জায়গাটা ২টি আসলেই খুব সুন্দর!
হ্যাঁ, বান্দরবন যেতে না পারায় ওখানে গিয়েছি।
অনেক ধন্যবাদ আপনাকে।
১০| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:২৬
নেক্সাস বলেছেন: হে রুমান আপনি করছেন কি?
আমার মনটা নষ্টালজিক হয়ে গেল।
মুহুরী আমার এলাকা। মনে পড়ে সে শৈশবের দিনগুলি।
মহামায়া কে ঘিরেও আছে জীবনের অনেক স্মৃতি।
মিরসারাই নানা বাড়ি হওয়াতে বেশ পরিচিত আমি।
অবশ্য তখন মহামায়া প্রকল্প বাস্তবায়ন হয়নি।
অনেক অনেক ধন্যবাদ রুমান আপনাকে। মনে হল ক্ষনিকের জন্য উড়ে গেলাম নিজের গ্রামে।
পোষ্ট প্রিয়তে।
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪১
চাটিকিয়াং রুমান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ নেক্সাস ভাই।
মুহুরী যে আপনার এলাকা সেটা আগে জানলে আপনার বাড়ি থেকে ঘুরে আসতাম।
শৈশবের স্মৃতিগুলো আসলেই অসাধারণ! আপনার শৈশব স্মৃতি নিয়ে একটা ব্লগ পোষ্ট আশা করছি।
১১| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৩৫
নেক্সাস বলেছেন: অফটফিক : রুমান আপনি নিজস্ব ব্লগ কিভাবে বানালেন। একটু বলা যাবে কি?
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫৭
চাটিকিয়াং রুমান বলেছেন: ফ্রিতে নিজস্ব ব্লগ বানানো একদম সহজ।
১৬ নং মন্তব্যে ব্লগার নিশাচর ভাই যে লিঙ্কটি দিয়েছেন সেটা ওপেন হচ্ছেনা। তাই আমি উনার নিজস্ব ব্লগের লিঙ্ক দিয়েছি। যেখানে বেশ কয়েকটি টিউটোরিয়াল রয়েছে। আশাকরি এর মাধ্যমে আপনি উপকৃত হবেন।
View this link
১২| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৪৯
রাষ্ট্রপ্রধান বলেছেন:
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০১
চাটিকিয়াং রুমান বলেছেন:
১৩| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৫
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: সিরাম জায়গা গুলা।আহারে যোডি যাইটে পারটাম। ভিদু ষেয়ার ডেন
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৩
চাটিকিয়াং রুমান বলেছেন: এগুলো তুমি কি লিখেছ! বানান ঠিক করো।
ভিডিও ক্যামেরা ছিলনা। তাই ভিডিও করতে পারিনি।
১৪| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৭
নিশাচর নাইম বলেছেন: ঈদের দ্বিতীয় দিন আমরা বন্ধুরা মিলে গিয়েছি এই দুই জায়গায়।ঝর্নাটায় আমিও উঠেছিলাম।খুবেই বিপদজনক উঠা।ওখানে ০.৯ মেগাওয়াট বায়ুবিদ্যুত কেন্দ্রের টারবাইন আর নীচে চা দোকানে চা খেয়ে সন্ধায় এসেছিলাম।
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৬
চাটিকিয়াং রুমান বলেছেন: খুব ভালো কাজ করেছেন।
হ্যাঁ, ঝর্ণাটা এই মুহুর্তে খুবই বিপদজনক। এর আগে আমি ২বার গিয়েছিলাম মহামায়া প্রকল্পে। কিন্তু তখন এতটা বিপদজনক ছিলনা ঝর্ণাটা।
১৫| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৮
Eisenheim বলেছেন: বেশ কয়েকবার ট্যুর প্লান করেও মহামায়া যাইতে পারি নাই, ক্যামনে ক্যামনে জানি ফসকায় যায়...
