নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন খুব ছোট, জীবন খুব সুন্দর এবং ভালোবাসা সুন্দর ।

রুনা ভুনা

রুনা ভুনা › বিস্তারিত পোস্টঃ

সুখের অসুখ

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১২

মানুষ তার নিজের পৃথিবীটা ক্রমাগত হারাচ্ছে, অথচ মানুষ বুঝছেনা নিজের পৃথিবীতে বুক ফুলিয়ে চলার মধ্যে যতটা সুখ, যে পৃথিবী তার নয় সে পৃথিবীতে হয়তো সোনায় মোড়ানো রাজপ্রাসাদ আছে, রাজ্য আছে, ছড়ানো ছিটানো ক্ষমতার আস্বাদন আছে, কিন্তু সে নিজেই নেই | যেখানে মানুষ নিজেই নেই, সেখানে সুখ নেই, যেটা আছে সেটা অন্যের কাছে ধার করা সুখ | খুব কাছে বা দূরে থেকে দাঁড়িয়ে ধার করা সুখকে মহাসুখ মনে হতে পারে, অথচ এমন সুখ খুব ভঙ্গুর হয়, ক্ষণস্থায়ী হয় | যারা বলে আমি সুখী তারা সুখী নয়, সুখ যখন অধরায় থেকে যায় তখন মানুষ সুখী হয়, সেই সুখ প্রচার করার প্রয়োজন হয়না |
মানুষ সুখকে তার মতো করে বিচার করে, এই বিচার করতে গিয়ে মানুষ নিজের সুখকে অন্যের সাথে তুলনা করতে গিয়ে নিরাশ হয় | অথচ মানুষ নিজের যতটুকু আছে যদি তা নিয়ে জীবনকে এগিয়ে নিতে পারতো, তবে তার মতো সুখী হয়তো পৃথিবীতে আর কেউ থাকতোনা |
মানুষের চোখটা সব সময় উপরের দিকেই থাকে, অথচ চোখটা যদি নিচের দিকে থাকতো তবে মানুষ বুঝতে পারতো, পৃথিবীতে সে যতটা সুখী তারচেয়ে অনেক মানুষই অসুখী | উপরের দিকের সুখটা ফাঁপা বেলুনের মতো, ফুলতে ফুলতে একসময় ফেটে গিয়ে চুপসে যায়, আর একদম নিচের দিকে যে সুখটা থাকে সেখানে জীবনের বাস্তবতা থাকে, নির্মমতা থাকে, ঘাত প্রতিঘাত থাকে, কিন্তু সব হারিয়েও নিজের সর্বসান্ত হওয়াটা বুঝতে না পারায় একটা দুর্বোধ্য সুখ থাকে |
যে লোকটার মাথা গোঁজার ঠাঁই নেই, সে লোকটা রাস্তার উপরে অযত্নে পরে থাকা একটা সিমেন্টের ঢালায় করা পাইপের ভিতর রাত কাটিয়ে ভাবে, আহা, আজকের দিনটা রাজার মতোই কাটালাম | অথচ এই পাইপটাই একদিন মাটির নিচে বসানো হবে, যেটা দিয়ে পানি বা বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করা হবে, অথচ কেউ হয়তো জানবেই না এই পাইপটাই একজন মানুষের একরাতের রাজপ্রাসাদ হয়ে উঠেছিল | যে লোকটা এটাকে রাজপ্রাসাদ বানিয়ে পরম সুখ লাভ করেছিল, সেও এটার কখনো খোঁজ রাখবেনা | কারণ নিশ্চিত সুখের চেয়ে অনিশ্চিত সুখ অনেক বেশি দামি | সুখ মনে রাখলে কষ্ট বাড়ে, সুখ ভুলে গেলে আনন্দ বাড়ে | পতিত সুখ মনে রাখলে বোঝা হয় যায়, মানুষকে অতীতের জন্য কাঁদায় |
মাটিতে দাঁড়িয়ে আকাশে উড়তে উড়তে উপরে উঠা মানুষ দেখতে এখন ভালোই লাগে | না, ঠিক ভালো লাগা নয়, বরং ওদের উপরে উঠতে গিয়ে ভাসমান সুখ কাড়াকাড়ির লড়াই দেখে মনে হয়, সুখ যেন খাঁচায় বন্দি পাখি, যেখানে কোনো অভাব নেই, কিন্তু নিজে না থাকার অভাবটাই বেশি থাকে | খাঁচার ভিতরেই যেন সব সুখ, অথচ যে পাখিটা আকাশে উড়েই চলেছে, তার খাঁচার মতো কোনো ঘর নেই, অভাব পূরণের কিছুই নেই, অথচ নিজের একটা পৃথিবী আছে, যে পৃথিবীতে অনিশ্চয়তা সবচেয়ে বেশি, কিন্তু চ্যালেঞ্জ নিয়ে নিজেকে নিজের মতো করে এগিয়ে নেওয়ার সাহস ও সম্ভাবনাও অনেক বেশি |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.