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৯
চাটিকিয়াং রুমান বলেছেন: এই সময়টিতে ঘুরে আস মহামায়া থেকে। পারলে মুহুরী প্রকল্পও ঘুরে আসতে পার। খুব ভালো লাগবে।
১৬| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৮
নিশাচর নাইম বলেছেন: @নেক্সাস, এই লিংকটা দেখেন।টিউটোরিয়াল লিখে রাখছি বিস্তারিত।
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১২:১০
চাটিকিয়াং রুমান বলেছেন: আপনার দেয়া লিঙ্কটা ওপেন হচ্ছেনা। তাই নেক্সাস ভাইকে আপনার নিজস্ব ব্লগের লিঙ্ক দিলাম।
১৭| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৯
উরাধুরা নিউজ বলেছেন: বাহ, অনেক সুন্দর লিখেছেন
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪৭
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১৮| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৯
ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেছেন: পুরোটাই পড়লাম ভালো লাগলো অনেক । থবে আফসোসের কমতি নেই এক বিন্দুও । আমি যে যেতে পারলামনা...................................
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪৮
চাটিকিয়াং রুমান বলেছেন: তোমাকে মিস করেছি আমরা। তবে আশাকরছি পরবর্তী ভ্রমণে তোমাকে পাব।
১৯| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:০০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ছবিগুলো যেরকম সুন্দর সাথে বর্ননাও চমৎকার।
+
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪৯
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ কল্পবিলাসী স্বপ্ন।
২০| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:০৯
আজব কবি বলেছেন: প্লাস , চমৎকার পোস্ট , অনেক সুন্দর জায়গা , সারা জীবন মনে থাকবে এই ট্যুর ।
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৫৯
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ আজব কবি ভাই।
এই ভ্রমণে আপনাকে পেয়ে অনেক ভালো লেগেছে আমাদের। জানিনা আগামী ভ্রমণে আপনাকে কাছে পাব কিনা।
২১| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:১১
নীরব দর্শক বলেছেন: কত জায়গা বাকি আছে যাবার..........
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১:০০
চাটিকিয়াং রুমান বলেছেন: আমাদের দেশে এমন অনেক চমৎকার জায়গা রয়েছে যা সম্পর্কে আমাদের এখনো পর্যন্ত জানা হয়নি।
২২| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২৩
টিনটিন` বলেছেন: আরো বেশ কিছু ছবি দিতে পারতেন। ভ্রমন কাহিনী ভালো লাগলো।
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১:০১
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
পরবর্তী ভ্রমণ ব্লগে বেশি করে ছবি দেয়ার কথা মাথায় রাখবো।
২৩| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫২
আলকাতরা বলেছেন: ভাল লাগ্ল। আরো ছবি আশা করছিলাম।
প্লাস
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১:০২
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ ভাই।
পরবর্তী ভ্রমণ ব্লগে বেশি করে ছবি দেয়ার কথা মাথায় রাখবো।
২৪| ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫৬
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল রুমান ।
আরো আরো ঘুরে বেড়াও ।
তবে আশা রাখব সেটা চাটি গার বাইরে হবে
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১:০৭
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ তানিম ভাই।
চাটিগাঁর ভাইরে অনেক জায়গায় গিয়েছি। এমনকি দেশের বাইরেও গিয়েছি।
ঢাকায় আসলে আপনার সাথে দেখা হবে আশাকরি।
২৫| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৭
মাহবু১৫৪ বলেছেন: দারুণ লাগলো জায়গাটা।
+++++++++++
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১:২৪
চাটিকিয়াং রুমান বলেছেন: জায়গা দু'টো আসলেই সুন্দর।
২৬| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৯
তির্যক রহমান বলেছেন: ওয়াও.।.।.।.।.।।।প্লাস
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১:৪১
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ তির্যক ভাই।
২৭| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১২:১৪
কাউসার রুশো বলেছেন: খুব ভালো।
এ জায়গাটি এখনও ঘুরে দেখা হয়নি।
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ২:০৫
চাটিকিয়াং রুমান বলেছেন: সময় নিয়ে ঘুরে আসতে পারেন জায়গা দু'টো থেকে। আশাকরি খুব ভালো লাগবে।
২৮| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৩১
মাহমুদা সোনিয়া বলেছেন: nxt gele amareo nio ruman.! Darun bornona
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ২:০৭
চাটিকিয়াং রুমান বলেছেন: ঠিক আছে আপু।
ধন্যবাদ আপনাকে।
২৯| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১:০০
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: খুব ভালো লাগল +++++
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ২:৩০
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ চয়ন ভাই।
৩০| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৭
তারেক শাহরিয়ার বলেছেন: ভাই, ভালই লিখেছেন, তবে মনে রাখবেন, মুহুরী প্রকল্প কখনোই চট্টগ্রাম বা মিরেসরাই এর প্রকল্প নয় ( মুহুরী হল ফেনী নদীর অন্য নাম), সামান্য অংশ চট্টগ্রামে পড়তে পারে, কিন্তু এটি মূলত ফেনী জেলার সোনাগাজি উপজেলাধীন একটি প্রকল্প। আপনি নিজেই বলেছেন মুহুরী বাঁধ ফেনী নদীর উপর করা হয়েছে, আর ফেনী নদীর প্রায় পুরোটাই ফেনীর সীমানায় অবস্থিত এবং বাঁধটি পুরোপুরিভাবেই ফেনীর সীমায় পড়েছে। এখানে অহেতুক এটিকে মিরেসরাই এর বলা হল।
উল্লেখ্য, ফেনী নদীর অপর নাম মুহুরী নদী। ফেনী বা মুহুরী নদীকে কখনোই চট্টগ্রামের নদী বলা হয় না। ফেনী নদীর নামানুশারেই ফেনী জেলার নামকরণ করা হয়েছে।
এছাড়া আপনি মুহুরী প্রকল্পের পাশে দেশের প্রথম উইন্ড মিল বা বায়ু বিদ্যুৎ কেন্দ্রের যে ছবি দিলেন সেটিও ফেনীর সোনাগাজি উপজেলার আওতাধীন একটি প্রকল্প।
যে কেউ ফেনী শহর থেকেই উপকুল পরিবহন, সিএন জি অথবা বাসে করে সরাসরি মুহুরী প্রকল্পে ঘুরে আসতে পারেন। এ পথ মিরেসরাই ঘুরে যাওয়ার চেয়ে কাছের পথ। ( উত্তরের পযটকদের)।
যাক মুহুরী নিয়ে ঝগড়া করলাম। এবার মহামায়ার কথায় আসি, রোজার ঈদে মহামায়া গিয়েছিলাম। অসাধারণ সুন্দর একটা জায়গা। আমরা সারাদিন সেখানে কাটিয়েছি। মজা করার জন্য আমরা হাত চালিত নৌকা ভাড়া করেছিলাম। নিজেরা চালিয়ে ঝরণা পর্যন্ত যেতে অনেক সময় লেগেছিল সত্য, তবে যারা ইঞ্জিন চালিত নৌকায় গিয়েছে তাদের চেয়ে আমাদের মজা অনেক বেশী হয়েছে। প্রকৃতিকে অনেক কাছ থেকে খুঁটিয়ে দেখা গেছে। অবশ্য এর জন্য সময়ের প্রয়োজন।
লেখার জন্য ধন্যবাদ।
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ২:৫৮
চাটিকিয়াং রুমান বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
মুহুরী প্রকল্প সামান্য অংশ চট্টগ্রাম জেলার মিরসরাইতে পড়েছে সেটাতো আমি আমার পোষ্টেই উল্লেখ করেছি!!
আমি আমার পোষ্টে উল্লেখ করেছি যে- চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার কিয়দাংশ এবং ফেনী জেলার ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার কিয়দাংশের সর্বমোট ৪০,০৮০ হেক্টর (গ্রস) জায়গা জুড়ে এই প্রকল্পের অবস্থান।
আপনার ভাষায় এখানে অহেতুক এটিকে মিরসরাই এর বলা হল কেমনে???
আপনি বলেছেন- ফেনী বা মুহুরী নদীকে কখনোই চট্টগ্রামের নদী বলা হয় না।
আমি কি পোষ্টে কোথাও উল্লেখ করেছি ফেনী বা মুহুরী নদীকে চট্টগ্রামের নদী বলা হয়???
পুরো মুহুরী প্রকল্প ফেনী জেলার ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা কিছু অংশ এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার কিছু অংশে বিস্তৃত। তাই এর কোন অংশটি কোন উপজেলায় অবস্থিত সেটা আমাদের জানা নেই। কারণ আমরা মুহুরী প্রকল্পে গিয়েছি ভ্রমণের উদ্দেশ্যে। তাই উইন্ড মিল যে ফেনী জেলার সোনাগাজি উপজেলায় পড়েছে সে তথ্য দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৩:০৬
চাটিকিয়াং রুমান বলেছেন:
৩১| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ২:০৫
নেক্সাস বলেছেন: তারেক শাহরিয়ার রুমান ভাইকে যতটুকু জানি উনি কোন বিষয় নিয়ে বিতর্কিত কিছু বলার লোক নয়। উনার পোষ্টে কোথাও তর্কেরও অবকাশ নাই।এটা সিম্পলি একটা ভ্রমণ পোষ্ট যার উদ্দেশ্য ব্লগারদের নির্মল আনন্দ দেওয়া।
তারপরও দুজনের জন্য বলছি মুহুরী সেচ প্রকল্পের যা কিছু প্রাকৃতিক সৌন্দর্য তা সোনাগাজীর আওতায় পড়ে। কেননা যে ব্রীজ টা দেখতে পাচ্ছেন তার শেষ মাথা থেকে চট্টগ্রাম জেলার শুরু।
তবে সেচ প্রকল্প বল্লে এটা ফেনী এবং চট্টগ্রাম দুই জেলার আওতাভূক্ত ।
@ রুমান ভাই @ আপনাকে আমার বাড়ি নেক্সট টাইম দাওয়াত।
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৩:০৯
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই তথ্যটি দেয়ার জন্য।
দেশে আসলে আপনার বাড়ি যাব।
৩২| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৩:১৩
ছাইরাছ হেলাল বলেছেন:
আপনাদের এমন ভ্রমণ পোষ্ট পড়লে
শুধুই যেতে ইচ্ছে করে।
লেখা ও মন্তব্য পড়ে অনেক জানা হল ।
আর কিছু ছবি দিলে আরও ভাল লাগত
বলে মনে হয় ।
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৪৭
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ হেলাল ভাই।
সময় নিয়ে ঘুরে আসুন জায়গা ২টি থেকে। আশাকরি খুব ভালো লাগবে।
পরবর্তী ভ্রমণ ব্লগ পোষ্ট গুলোতে বেশি করে ছবি দেয়ার কথা মাথায় রাখবো অবশ্যই।
৩৩| ১৪ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:০২
নাআমি বলেছেন: তথ্য, ভ্রমন বর্ণনা আর ছবি......সব মিলে চমৎকার !! অনেক ভাল লাগল....
ধন্যবাদ সেয়ার করবার জন্য........।
১৪ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৫
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ আপু পড়ার জন্য।
৩৪| ১৪ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৩
রেজোওয়ানা বলেছেন: এই প্রকল্পের কথা জানা ছিল না, প্রকল্পের নামটাই তো অনেক সুন্দর "মহামায়া ও মুহুরী"!
আপনার লেখাটাও খুব চমৎকার লাগলো, সুযোগ পেলে দেখতে যাব
১৪ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৬
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
জায়গা দু'টি যেমন অনেক সুন্দর তেমন সুন্দর নাম। সময় করে
ঘুরে আসুন জায়গা দু'টি থেকে। আশাকরি খুব ভালো লাগবে।
৩৫| ১৪ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৫
সায়েম মুন বলেছেন: ছবি ও বর্ননায় সুন্দর পোষ্ট।
১৪ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:০৪
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
৩৬| ১৪ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:০৭
মনিরুল ইসলাম বাবু বলেছেন: জোস
১৪ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:২২
চাটিকিয়াং রুমান বলেছেন:
৩৭| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৮:০৩
জিসান শা ইকরাম বলেছেন:
ছবি ও বর্ননায় চমতকার এক পোষ্ট ।
পেলাস
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৪৮
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ জিসান ভাইয়া।
৩৮| ১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৭
শশী হিমু বলেছেন: অনেক সুন্দর লাগ্লো!
ইশ টাক চাই টাকা!! আমি ঘুরতে জামু!!
পোস্টে প্লাস, আর লোভ দেখানর জন্ন আ্নারে মাইনাস!
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৬
চাটিকিয়াং রুমান বলেছেন: হাহাহাহা।
চলে আসুন চট্টগ্রামে, একসাথে ঘুরে বেড়াবো।
৩৯| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১২:১১
নীরব 009 বলেছেন: পোষ্টে প্লাস রইলো। +++++++++++++++++++++
সুন্দর বর্ণনা। অনেক ভাল লেগেছে। ছবিগুলোও সুন্দর।
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪৮
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ নীরব ভাই।
৪০| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:০৮
বেঈমান আমি বলেছেন: ভালো লাগলো।
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:২৪
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ ভাই।
৪১| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ৩:০১
নেক্সাস বলেছেন: রুমান ভাই ব্লগ করছি। কিন্তু লেভেল কিভাবে করবো বুঝতেছিনা। র বাংলা টাইপিং কিভাবে।
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৪৭
চাটিকিয়াং রুমান বলেছেন: ড্যাশবোর্ড থেকে Design-এ যান। তারপর Page Elements এ যে পাশে/অংশে আপনি লেভেল যুক্ত করতে চান সে অংশের Add a Gadget এ ক্লিক করুন। এরপর নিচের উইন্ডোটি আসবে।
এখান থেকে Labels এর পাশে যে প্লাস চিহ্নটি আছে সেখানে ক্লিক করলে আপনার ব্লগে লেভেল যুক্ত হয়ে যাবে।
৪২| ১৫ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:০৫
আবদুর রহমান (রোমাস) বলেছেন: ভাল লাগা রেখে গেলাম
১৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৪
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ রোমাস ভাই।
৪৩| ১৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:০১
হাসান মাহবুব বলেছেন: দারুণ!
১৫ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:২৫
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
৪৪| ১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫১
শত রুপা বলেছেন:
চলছি সবাই সামনের দিকে.......
১৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:২১
চাটিকিয়াং রুমান বলেছেন: দিন, সময় যখন সামনের দিকে চলছে তখন তো আমাদেরও সামনের দিকে চলতে হয়।
৪৫| ১৬ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৪
মিটুলঅনুসন্ধানি বলেছেন: অনেক সুন্দর পোস্ট...
১৬ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৫
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ মিটুল দা।
৪৬| ১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:২৯
আহমেদ চঞ্চল বলেছেন: অসম্ভব সুন্দর করে লিখেছেণ--
Click This Link
১৭ ই নভেম্বর, ২০১১ রাত ৯:১৩
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ চঞ্চল ভাই।
৪৭| ১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৩
আমি তুমি আমরা বলেছেন: স্কুলে থাকতে একবার মূহূরী প্রজেক্টে গিয়েছিলাম। সেই ভ্রমনের তেমন কোন স্মৃতি নাই।
চমৎকার পোষ্ট।+++
১৭ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২০
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ আপনাকে।
মুহুরী প্রজেক্ট আসলেই সুন্দর। এত সুন্দর জায়গায় ভ্রমণের কথা মনে রাখতে না পারায় আপনাকে মাইনাস।
৪৮| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:৪৯
shapnobilash_cu বলেছেন: রুমান ভাই, পোস্ট জটিল হইছে। পুরা পাংখা পুষ্ট। এখন ফোন ধরেন ভাই।
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫৮
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৪৯| ১৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ২:৫১
শিপু ভাই বলেছেন: যাইতে মঞ্চায়।
ভ্রমন বর্ননা ও ফটুতে++++++++++++++++++
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৯:০৬
চাটিকিয়াং রুমান বলেছেন: চলে আসুন তাহলে।
অনেক ধন্যবাদ শিপু ভাই।
৫০| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৩৯
মোঃ জুলকার নাঈন বলেছেন: চমৎকার লাগলো মুহুরী প্রকল্প। আসলে আমাদের দেশটা অনেক সুন্দর যদিও মানুষ কিছুটা বেশি।
ভাল থাকবেন।
১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৫৬
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ নাঈন ভাই।
আপনি ঠিক বলেছেন, আমাদের দেশটা আসলেই সুন্দর। কিন্তু যদি এই জনসংখ্যাকে কাজে লাগানো যায় তাহলে তা আমাদের দেশের জন্য শক্তি হিসেবে কাজ করবে।
আপনিও ভালো থাকবেন। শুভ কামনা থাকলো।
৫১| ২০ শে নভেম্বর, ২০১১ রাত ৩:৪৫
রবিন মিলফোর্ড বলেছেন: বেশ ভালো লাগল ছবিগুলো ।
সুন্দর পোষ্ট । ++++++
২০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:২২
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ রবিন।
ভালো থেকো।
৫২| ২০ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:১৮
রিয়েল ডেমোন বলেছেন: দেশে আইসা অবশ্যই চিটাগাং আস্মু
২০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৩
চাটিকিয়াং রুমান বলেছেন: আপনার অপেক্ষায়।
৫৩| ২০ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:৪৬
মরুর পাখি বলেছেন: চমৎকার ছবি-- ও প্রকৃতি সাথে মুহুরি প্রক্লপ। আচ্ছে এখানকার উইন্ড মিল থেকে কি পরিমান বিদ্যুৎ উৎপাদন হয়?
২০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪৩
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ। মহামায়া ও মুহুরী এই ২টি প্রকল্প আসলেই সুন্দর।
মুহুরী প্রকল্পের উইন্ড মিলের মাধ্যমে সম্ভবত ০.৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। তবে আমি নিশ্চিত না।
৫৪| ২০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।
যাওয়ার ইচ্ছেটা জেগে উঠলো।
২০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪৫
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই।
সময় করে ঘুরে আসুন। আশাকরি খুব ভালো লাগবে।
৫৫| ২০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪৮
রাজামশাই বলেছেন: মারহাবা মারহাবা
২০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৫৭
চাটিকিয়াং রুমান বলেছেন: ধইন্যা ধইন্যা।
৫৬| ২০ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:১৮
পাঙ্খাবাবা বলেছেন: মন্তব্য পরে করবো
২০ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৩৮
চাটিকিয়াং রুমান বলেছেন: ছবিগুলো কেমন হয়েছে/কোন ত্রুটি আছে কিনা জানায়েন গুরু।
৫৭| ২০ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৪৭
আর.এইচ.সুমন বলেছেন: ভাই কিবেন যখন একটা সেমি-প্রোফেশনাল ক্যাম কিনে নেন !! এই বাজেটেই হয়ে যাবে ক্যানন এর ৬০ডি , ৫০ডি , অথবা নাইকন এর ডি ৯০ এই ধরণের সেমি-প্রফেশনাল ক্য!মেরা !!
আমার মনে হয় এন্ট্রি লেভেব ক্যামেরা না কিনে আপাতত সেমি - প্রো গুলো কেনা বেটার !!
আমি নিজে ভুল করেই শিখেছি বা বুঝেছি !! বাকিটা আপনার ব্যাপার !!!!
২১ শে নভেম্বর, ২০১১ রাত ১:৫৭
চাটিকিয়াং রুমান বলেছেন: ভালো পরামর্শ দিয়েছেন সুমন ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই জন্য।
৫৮| ২১ শে নভেম্বর, ২০১১ ভোর ৪:৪১
সাগর রহমান বলেছেন: সুন্দর ছবি, প্রাঞ্জল বর্ণনা মুগ্ধ হয়ে পড়লাম।
আহা! কত কি দেখা হয়নাই চক্ষু মেলিয়া।।
শুভেচ্ছা নিবেন।।
২১ শে নভেম্বর, ২০১১ ভোর ৪:৪৭
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশে এমন সুন্দর জায়গা রয়েছে অগনিত যা আমাদের এখনো দেখা হয়নি।
আপনিও আমার শুভেচ্ছা নিবেন। শুভ কামনা থাকলো।
৫৯| ২৩ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:১০
হ্যামিলনের বাঁশিওয়ালা বলেছেন: দারুণ জায়গা তো!
দারুণ সুন্দর।
দেশে ফিরলে ইনশা আল্লাহ যাবো।
প্রিয়তে নিলাম।
পোস্টে প্লাস।
২৩ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩১
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
দেশে আসলে অবশ্য ঘুরে আসবেন। আশাকরি অনেক ভালো লাগবে।
৬০| ২৩ শে নভেম্বর, ২০১১ রাত ৮:০৬
সজল শর্মা বলেছেন: মহামায়া লেকের প্রথম ছবিটা মায়া লাগিয়ে দিল।
২৪ শে নভেম্বর, ২০১১ রাত ৮:০৩
চাটিকিয়াং রুমান বলেছেন:
সময় নিয়ে ঘুরে আসুন জায়গা দু'টি থেকে আশাকরি অনেক ভালো লাগবে।
৬১| ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:০৯
নোমান নমি বলেছেন: এটা শুধু চেনা জায়গা না আমার এলাকা। আমার বাড়ী মিরসরাই। তবে দুখের বিষয় মহামায়া গেলাম এই সেদিন।
পোষ্টে +++
২৮ শে নভেম্বর, ২০১১ ভোর ৪:২০
চাটিকিয়াং রুমান বলেছেন: আপনার বাড়ি যে মিরসরাইয়ে সেটা জানতে পারি কুরবানি ঈদ উপলক্ষ্যে লেখা আপনার একটি পোষ্ট থেকে।
শুভ কামনা থাকলো আপনার জন্য।
৬২| ০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫৭
তারেক শাহরিয়ার বলেছেন: মুহুরি অংশের প্রথমেই বললেন, ''বারৈয়ারহাট থেকে দুপুরের খাবার খেয়ে রওনা হলাম মিরসরাইয়ের আরেক পর্যটন স্পট মুহুরী প্রকল্পের উদ্দেশ্যে''
এরপর লিখেছেন, ''চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার কিয়দাংশ এবং ফেনী জেলার ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার কিয়দাংশের সর্বমোট ৪০,০৮০ হেক্টর (গ্রস) জায়গা জুড়ে এই প্রকল্পের অবস্থান।''
এ প্রকল্প মোট ৬ টি উপজেলায় অবস্থিত, এবং ৬ টির ৫ টিই ফেনি জেলার উপজেলা। যেটিকে মুহুরির পর্যটন কেন্দ্র হিসেবে আপনি ছবি দিলেন সেটিও সোনাগাজির ই অংশ । এমন একটি প্রকল্প কে মিরেসরাই এর বলাতা অহেতুক নয় কি?
আসলে গত কয়েক বছর ধরে মিরেসরাই এর মানুস বিভিন্ন পত্র পত্রিকায় এ অহেতুক দাবি্টিই করে চলেছেন। তাই আপনার ভ্রমন পোশ্তে বিতর্ক করতে হল।এজন্য দুঃখ প্রকাশ করছি।
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৩
চাটিকিয়াং রুমান বলেছেন: দুঃখ প্রকাশ করার কিছুই নেই তারেক শাহরিয়ার ভাই।
মুহুরী প্রকল্পে আমরা গিয়েছিলাম নিছক ভ্রমণের উদ্দেশ্যে। আর সেখানে গিয়েছিলাম মিরসরাই দিয়ে (টেক্সটাইল কলেজের পাশ দিয়ে)। পরে সেখানে গিয়ে জানতে পারি এই মুহুরী প্রকল্পটি মোট ৬টি উপজেলায় অবস্থিত। সেখানে যাওয়ার আগে এই ব্যাপারে আমাদের কোন ধারণা ছিলনা।
এছাড়া চট্টগ্রাম থেকে যারা মুহুরী প্রকল্পে বেড়াতে যায় তারা প্রকল্পটিকে মিরসরাইয়ে অবস্থিত বলেই জানে।
ধন্যবাদ।
৬৩| ২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৩
ফারজুল আরেফিন বলেছেন: সুন্দর +++
২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৪
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ ফারজুল আরেফিন ভাই।
৬৪| ০২ রা মার্চ, ২০১২ রাত ১০:২৪
তারেক শাহরিয়ার বলেছেন:
এছাড়া চট্টগ্রাম থেকে যারা মুহুরী প্রকল্পে বেড়াতে যায় তারা প্রকল্পটিকে মিরসরাইয়ে অবস্থিত বলেই জানে।
হা আপনার কথা সত্য. মিরেসরাইয়ের কিছু মানুষের মিথ্যা প্রচারণার কারণে অনেকে এ ভুলটাই জানে..
ধন্যবাদ আপনাকেও
০৭ ই মার্চ, ২০১২ রাত ১২:৪৩
চাটিকিয়াং রুমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৬৫| ২৩ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৩৪
অরুদ্ধ সকাল বলেছেন: সুন্দরম!
২৩ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:১০
চাটিকিয়াং রুমান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৫
একাকী বালক বলেছেন: ভাল লাগল। প্লাস।